পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংস্করণের মুখবন্ধ স্বাদশবর্ষের অধিক হইল, ব্রাহ্মণকাণ্ডের প্রথমাংশ প্রকাশিত হয়, এই সুদীর্ঘকাল মধ্যে আমরা বহু কুলগ্রন্থ ও বহু বিবরণ সংগ্ৰহ করিবার সুযোগ পাইয়াছি ; পাশ্চাত্যবৈদিক, দক্ষিণাত্যবৈদিক, : শ্ৰীহট্টবৈদিক, শাকদ্বীপী বা গ্রহবিপ্র এবং বঙ্গের জিঝৌতিয়া ব্রাহ্মণগণের . বিবরণ মুদ্রিত হইয়া প্রকাশিত হইয়াছে । ঈশ্বরেছায় ঐ সকল ব্রাহ্মণ-বিবরণ পুনমুদ্রণের সময় আসিয়াছে। এদিকে বারেন্দ্র-ব্রাহ্মণ বিবরণ ও পীরালী সমাজের ইতিহাস যঃস্থ । শেষোক্ত ব্রাহ্মণ-বিবরণের মুদ্রণকার্য্য প্রায় শেষ হইয়া আসিয়াছে, অতি শীঘ্রই প্রকাশিত হইবার সম্ভাবন। এদিকে ব্রাহ্মণসমাজ ব্যতীত অপর সমাজের জাতীয় ইতিহাস সঙ্কলনেও নিশ্চেষ্ট নহি । কায়স্থ ও বৈদ্য-সমাজের বিস্তৃত ইতিহাস লিখিবার উদেtশু উভয় সমাজের আড়াই শতের অধিক প্রাচীন কুলগ্রন্থ সংগৃহীত হইয়াছে। উক্ত অমূল্য ও দুষ্প্রাপ্য সামজিক ইতিবৃত্তের: সাহায্যে কায়স্তকা ও লিপিত হইতেছে। বর্তমান বর্ষ-মধ্যেই তাহার একথওঁ ১ প্রকাশিত হইবার সম্ভাবন । এতদ্ভিন্ন বৈস্তকাণ্ডেরও একথগু অল্প দিন হইল थझांलिङ श्हेंब्रांzछ । 够 কএক মাস হইতে ব্রাহ্মণ কাণ্ডের প্রথমাংশ এককালে নিঃশেষিত হওয়ায় রাষ্ট্ৰীয় ব্রাহ্মণসমাজের অনেক মহাত্মার আগ্রহে এই দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হইল। তাছাদের উপদেশে গ্রন্থশেষে লিখিত সমাজের মধ্যে অনেকের অপ্রতিকর মেলের পরিচয় অংশ পরিত্যক্ত হইল এবং বহু ঐতিহাসিক বিবরণ:সংশোধিত, পরিবর্তিত ও পরিবদ্ধিত আকারে নান৷ বংশাবলি সহ মুদ্রিত হইল। বলিতে কি, প্রথম সংস্করণ প্রকাশের পর এই দ্বাদশবর্ষ মধ্যে বঙ্গীয় ব্রাহ্মণসম্বন্ধে যে সকল ঐতিহাসিক বিবরণ আবিষ্কৃত হইয়াছে, তাহা আমি সাধ্যমত এই ংস্করণে সন্নিবেশ করিতে চেষ্ট পাইয়াছি । অবশেষে নিতান্ত শোক-সন্তপ্ত হৃদয়ে ইহাও জানাইতে বাধ্য হইতেছি, প্রথম সংস্করণ । প্রকাশকালে যাহারা আমাকে নানাভাবে সাহায্য করিয়াছিলেন, তাছাদের মধ্যে অনেকেই ইহলোক পরিত্যাগ করিয়াছেন। আজ তাহার, জীবিত থাকিলে আমি. তাছাদের নিকট কত উপদেশ ও কতই সাহায্য পাইতাম ! বিশেষতঃ র্যাহার ঐকান্তিক ৰত্ন, উৎসাহ ও অর্থসাহায্যে প্রবুদ্ধ হইয়া আমি বঙ্গের জাতীয় ইতিহাস প্রকাশরুপ দুঃসাহসিক কার্যে অগ্রসর হইয়াছি, আমার সেই প্রধান উৎসাহদাতা ৮গোবিন্দ্রচন্দ্র রায় মহাশয়ের অকার্ট-মৃত্যুতে প্রকৃত প্রস্তাবে আমি প্রধান সঙ্গায় হারাইয়াছি। " বিশ্বকোষ-কাৰ্য্যালয় ং •নং কাটাপুকুরলেন, বাগবাজার, কলিকাত।। নগেন্দ্রনাথ বস্থা বঙ্গাব্দ ১৩১৮ ।