পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ বঙ্গের জাতীয় ইতিহাস

  • शूर्व छू* झांमिश्रृंब श्रां८न ?क्ष् छन । cमन डिनि **sllभ याब्र यांtङ भन ॥ , হরিকোটি ছানড়ে পঞ্চকোটি যে ভট্টে। কাম্রকোটি দক্ষে কঙ্কগ্রাম হর্ষে অট্টে ॥ বেদগর্ভে বটগ্রাম রাজা দিল বাসে । পুত্রে ছাপ্পার গ্রাম রাজার অভিলাষে ॥ রাঢ়aেrখরাহ্মণা করিবারে প্রচার। চুনি চুনি দেয় গ্রাম যাহা হয় সার ॥ হরিকোটি (মেদিনীপুঘ) কংসাবতী তীরে গোপনিকট । ক্রিবেণী গঙ্গাবাস ত্ৰিপথগা-সঙ্কটপ পঞ্চকোটি সীমা মল্ল বরাত শিখর । সিংহভূম আদি মালক্ষেত্রের নগর ॥ তীর্থবাসে কালীঘাটে দেয় যে নিবাস । কামকোটি বীরভূম জানিৰে নিৰ্য্যাস ॥ " গঙ্গীবাসে জাহ্নবীনগর তত্ত্বীপুর (ছাপঘাটীর মোহানী)। রামায়ণে আছে নাম প্রমাণ ឧច្ច

কঙ্কগ্রাম বাণকুণ্ড গঙ্গা হতে দূর । গঙ্গাবাস অগ্রদ্বীপ নিকট গাঙ্গনীর ॥ বটগ্রাম বৰ্দ্ধমানে গঙ্গ। ত প্রদীপ । গঙ্গাবাসে গুপ্তপল্লী অম্বিকীসমীপ ॥ , - পরপারে থাকে শান্তিপণ মুনিবর। সে তীর্থদর্শনে যাতায়াত নিরস্তুর ॥* ১ বিদ্যানিধি মহাশয় আধুনিক কুলাচার্য্যের পাতড়া হইতে আদিশূর-দত্ত যে পঞ্চগ্রাম ও তাঙ্কার অবস্থান নির্ণয় করিয়াছেন, তাহ প্রাচীন কুলাচাৰ্য্য হুরিমিশ্রাদির অভিপ্রেত নহে। বিদ্যানিধি মহাশয়, যে সকল পয়ার উদ্ধত করিয়াছেন, তাহা দ্বারা আদিশূরের বদান্তভা ও ধৰ্ম্মানুরাগিতা প্রকাশ পায় না। বরং তিনি যেন পঞ্চ ব্রাহ্মণের ব্যবহারে বিরক্ত হইয়। তাছাদিগকে বহু দূর দেশে এক প্রকার নির্বাসিত করিয়াছিলেন, এরূপ ভাব মনে হয় । কোথায় গৌড়ের রাজধানী পৌণ্ড বৰ্দ্ধন, কোথায় মেদিনীপুর, কোথায় বীরভূম ! যে কুলাচাৰ্য্য ঐ পয়ার কয়টা রচনা করিয়াছেন, তাছার আদৌ ভৌগোলিক জ্ঞান ছিল না। তাছা হইলে वैौब्रछूम, মল্লভূম, সিংহভূম প্রভৃতিকে এক একটা গ্রাম মনে করিয়া উল্লেখ করিতেন না। আদিশূর পাঁচজনকে পাঁচখানি গ্রাম দান করিয়াছিলেন, পাঁচখানি রাজ্যদান করেন নাই । তিনি আপনার যাগযজ্ঞাদি নিৰ্ব্বাহের জন্ত ও ব্রাহ্মণ্যধৰ্ম্মবিষয়ক উপদেশ লাভ করিবার জন্তই পঞ্চ সাগ্নিক ব্রাহ্মণকে আনাইয়াছিলেন,—বহু দূরদেশে নির্বাসিত করিবার জন্য আহবান করেন নাই। সকল প্রাচীন কুলাচাৰ্য্য এবং বিদ্যানিধি মহাশয় ও প্রথমে লিখিয়াছেন, গঙ্গাতীরে বাসের জন্ত আদিশূর পাঁচজনকে পাঁচখানি গ্রাম দান করিয়াছিলেন। কিন্তু উপরোক্ত পয়ারে যে সকল স্থানের নাম বণিক্ত হইয়াছে, তাহার অধিকাংশ স্থানেই গঙ্গার কোন সম্বন্ধ নাই । মুক্তরাং ঐ সকল স্থান যে "দিশূপ ব্রাহ্মণদিগকে দান করিয়াছিলেন, তাহ সম্ভবপর নহে । হারমিশ্র, এড় মিশ্র, বাচস্পা মিশ্র প্রভৃতি কুলাচার্ষ্যগণ সকলেই এক বাক্যে লিখিয়াছেন, আদিশূর কনোজাগত পাঁচজনকে কামঠী বা কামকোট, ব্ৰহ্মপুর, হরিকোট, কঙ্কগ্রাম ও বটগ্রাম এই পঞ্চগ্রাম দান করিয়াছিলেন ২ অবশু আদিশূর আপনার রাজধানীর অনতিদূরে (১) সম্বন্ধ-নির্ণয় ( ২য় সংস্করণ ) ৫৭৯ পৃষ্ঠ । (२) “को गठैो उक्र भूो 5 इन्जिएकरिोश्रेष झ । কঙ্কগ্রামে। বটগ্রাম এবং স্থাননি পঞ্চ চ ॥" ; এড মিশ্র ও হরিমিশ্র । )