পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a>ミ বঙ্গের জাতীয় ইতিহাস { বৈশু-কf ৫ । কুক্কবিষ্ণুবৰ্দ্ধন স্বদন্ত অমুশাসনাদিতে কোথাও কুজবিষ্ণু, কোথাও বিষ্ণুবৰ্দ্ধন, কোথাও বিটরস, কোথাও ঐ পৃথিবীবল্লভ, কোথাও বা বিষমসিদ্ধি বিরুদে আপনার পরিচয় প্লিছেন । পুলিকেশী সত্যাশ্রয়ের ৮ম ৰৱে লিখিত তাম্রশাসনে (৫৩৮ শকে অর্থাৎ ৬১৬ খৃষ্টাব্দে ) ইনি যুবরাজ আখ্যায় ভূষিত হইয়াছিলেন । আবার ৰিশাখপঞ্জন জেলার অন্তর্গত চিপুরুপল্লি হইতে সংগৃহীত বিষ্ণুবৰ্দ্ধনের ১৮ অঙ্কে উৎকীর্ণ তাম্রশাসনে তাহার সর্বপ্রথম “মহারাজ” উপাধি দেখিতে পাই । এই তাম্রশাসন সাহায্যেই জানা যায় যে, বিষ্ণুবৰ্দ্ধন বাদামি রাজ্য হইতে অনেক দূর পূর্বে আসিয়া রাজ্য স্থাপন করেন। প্রাচ্য চালুক্যগণের তাম্রশাসনমতে বিষ্ণুবৰ্ধন ১৮ বর্ষ রাজত্ব করিয়াছিলেন। কিন্তু ঐ রাজ্যকাল উহার যৌবরাজ্যে অভিষেক হইতে গণিত হইয়াছে । তৎপরে তাহার জ্যেষ্ঠপুত্র ১ম জয়সিংহ ৫৫৬ শকে রাজপদে অভিষিক্ত হন এবং ৫৮৫ শক পৰ্য্যন্ত ৩০ বর্ষ রাজত্ব করেন। r তৎপরে জয়সিংহের কনিষ্ঠ ভ্রাতা ইন্দ্রভট্টারক সাতদিন মাত্র রাজত্ব করেন। মহারাজ প্রতীকরের পুত্র পৃথিবীমূলের প্রদত্ত গোদাবরীর তাম্রশাসনে লিখিত আছে যে, তিনি ( গঙ্গরাজ ) ইন্দ্রবর্ম প্রভৃতি রাজস্যবর্গের সহিত মিলিত হইয়া ইন্দ্রভট্টারকের উচ্ছেদের জন্য ঘোরতর সংগ্রাম বাধাইয়াছিলেন। ইন্দ্রভট্টারকের পর তৎপুত্র (২য় ) বিষ্ণুবৰ্দ্ধন ৫৮৫ হইতে ৫৯০ শক পর্য্যন্ত ৯ বর্ষ রাজত্ব করেন। কোন কোন তাম্রশাসনে তাহার নাম বিষ্ণুরাজ, সর্ববলোকপ্রিয় উপাধি এবং বিষমসিদ্ধি বিরুদ লিখিত আছে। . তৎপরে ২য় বিষ্ণুবৰ্দ্ধনের পুত্র মঙ্গি-যুবরাজ ৫৯৪ হইতে ৬১৯ শক পর্যন্ত ২৫ বৎসর রাজত্ব করেন । ই হার উপাধি সর্ববলোকাশয় ও বিরুদ বিজয়সিদ্ধি,২ ইনি একজন মহাপণ্ডিত ছিলেন। আধ্যাত্মিক শাস্ত্রাদিতে ইনি অনেককেই পরাজয় করিয়াছিলেন। পূর্ববৰ্ত্তী সকল চালুক্যরাজের শাসনাদিতে লিখিত আছে যে, স্বামী মহাসনের অনুগ্রহে চালুক্যবংশ রাজ্যশ্ৰী অর্জন করেন, কিন্তু এই ৷ সরিজের একখানি শাসনে লিখিত আছে যে, কৌশিকীর বরপ্রসাদেই তাহদের রাজ্যলাভ হইয়াছিল। tgr೪೪ প্রিয়ামুজঃ স্থলঙ্গলবনগিরিবিষমজুর্গেষু লন্ধ ( * ) “गडाथिब्रथैथझफंभशंबी পিন্ধুিত্ব দ্বিষমসিন্ধিঃ * . . . . 2. ( ) “আধীক্ষিক্যাদিৰিদ্ধাপ্রশ্নেযুবিজয়সিদ্ধিঃ।”