পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! বঙ্গের জাতীয় ইতিহাস, পৈশু-কণ্ঠ গু رونية ঐঅগ্রদীপ আর অগের দুই ভাই। মহা মনুভব পৃথিবীব রত্ন দুই । আপন দেশে থাকি সভাক তুষিলা । বেসতি করিতে পরে মগধে চলিলা ॥ অগরের বংশধর হৈল আগরী । বৈশুকুলে জাত সভাই নানা গুণধারী ॥ সেই হইতে আগরবালা বলিত সকলে । উপনীত পরে তার রাজসভাস্থলে ; অশোক নৃপতিবর পরম ধাৰ্ম্মিক। সদাচার স্তায়বান বীরেন্দ্র নির্ভীক । শিষ্ট শান্ত জ্ঞানবস্তু সৰ্ব্বগুণে গুণী ৷ আছিল না তখন তার সম নৃপমণি ॥ সৰ্ব্বজীবে করিতেন সমভাব জ্ঞান। ভুলjাছিল সভাই তখন জাতি অভিমান ॥ অহিংসা পরম ধৰ্ম্ম তাঁর আচরণ। সুখে কাল গেীয়াইল তার প্রজাগণ ॥ সমুদ্রের পারে বৈসে জত নরগণ । তাহীদের কাছে কর করিত গ্রহণ ॥ লইয়া তাহার আজ্ঞা হরিষ অস্তরে । বাণিজ্য করিত সেহি রাজ্যের ভিতরে } তাহার রাজত্ব কালে পূৰ্ব্বপুরুষগণ। পাটলিপুরেকে গোল করিল স্থাপন ॥ তথা হইতে তাম্রলিপ্ত সমুদ্রবন্দরে । জাইত ব্যবসা লাগি বছরে বছরে ॥ এহি হেতু তামোলি-বণিক্‌ বলিত সভাই । ক্রমে এহি বংশ ব্যাপ্ত হৈল সৰ্ব্ব ঠাঞি । রাজার নিকটে সম্ভে পাইয়া সনমান । বহুকাল পরে করে গৌড়ে অভিযান ॥ বিশেষতঃ পুৰ্ব্ববঙ্গ বরেন্দ্রী ভূমিতে। করেন বসতি সভাই পরম মুখেতে ॥” উদ্ধত বংশপরিচয় হইতে আমরা বুঝিতেছি যে, দ্বিশতাধিক বর্ষ পূর্বেও এই সমাজের কোন এক বংশের মধ্যে কিংবদন্তী প্রচলিত ছিল যে, তাহদের পুর্বপুরুষগণ সম্রাট অশোকবৰ্দ্ধনের সময় পশ্চিমাঞ্চল হইতে মগধে এবং মগধ হইতে তাম্রলিপ্তে আসিয়া ব্যবসা উপলক্ষে বসবাস করিতেন। তাম্রলিপ্ত বা তমোলিপ্তে বাসহেতু এই শাখা তামোলী (অধুনা তামলী*) নামে পরিচিত। অগ্রদাস ও অগোর এই দুই ভ্রাতার ংশধর বলিয়৷ ই হার অ{গরী ও আগরবাল নামেও এক সময়ে খ্যাত ছিলেন। উত্তরপশ্চিম-প্রদেশে যে সকল অগরবাল বণিক বাস করেন, তাহারাও আপনাদিগকে বিশুদ্ধ বৈশুসন্তান এবং অগ্রসেনের বংশধর বলিয়া পরিচয় দিয়া থাকেন। র্তাহীদের আদি সমাজ গঠন সম্বন্ধে এইরূপ ৩ট কিম্বদন্তী প্রচলিত আছে— ১ম--এই শ্রেণির পূর্বপুরুষগণ অগরু বা অগর নামক চন্দনের ব্যবসা করিত বলিয়। পরবর্তী কালে তাহার অগর বা অগরবাল, নামে পরিচিত হন। ২য়—কাশ্মীরে সহস্রাধিক অগ্নিহোত্রী ব্রাহ্মণ গিয়া বাস করেন, তাহীদের অগ্নিযজ্ঞ নির্বাহের জন্য এক শ্রেণির বৈশ্ব র্তাহাদিগকে অগরুকাষ্ঠ যোগাইতেন। মহাণীর আলেক্সান্দর যখন ভারত আক্রমণ করেন, সেই সময় তিনি উক্ত