পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীয় ইতিহাস ન j ? g مياج ج করেন । দিগ্বিজয়কালে তিনি গিন্ধুর পশ্চিমপারস্থ পদ্মপুর নগরের রা কন্যা পত্রি নীকে বিবাহ করেন। মূলস্থানে মালবগণের সহিত র্তাহার ঘোরতর যু হইয়ালি। তিনি বিজিত সকল স্থানেই অহিংসা-ধৰ্ম্ম প্রচার করিয়া ছিলেন । জৈনদিগের পুণ্য তীর্থ শফিঞ্চয়পৰ্ব্বতে তিনি পাশ্বনাথের এক বৃহৎ মন্দির প্রতিষ্ঠা করেন এবং ১২১১ সম্বতে হেমচন্দ্রসূরি দ্বারা ‘ত্রিভুবনপালবিহার' স্থাপন করেন। প্রসিদ্ধ আলঙ্কারিক বাগভট র্তাহার মন্ত্রী ছিলেন । কুমারপালের ভ্রাতুষ্পপুত্র অজয়পাল বিষদানে তাহার প্রাণ সংহার করেন । কুমার ৩০ বর্ষ ৮ মাস ২৭ দিন রাজত্ব করিয়াছিলেন । ১২৩০ সংবতে কুমারপালের মৃত্যু হইলে তাহার ভ্রাতুষ্পপুত্র (মহীপালের পুত্র) অজয়পাল সিংহাসন অধিকার করেন। তৎপরে বালমূল ২ বর্ষ, ভীম ৬৩ বর্ষ, তিহনপাল বা ত্রিভুবনপাল (২য়) ৪বর্ষ রাজত্ব করেন। তাহদের সময়ে কোন বিশেষ ঘটনা হয় নাই । ১৩০২ সম্বতে চোলুক্যরাজ্য বাঘেলা-রাজগণের অঙ্কশায়ী হয়। এইরূপে খৃষ্টীয় ১৩শ শতাব্দে গুপ্তরের চোলুক্য রাজবংশ শেষ হইল ।