পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

 [ २ ] সৌলুকবংশকে আমরা গুর্জরের চালুক্যবংশের একশাখা বলিয়াই নির্দেশ করিয়াছি। সম্প্রতি বোম্বাইর প্রসিদ্ধ প্রত্নতত্ত্ববিৎ ভাণ্ডারকার মহাশয়ও চালুক্য বা সোলাঙ্কিদিগকে গুজর ও হিমালয় প্রদেশস্থ সপাদলক্ষবাসী বলিয়াই প্রতিপন্ন করিবার চেষ্টা করিয়াছেন। ‘সপাদলক্ষ" শব্দ পশ্চিমা অপভ্রংশে 'সওলখ হইয়াছে। ভাণ্ডারকর মহাশয় মনে করেন যে, এই ‘সওলখ শব্দই চালুক্য শব্দের মূল। (Indiam Antiquary, Vol. XI, p, 24) এই ‘সওলখ, শব্দই পূৰ্ব্ববঙ্গে সৌলক’ এবং সাহাকুলপরিচয়ে 'সুলোক’ বা ‘সৌলুক' হওয়া কিছু বিচিত্র নহে। এই সওলখ শব্দই মহাভবিষ্যপুরাণে ব্ৰহ্মাবর্ত্তের শুক্ল হইয়া পড়িয়াছে। সাহাকুল-পরিচয়ে যে কমায়ুনের প্রসঙ্গ আছে, তাহাও এই সওলখের নিকট বটে। (Ind.Ant,X,p. 242-9) এই ‘সওলখ' হইতে সুরাষ্ট্রে গিয়া যাহারা গুজর আখ্যা লাভ করেন, ভাণ্ডারকর মহাশয় তাহদের পুৰ্ব্বসমাজ হইতে বৃত্তি অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই তিন জাতিই বাহির করিয়াছেন। অতএব বঙ্গাগত বাণিজ্যজীবী সৌলুকগণ যে পুৰ্ব্বকাল হইতেই বৈশসমাজভূক্ত ছিলেন, তাহাতে আর সন্দেহ থাকিতেছে না । অবশেষে আলোচ্য বৈশ্যকান্ড- প্রকাশকালে যে সকল ব্যক্তি আমাকে নানা প্রকার সাহায্য করিয়াছেন, তাহদের মধ্যে আমার কনিষ্ঠসোদর-প্রতিম পরমসুহৃদ শ্ৰীযুক্ত অমূল্যচরণ ঘোষ বিদ্যাভূষণ, মেদিনীপুরবাসী শুল্পীসমাজভুক্ত শ্ৰীযুক্ত ব্ৰজনাথ চন্দ বি এল, এবং পূর্ববঙ্গের সৌলুক সমাজভূক্ত শ্ৰীযুক্ত ব্রজেন্দ্রকুমার রায়, শ্রীযুক্ত উপেন্দ্রমোহন চৌধুরী শ্রীযুক্ত গোপাল চন্দ্র দাস এম এ বি এল, শ্রীযুক্ত ব্রজেন্দ্রলাল দাস চৌধুরী এম এ প্রভৃতির নাম না করিয়া থাকিতে পারিলাম না। শেষোক্ত ব্যক্তিচতুষ্টয় পরিশিষ্টের জন্য সামাজিক বিবরণী সংগ্ৰহ করিয়া পাঠাইয়া আমায় কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করিয়াছেন। যদি ভগবান কৃপা করেন, আবার যদি স্বাস্থ্য ফিরিয়া পাই, তাহা হইলে পরবর্তী অংশে বৈশ্যসমাজভুক্ত নানা জাতির ইতিহাস প্রকাশে অগ্রসর হইবে। ৩০ এ আষাঢ়, ১৩১৮ সাল । শ্ৰীনগেন্দ্রনাথ বসু । দ্বিতীয় সংস্করণে বক্তব্য অল্পদিন মধ্যেই ১ম সংস্করণ নিঃশেষিত হইয়া এই গ্রন্থ পুনরায় প্রকাশের প্রয়োজন হইয়াছে। এই সংস্করণের পরিশিষ্ট অংশে অনেক নূতন পরিচয় সংযোজিত ও অনেক ভ্রান্ত বিষয় পরিত্যক্ত হইয়াছে। ইচ্ছা ছিল পরিশিষ্টের মধ্যে এবার সৌলুক-সমাজের সমগ্র কুল-পরিচয় প্রকাশ করিব। এজন্য আমার শত চেষ্টা থাকিলেও সৌলুকদিগের ঔদাসীন্যনিবন্ধন আমার সংকল্প সুসিদ্ধ হইল না। তবে যে যে পরিবার স্ব স্ব বংশপরিচয় পাঠাইয়া দিয়াছেন, এবার তাহাদের কুলবিবরণী পরিশিষ্ট মধ্যে গৃহীত হইল। এবার অল্পসংখ্যা ছাপা হইল। সৌলুকসমাজ এখনও যদি সকলের পরিচয় লিখিয়া পাঠান, তাহা হইলে আগামী সংস্করণে প্রকাশিত হইতে পারে। জ্যৈষ্ঠপূর্ণিমা, ১৩২০ সাল। শ্ৰীনগেন্দ্রনাথ বসু ।