পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম অংশ | শুস্কিক বংশ ২৫৩ স্থানের শাসন ও সীমান্তে উপদ্রল নিবারণের জন্য তিনিই উড়িষ্যারাজের নিকট হইতে সনন্দ প্রাপ্ত হইয়াছিলেন। উক্ত তালপত্রের পুপি-বান্তীত উক্ত মাইতিবংশের কুরগিনামা (বংশ-পত্রিকা ) পাওয়া গিয়াছে। তাহাতে দেখা মায়, বীরসিংহপুরস্থাপয়িতা বীরসিংহের পিতার নাম ‘বিশ্বনাথ’ । সম্ভবতঃ বিশ্বনাথ’ ও ‘দেবনাথ' একই ব্যক্তি হইবেন। এই বীরসিংহের ৮ম পুরুষ অধস্তন অচ্যুত মাইতি। প্রবাদ এই, অচ্যুত মাইতি অতি অত্যাচারী ছিলেন। স্থানীয় ব্রাহ্মণসমাজের উপর তাহার ভক্তিশ্রদ্ধ ছিল না। র্তাহার উৎপীড়নে কাতর হইয়। ব্রাহ্মণসমাজ ও জনসাধারণ মিলিত হইয়া তাহীকে ‘একঘরে করেন । শুন্ধিকের আত্মগোপনে বাপ্য পাইয়া কেদারকুণ্ড ও নিকটবৰ্ত্তী অন্যান্য স্থানের কৃষকগণের মধ্যে আশ্রয় গ্রহণ করেন, কিন্তু স্বাভাবিক উগ্রতা ও তাত্যাচার পরিত্যাগ ন। কুরায় এবং সংখ্যায় অল্প তাবশতঃ শক্তির অভাবে সমাজের শাসনে পতিত বলিয়। গণ্য হইতে বাধ্য হইয়াছিলেন । কিন্তু য'tহার দূরে গিয়া অন্য শ্রেষ্ঠ এইরূপে শুন্ধিকগণের কেদারকুওপরগণা-অধিকার কালে মেদিনীপুর জেলায় আর কোন কোন রাজা রাজত্ব করিতেছিলেন, তালপত্রের কুলগ্রন্থে তাহারও এইরূপ পরিচয় আছে— “রাজা কতগুলি আছে কি নাম সবার । পরিচয় দেহ ত্বর কোন গ্রামে ঘর ॥ রামানন্দ ঘোষ বেলুনে করে বাস । আমি আছি জামনায় বৰ্দ্ধন দাস ॥ বলিল দুজন আগে পরিচয় । জামালচকে যাদবপাল সদৃগোপ আশ্রয় ॥ কালিদীপায় কামার যে দুইজন থাকে। রসিক রাউৎ বলি শ্রীরামপুর চকে ॥ লইয়া সে সঙ্গিগণ সীমা আড়ি থাকে । আর যত বসতি দেখ অভব্য লোকে ॥ DBBB BBS BB DDB BBD S BDD BBB BBS BBB BBBBD S পড়িল ঘোষণা উড়িষ্যা মেদিনীপুর । সরকার গোয়ালপাড়া কেদার মজকুর ॥ আবাদ করিয়া তুমি মালগুজারি দিবে। আবার উজার হইলে ইজারদায়ে সাপিবে। এ তিন বরষে আমি নাহি দিব কর । উজার গিয়াছে কেদার একত্রিশ বৎসর ॥ যে জন উজার করে তারে পর যদি । তার কাছে নিব কর সে দিন অবপি ॥ তসেল করেছে কেদার তুমি রাজা যবে । প্রজার পালন কর পূজা কর দেবে । তুমি সে দেবের লোক জানিমু কারণ । তুম রণে ধরা যাবে যত দুষ্ট জন ॥ এমন তসেল যদি পীচ্ছাত হুইল। পাথরের দেউল দিব যদি হয় ভাল ॥ পশ্চিমে পাথর আছে আট রাজধানী । অতেব লাগাল দ্বন্দ্ব প্রভু শূলপাণি ॥ তসেল পাইলা চিত্তে আনন্দিত বাড়া । তসেলা পাইয়া পরমানন্দে দিল ঘোড়া । রামানন্দে দিলেন জমীন ৰায়ৰাটী। দেওয়ান মুম্বুদী আমার হও তোমরা দুটী ॥”ইত্যাদি