পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লঙ্কাৰী ভারতীয় বণিকগণ ব্যবসা উপলক্ষে জাসির আধিপত্য বিস্তার করিয়া ছিলেন । অত্রভ্য চীনের সামন্তরাজগণ র্তাহাজের গতিরোধ করিতে সমর্থ হন বাই। বর্তমান য়ুরোপীয় বণিককুলের স্থায় প্রাচীন ভারতীয় বণিককুলও সাহস ও শক্তিপ্রভাবে তৃথায় রাজ্যপত্তনে সমর্থ হইয়াছিলেন । ঐ সকল উপনিবেশী রণিক ‘লঙ-ব’ নামে চীনভাষায় খ্যাত । কেহ কেহ অনুমান করেন যে, সিংহলীয় লঙ্কা শব্দই লণ্ড-ব-রূপে পরিণত হইয়াছে। কিন্তু সিংহলের আর্য্যসভ্যতার ইতিহাস আলোচনা করিলে সহজেই মনে হইবে যে, ঐ সময়ে সিংহলে সেরূপ সভ্যতা বিস্তৃত হয় নাই, সুতরাং ‘লঙ-য’ বণিকদিগকে আমরা সিংহলী বলিয়া S BBD DBB BB D S DD DDDD SDS D SDDDDS BB BBBB BB হয়। সস্তৰত চীনদিগকে রণে পরাজয় করিয়া তাহার ‘রণজয়’ উপাধি গ্রহণ করিয়া থাকিবেন। কিয়াও-চোঁ উপসাগরের উত্তরকুলে চি-মিএ (Tsi-mieh) বা চি-মো (Tsi-moh) নামক স্থানে তাহদের বাণিজ্য-বন্দর ও টঙ্কশাল স্থাপিত ছিল। আরব-সমুদ্র হইতে চীনসমুদ্র পর্য্যন্ত সকল বন্দরে উহাদের গতিবিধি ছিল । উাছার সকলেই হিন্দু। তাছাদের একজন প্রধানের নাম কুতলু বা কুতূহল । ৬৩১ খৃষ্টপূৰ্ব্বাদে সেই বণিকপ্রধান পবিত্র গাভী সহ সানতুঙ্গ, উপদ্বীপের नू-बश्नैौग्न छीनब्राजकूमाप्त्वद्र नङाग्न उ°हिउ इ३ग्ना हिप्शन ।। 5ौनब्रांजकूभाद्र মহাসমারোহে উtহার অভ্যর্থনা করিয়াছিলেন, চীনদেশে তাহার উপাখ্যান জন্তাপি প্রচলিত অাছে। উক্ত বণিকৃগণের উপনিবেশ চীনরাজের অধিকারভুক্ত হইতে পারে নাই, এ কারণ র্তাহারা অনেকটা স্বাধীনভাবেই অতিবাহিত করিতে ছিলেন এবং চীনরাজকে যেরূপ কর বা বাণিজ্য শুল্ক দিবার বিধি ছিল, তাহাদিগকে সেই বিধির মধ্যে পড়িতে হয় নাই । 治 চীনের মুদ্ৰাতৰ আলোচনায় প্রমাণিত হইয়াছে যে, ঐ সকল শক্তিশালী বণিকসম্প্রদায় ৬৭৫ হইতে ৬৭০ খৃষ্টপূর্বাদের মধ্যে স্ব স্ব বাণিজ্যস্থবিধার্থ চীনদেশে সর্বপ্রথম ধাতব মুদ্র প্রচলন করিয়াছিলেন। নিকটবর্তী চীনজনপদের সামস্ত । রাজবগের সহিত উtহাদিগের বেশ সস্তাব ছিল, ঐ সকল চীনরাজও স্ব স্ব জনপদে উক্ত হিন্দুমুদ্রার আদর্শে ধাতবমুদ্র চালাইয়া ছিলেন। - . ৫৮৪ হইতে ৫৫০ খৃষ্টপূর্বাদের মধ্যে বিভিন্ন প্রদেশের চীনরাজগণ ও বণিকসম্প্রদায় মিলিত হইয়া একটা মুদ্রাসঙ্ঘ গঠন করিয়া ছিলেন, চীনের অভ্যস্তরবাসী বণিকগণও এই সমিতিতে যোগদান করিয়াছিলেন। এমন কি একপৃষ্ঠে