পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बरक्रतु ब्रांडोग़ इंडिशन [ :૧છ-મ s r

  • " - . * भिक्षशबम છેઃ । এই সময় নাগবংশ অতি প্রবল হইয়া উঠিতেছিল, **ंव्वषा।। नl५३१ उँी हttनन * +न लक्षग করলেন, তাহদেরই আমুকূল্যে

শিশুaাগ প্রভোঙ্গংশকে পরাজয় করিয়৷ মগধের আধিপত্যলাভে সমর্থ হইলেন। এই শিশুনাগের প্রপৌত্রপুত্র বিম্বিসরের সময় মগধে জৈন ও বৌদ্ধধৰ্ম্ম প্রচারিত হইয়াছিল। প্রাচীন জৈনশাস্ত্রসমূহে বিম্বিসার ‘শ্রেণিক’ নামে প্রসিদ্ধ, তিনি শেষ জৈন তীর্থঙ্কর মহাবীর স্বামীর নিকট বিমল ধৰ্ম্মেপদেশ শ্রবণ করেন। আবার তৎপুত্র অক্সাতশত্রু শাকাবুদ্ধের নিকট সদ্ধৰ্ম্মে দীক্ষিত হইয়াছিলেন । হু তরাং দেখা যাইতেছে, মগধে নাগ বংশের আধিপত্যকালেই জৈন ও বৌদ্ধধর্মের মভু্যদয় ও স্বপ্রসাব । এই শিশুনাগবংশে মহাপদ্ম নন্দ জন্ম গ্রহণ করেন। জৈনাচার্য্য হেমচন্দ্রের মতে বীরনির্বাণের ৬০ বর্ষ পরে (অর্থাৎ ৪৬৭ খৃঃ পূর্ববাদে) ১ম নন্দের অভিষেক। পৌরাণিকগণ সকলেই এই নদকে শূদ্রাগর্ভসস্থত বলিয়। প্রকাশ করিয়াছেন। সিংহলের মহাবংশটাকায় ও উত্তরবিহারের অথকথায় লিখিত আছে যে এই ন্যু দম্বতা করিতেন, ক্রমে দস্যপতি হইয়। নানা স্থান লুটিয়া বহু অর্থ সংগ্রহ করেন। অবশেষে ধনবলে ও জনবলে পাটলিপুত্র অধিকার করিয়া বসেন। বৃহৎকথায় ও কথাসরিৎসাগরে লিখিত আছে যে এই নদের শরীরে ইন্দ্রান্ত নামে এক ব্রাহ্মণের আবেশ হইয়াছিল। এই নন্দই পুরাণে নিখিল ক্ষত্রিয়ান্তকারী” বলিয়া প্রসিদ্ধিলাভ করিয়াছেন। ব্রাহ্মণ প্রভাবেই যে তাহার হস্তে ক্ষত্ৰিয়নিগ্রহ ঘটিয়াছিল, তৎপ্রতি ব্রাহ্মণবেশ’ প্রসঙ্গ হইতেই বেশ বুঝিতে পারা যায়.। নন্দরাজসভায় ব্রাহ্মণমন্ত্রীর প্রাধান্য ও ব্রাহ্মণ-কবির উচ্চ সন্মান আলোচনা করিলেও তৎকালে ব্ৰাগণপ্রাধান্তই সূচিত হইবে। কিন্তু সেই ব্রাহ্মণ প্রাধান্যকালেই ধীরে ধীরে জৈন প্রভাব প্রসারিত হইতেছিল। ব্রাহ্মণসমাজ অfঠ-সন্দেহুের চক্ষেতাহীদের গতিবিধি পর্যবেক্ষণ । করিতেছিলেন, তাহারই ফলে নন্দরাজবংশ জৈনধৰ্ম্মের প্রতিকূলে দণ্ডায়মান হইয়াছিলেন । মহাপরাক্রান্ত নন্দের হস্তে ভারতীয় ক্ষত্রিয় প্রাধান্য লিয্যেস্ত হইবার সময বৈশ্যসমাজ ধীরে ধীরে মস্তকোত্তলন করিতেছিলেন । তাছাদের মধ্যে অনেকেই নবাভূদিত জৈনধৰ্ম্মের পৃষ্ঠপোষক। অনেক ব্রাহ্মণসগুtনও এই নবধৰ্ম্মের উৎকর্ষসাধনে যোগদান করিয়াছিলেন । জৈনাচার্য হেমচন্দ্রের বিরাবলীচরিতে ও নানা জৈনগ্রন্থে নন্দবংশোচ্ছেদকারী ব্রাহ্মণ- , প্রশ্বর চাণক্য প্রথমে "শ্রাবক' নামে এবং অবশেষে মুনি’ নামে সৰ্ব্বত্র প্রসিদ্ধিলাছ - 8 5 1