পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه/و! ইহাতে স্পষ্টই জানা যাইতেছে, সপ্তশতী ব্ৰাহ্মণের এক শাখা লাবেক্স অঞ্চলেও বাস করিতেন। কুলাচাৰ্য্য এড়,মিশ্র সপ্তশতীদিগকে বল্লালসেনের স্বষ্টি বলিয়া শ্লেষ করিতে কুষ্ঠিত চন নষ্ট । বল্লালসেনের গুরু যখন এষ্ট সাবস্বতসম্প্রদায়ভুক্ত ছিলেন, তখন যে তিনি সপ্তশতীদিগকে সমধিক আদর করিয়া রাঢ়ীয় ব্রাহ্মণের প্রথমতঃ বিরাগভাজন হইবেন, ইছ অসম্ভব নছে । যে সকল গ্রাম হইতে রাঢ়ীয় ব্রাহ্মণদিগের গাছ’ উৎপত্তি হইয়াছে, বহু কষ্টে সেই সকল গ্রামাদির বর্তমান অবস্থিতি-নির্ণয়ের চেষ্টা করিয়াছি। এই প্রথম উদ্যম যে সৰ্ব্ববাদিসন্মত হুইবে, সে আশাই করা যায় না । দুই একটী নামের অবস্থান সম্বন্ধে এখনও আমাদের সন্দেহ থাকিতেছে । আমার কোন প্রথিতনামা সুহৃদ একদিন বলিয়াছিলেন, বদ্ধমান জেলায় যে ‘বাড়রী গ্রাম আছে [ ১১৯ পৃষ্ঠা }, তাহা সংস্কৃতকারে বন্দ্যঘটীয় হইয়াছে। কিন্তু সুপ্রাচীন ভবদেবভট্টের কুল প্রশস্তিতে বন্যঘটীয়’ নাম থাকায় যেন সেই গ্রামের ‘বন্দ্যঘট’ নামষ্ট ছিল বলিয়া বোধ হইতেছে । এ দেশে রাঢ়ীয় ব্রাহ্মণের বলিয়া থাকেন,— “মুখট কুটিল বড় বন্দিঘাট সাদা । তার মধ্যে বসে আছে চট্ট হারামজাদ ॥” 4 বীরভূমের অন্তর্গত কাণানদীর নিকট ( অক্ষা ২৪° ৫৫ ° ১' উঃ ও দ্রাঘি• ৮৭° ৫খ ২৫* পু: ) বন্দিঘাট’ নামে একট প্রাচীন গ্রাম আছে, কেহ কে? মনে করেন, এই গ্রাম হইতে *दनj° १ॉां¢ि3 श्ब्रां८छ् । অবশেষে নিবেদন এই, আমাদের সহৃদয় বঙ্গীয় পাঠকবর্গ এই ক্ষুদ্র গ্রন্থখানি কৃপাচক্ষে দর্শন করিলে আমার সকল পরিশ্রম সার্থক জ্ঞান করিব + । t শ্ৰীনগেন্দ্রনাথ বস্থ Co& 게 দ্বিতীয়াংশে বীরেন্দ্র ব্রাহ্মণ বিবরণ, তৃতীয়াংশে পাশ্চাত্য ও দক্ষিণাত্য বৈদিক, চতুর্থাংশে .. শঙ্কৰীসব আচাৰ্য্য, পঞ্চমাংশে জিঝৌতিয়া এবং মষ্ঠাংশে পীয়tলী প্রভূতি বঙ্গীয় অপরাপর ব্রাহ্মণসমাঞ্জের বিবরণ পিন্ধfইগছে । বঙ্গীয় এাহ্মণবর্ণের আচার ব্যবহার ও সংস্কারের ধারাবাহিক ইতিহাস আচার ও ব্যবহারকাণ্ডে প্রকাশিত হইছে - -