পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬০ বঙ্গের জাতীয় ইতিহাস [ ՀՀց *to থাকেন। রাজপ্রদত্ত মূল ৩২ বিশ জমী, এখনও ই হাঁদের দখলে আছে । ৫০ বৎসর পূর্বে এই বংশের yরামপ্রসাদ জাম্বনিরাজের দেওয়ান হইয়া পার্শ্ববর্তী ভূমি দখল করিয়া স্বীয় প্রভুর অধিকার বৃদ্ধি করেন। তাহার বংশীয়েরা উত্তর কালে মোক্তার ও ডেপুটী কলেক্টর প্রভৃতি হইয়াছিলেন । শুল্কীরাজের অমাত্য ও বারো ভাইএর অন্যতম আদিত্যবেরীর বংশধরগণ পরবর্তী কালে ময়নাগড় ও নারায়ণগড় রাজ্যের রাজগণের সহিত সোঁহার্দ্যে কালযাপন করিতেন। উভয় রাজ্যের যুদ্ধ-বিগ্রহে সাহায্য এবং চন্দ্র উপাধিধারী এক শাখা উভয় রাজ্যের রাজার নিকট হইতে যথাক্রমে ৮০ (২০০ ) বিঘা ও ৪০ বিঘা জমি দেবোত্তর পাইয়াছিলেন । এই বংশের অনেকে মুর্শিদাবাদের নবাবগণের অধীনে এবং অনেকে ইংরাজরাজের সদর দেওয়ানী আদালতে চাকুরী করিতেন। এই বংশের গুরুপ্রসাদ চন্দ্র মোক্তার করিতেন এবং বীরপুরুষ ছিলেন। সিপাহীবিদ্রোহে সিপাহীর ক্ষেপিয়া যখন জিরাট লুণ্ঠন করে, তখন নিজের বাসায় গঙ্গামুনর্থ বহু রমণীকে তিনি এক রক্ষা করিয়া;ছলেন । তিনি জীবিত থাকিতে উন্মত্ত সিপাহীর বাড়ীতে প্রবেশ করিতে পারে নাই। স্ত্রীলোকের পলায়ন করিলে পর, গুরুপ্রসাদ আহিত হইয় প্রাণত্যাগ করেন । হীন অবস্থা হইলে ও শুীগণের মধ্যে যেরূপ সামস্তপ্রথা আছে, তাহ অতি পূর্বকাল হইতে ভারতীয় রাজস্যসমাজে প্রচলিত ছিল। ইহাদের মধ্যে বার ভাই ব। বীর ভূয়া, বাহাত্তরঘর, দশাশ্বী ও মজকুরী এই চারিটি শ্রেণী বরাবর প্রচলিত আছে । বংশের মধ্যে মানমর্য্যাদায় যিনি সর্বপ্রধান তিনি রাজপদবাচ্য, তাহার তা ধীনে ভাই উপাধিধারী ১২জন সামস্ত থাকিতেন এবং এই ভাইদিগের প্রত্যেকের তাধীনে যে ছয় জন সামন্ত থাকিতেন, তাহারাই বাহাত্তরঘরী বলিয়া খ্যাত । বিবাহাদ প্রত্যেক মাঙ্গলিক কার্য্যে ১৩ ঘর প্রথম ও ৭২ ঘর পরবর্তী সম্মান বা কুলমৰ্য্যাদা প্রাপ্ত হইতেন। কুলগ্রন্থে বিবাহপদ্ধতিপ্রসঙ্গে এই কুলমৰ্য্যাদার ব্যাপার এইরূপ বর্ণিত হইয়াছে ঃ– "ব্রহ্মচারী কন আগে বাটাইর ডাক। ধৰ্ম্মসভা তবে সেবা বিদায় ভার অীক ॥ ইeার প্রসঙ্গ আমি আদি হতে বলি। মহাতে হইব বিভা প্রসঙ্গ হুলাহলি ৷ প্রথম গোবিন্দপুঞ্জ অর্ঘ্য আয়োজন। নারদের পূজা করি উদ্দেশে দেহ মন । যার যেই পূৰ্ব্ব মত একত্রে মিশিলা। শুভমঙ্গলা পুলি বাগদান হৈলা ॥ লগনেতে নিমন্ত্রণ হরপাৰ্ব্বতী। নিমন্ত্রণে আইল ইষ্ট মিত্র আপনার জাতি ।