পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४भ अ१५ । ] সোলুক-অগরবাল-বংশ २:> > "সত্যেন কার্ণঘোষীয় পশ্চাদ্ভীম গুহায় চ | মহদ্রাজ্ঞে দমুজায় মাধবtয় বিশেষত: ॥” অর্থাৎ পুরন্দর প্রথমে কার্ণ্যঘোষকে, পরে ভীম গুহকে এবং তৎপরে বিশেষত : মহারাজ দনুজকে কল্প সম্প্রদান করিয়াছিলেন । ধ্রুবানন্দমিশ্রের মহাবংশ প্রভৃতি রাঢ়ীয়-ব্রাহ্মণ-কুলগ্রন্থের অমুসরণ করিলে সকলেই জানিতে পরিবেন যে, বল্লালসেনের সমসাময়িক উৎসাহ মুখট, তৎপুত্র লক্ষ্মণসন্মানিত আয়িত, তৎপুত্র মাধবসম্মানিত উধে, তৎপুত্র শিয়ে এবং শিয়োর পুত্র নৃসিংহ অর্থাং বল্লালসেনের সমসাময়িক পুরুষ অধস্তন নৃসিংহ এবং বল্লালের ৪র্থ পুরুষ অধস্তন রাজা দনুজমাধব ই হার সমসাময়িক উৎসাহের ৫ম ব্যক্তি । উৎসাহমুখে বল্লাল কর্তৃক সন্মানিত হইলেও বল্লালকর্তৃক ১ম সমীকরণকালে তাহার মৃত্যু হইয়াছিল এবং তাহার পুত্র আয়িত-মুখই ১ম সমীকরণে উপস্থিত ছিলেন। সুতরাং আয়িতমুখ ও বল্লালসেনের সমসাময়িক হইতেছেন, এরূপ স্থলে আয়িতের ৪র্থ পুরুষ অধস্তন নৃসিংহ-মুখে এবং বল্লালসেনের ৪র্থ পুরুষ রাজা দনুজমাধব নিঃসন্দেহে এক সময়ের লোক । কৃত্তিবাসের আত্মপরিচয়ে আছে— “পুৰ্ব্বেতে আছিল বেদীমুল মহারাজা । তার মহাপাত্র ছিল নরসিংহ ওঝা ॥* এই বেদানুজকে সেন বংশীয় দমুঙ্গমাধব এবং মহাপাত্র নরসিংহ ওঝাই উৎসাহের যে ৫ম পুরুষ অধস্তন নৃসিংহ মুখটা তাহাতে আর সন্দেহ থাকিতেছে না । কেহ কেহ মনে করিতে পারেন যে, রাজা লক্ষ্মণসেনের সভায় ২য় সমীকরণে যে সকল ব্যক্তি উপস্থিত ছিলেন, ৩য় ও ৪র্থ সমীকরণে যখন তাহদের পুত্ৰগণের নাম গৃহীত হইয়াছে, তখন লক্ষ্মণসেনের জ্যেষ্ঠপুত্র মাধবসেনের সভাতেই ৩য় ও ৪র্থ সমীকরণ হইয়া থাকিবে। ধ্রুবানন্দমিশ্রের কারিকায় স্পষ্ট দনুজমাধব ও দনৌজামাধব নাম দৃষ্ট হয়, হরিমিশ্রের কারিকায় দনেীজামাধব কেশবসেনের পুত্র বলিয়াই পরিচিত হইয়াছেন। লক্ষ্মণসেনের বৃদ্ধ বয়সে তাহার তিন পুত্র তিনটা প্রদেশ । শাসন করিতেছিলেন–জন্মধ্যে গৌড়ে কেশব, নবদ্বীপে মাধব এবং পূর্ববঙ্গে বিশ্বরূপের সন্ধান পাই । মুসলমানকর্তৃক গৌড় আক্রান্ত হইলে কেশবসেন যেরূপ পূৰ্ব্ববঙ্গে পলাইয় আসেন, মাধবসেন ও সেইরূপ হিমালয় প্রদেশে পলায়ন করেন তাহারও সন্ধান পাওয়া গিয়াছে । এই মাধবসেলের সভায় ৩য় ও ৪র্থ সমীকরণ হওয়া বিচিত্র নহে। তৎপরে ৫ম ও ৬ষ্ঠ সমীকরণ BBBBBBB BB DDBBBBBB BBBD DDDS DBBS BB BBBB BBDD মিশ্র সেনবংশে পর পর দুইটী মাধবের নাম পাইয়া সম্ভবতঃ এক করিয়া ফেলিয়াছেন, তাহার অমুবর্তী হইয়া পূৰ্ব্বে আমরাও ভ্রমে পতিত হইয়াছিলাম, এখন ভ্রম সংশোধন করিলাম। নৃসিংহ-মুখের মন্ত্রিত্বকালেই পুৰ্ব্ববঙ্গে মুসলমান-শাসন-বিস্তারের সঙ্গে দনুজমাধবের রাজ্যবসান ঘটে, এবং সেই বিপ্লবের সময়েই নৃসিংহ পূৰ্ব্ববঙ্গ পরিত্যাগ করিয়া গঙ্গাতীয়ে ফুলিয়।

  • पtत्र में छाउँीम इंठिशन, बाँक्र१क७, »मां** २९8 श्रृं* ( २ब्र गत्फब्र१) जटेरा ।