পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীয় ইতিহাস । [ বৈগু-কাণ্ড । و سb& করিতেছিলেন, সুতরাং এখানে তাহীদের পূর্ব চেষ্ট নিবৃত্ত হয় নাই। প্রসিদ্ধ নৈয়ায়িক শ্ৰীধরাচার্য, উদয়নাচাৰ্য্য, ও প্রসিদ্ধ মীমাংসক ভবদেবভট্টের গ্রন্থাদি হইতে তাহার যথেষ্ট পরিচয় পাওয়া গিয়াছে। পালবংশের অধিকারে বরেন্দ্রভূমে তাহfদর উদ্দেশু মুসিদ্ধ ন হইলেও শূব ও বম্মবংশের অধিকারভুক্ত রাঢ় ও পূর্ববঙ্গে এবং সেনবংশের অধিকার বিস্তৃতির সঙ্গে সমস্ত গৌড়মগুলে তাহদের উদ্দেশু সফল হইয়াছিল । সেনরাজগণের তাম্রশাসন হইতে আমরা জানিতে পারি যে, যেখানে বৌদ্ধমঠের অধীন নিষ্কর জমি ছিল, সেনরাজগণ সেইরূপ অধিকাংশ জমি লইয়া বৈদিক ব্রাহ্মণদিগকে দান করিতেছেন । আমরা শূন্তপুরাণের অন্তর্গত *নিরঞ্জনের রুষ্মা অংশ পাঠ করিয়া জানিতে পারিয়াছি যে, গৌড় প্রভৃতি অঞ্চলে সদ্ধক্ষ্মী বা বৌদ্ধদিগের উপর বৈদিক ব্রাহ্মণের করস্থাপন করিয়াছিলেন । অনেকে এরূপ ও মনে করেন যে, ব্রাহ্মণশাসনে অভ্যস্ত নিগৃহীত হইয়া সদ্ধক্ষ্মীর দল এদেশে মুসলমানগণকে ডাকিয়া আনিয়াছিলেন, এ কারণ তাহাদিগের উপর অপর হিন্দু-সাধারণের আক্রোশ অধিকতর বাড়িয়া গিয়াছিল। সন্ধর্মিগণের আহবানে মুসলমান আগমন হউক বা না হউক, মুসলমানহন্তে ব্রাহ্মণ অপেক্ষ বৌদ্ধশ্রমণেরই যে সমধিক নিগৃহীত হইয়াছিলেন, সমসাময়িক মুসলমান ইতিহাস হইতে তাহার প্রকৃত পরিচয় পাওয়া গিয়াছে। ১১৯৩ খৃষ্টাব্দে মহম্মদ-ই-বখতিয়ার যখন বিছার আক্রমণ করেন, তৎকালে সেই যুদ্ধস্থলে যাহারা উপস্থিত ছিলেন, তাহদের এক ব্যক্তির মুখে গুনিয়া প্রসিদ্ধ মুসলমানঐতিহাসিক মিনহাজ লিখিয়াছেন,— SkB BD DB BBBD DDBBB BBBB BBBB BBB BBS DDBB BB BBBB হইল । প্রভূত ধনরাশি লুষ্ঠিত এবং ইসলামের তরবারির আঘাতে অসংখ্য মুণ্ডিতমস্তক ব্রাহ্মণ । মুগুহীন হইয়াছিল। বিহারের সুবিশাল পুস্তকাগারও ভস্মীভূত হয় । পরে অগণিত পুস্তকরাশির মৰ্ম্মোদঘাটন করিবার জন্য একজন মুণ্ডিতমস্তককেও পাওয়া যায় নাই।" মুসলমান ঐতিহাসিক ধে মুণ্ডিতমস্তক ব্রাহ্মণের উল্লেখ করিয়াছেন, তাহারা যে নিঃসন্দেহে । বৌদ্ধশ্রমণ, তাহ বলাই বাহুল্য। মুসলমান-আগমন কালেও ষে বিহারে প্রসিদ্ধ বৌদ্ধবিশ্ববিদ্যালয় স্থাপিত ছিল, তাছা অনেকেই অবগত আছেন । মুসলমান-আক্রমণে বৌদ্ধজগতের সৰ্ব্ব প্রধান ও বিপুল শাস্ত্রভাণ্ডার ভস্মীভূত হইলেও মুষ্টিমেয় শ্রমণগণ কোন রকমে তাহদের BBB B BDD DD BBBB BBB BBBBB BBB BBB BBB BBB BBBS BBBS ছিলেন। এখনও সেই সকল অমূল্য গ্রন্থের কিছু কিছু নিদর্শন নেপালে বাহির হইতেছে। গৌড়বঙ্গের উচ্চ হিন্দুসমাজ তৎকালে ব্রাহ্মণ-শাসনাধীন হইলেও জনসাধারণ তখনও মুণ্ডিতBBB BDDBBB BBB BBBBD BBD BBBBBS BBB BBBB BBBBBBD D D ধৰ্ম্ম গোপন করিতে পারিলেও শ্রমথগণের স্ব স্ব ধৰ্ম্ম-গোপনের সুবিধা ছিল না। মুণ্ডিতমস্তকই উহাদের প্রধান চিহ্ন এবং মুণ্ডিতমস্তকই তাহাদিগের আত্মপরিচয় গোপনের প্রধান

  • Tabakat-i-Nasiri, by Col. Raverty, p. 552.