পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঢ়ীয় ব্রাহ্মাণ-বিবরণ S(t) নাটোরের রাজ রামকান্তরায়কে প্রদান করেন। তিনবুর্ষ পরে নবাব আবার জমিদারী ক্লিবাইয়া দেন।”১ জেল যশোহরের অন্তর্গত স্থতি নামক স্থানেও “রায় উপাধিধারী আখণ্ডল-বংশের বাস আছে, ই হারাও সমাজে মাষ্ঠ જૂના • কুঞ্জঘাটার রাজবংশ—জগচ্চত্র বন্দোপাধ্যায় হতে এই বংশের প্রসিদ্ধি। জগচ্চত্র মঙ্গাবাজ ননীকুমারের জামাতা ছিলেন । তিনি জামাত হইয়া ও শ্বশুরের ঘোর শত্রু ওয়ারেন ঃেষ্টিংসের পক্ষ অবলম্বন করিয়াছিলেন । সেই জষ্ঠ হেষ্টিংস তাহার পুত্ৰ মহানন্দকে নিজামতের দে ওয়ালী দেওয়াইয়া ছিলেন । মহারাজ নন্দকুমারের পুত্র রাজা গুরুদাসের মৃত্যু হইলে তাহার পত্নী মহারাণী জগদম্বার নিকট হইতে মহানন্দ সমুদয় সম্পত্তি হস্তগত করেন। স্বয়ং নবাব কুঞ্জঘাটার রাজবাটীতে উপস্থিত হইয়া মহানন্দকে রাজোপাধি ও থেণাৎ প্রদান করেন। মগনল একজন পরম বৈষ্ণব ছিলেন। তাহার প্রতিষ্ঠিত রাধামোহন ও গৌরাঙ্গমূৰ্ত্তি কুঞ্জঘাটায় বিদ্যমান। তৎপুর রাজা বিজয়কৃষ্ণ । ইহার নানা সদগুণে সে সময়ের ইংরাজরাজপুরুষগণ মুগ্ধ ছিলেন । তাছার পুত্র কৃষ্ণচন্দ্র, তৎপুত্ৰ কুমার দুর্গানাথ । এষ্ট দুর্গানাথের পুত্ৰ দেবেন্দ্রনাথ এপন বর্তমান । ভূকৈলাসের ঘোষালবংশ —সৰ্ব্বাননী মেলভুক্ত কংসারি ঘোষালের পৌত্র যছমাপ পাঠক সৰ্ব্বপ্রথমে কুলভঙ্গ করেন, র্তাহা ইইতে এই বংশের উৎপত্তি ॥২ এই বংশে কনাপ ঘোষালের জন্ম। তিনি গড়গোবিন্দপুরে বাস করিতেন । বর্তমান ফোর্টউইলিয়ম দুর্গ তিনি গোবিনপুর ছাড়িয়া খিদিরপুরে উঠিয়া আসেন। এখানে কৃষ্ণচন্দ্র ও গোকুলচন্দ্র নামে তাঙ্গার দুই পুত্র জন্মে। গোকুলচন্দ্র বাঙ্গাণার গবর্ণর ভেধেলেষ্ট সাহেবের দেওয়ান ছিলেন। তিনি প্রভূত অর্থ উপার্জন করিয়াছিলেন । তাহার পুত্রাদি থাকিলেও তিনি সমস্ত সম্পত্তি ভাতৃপুত্র জয়নাবায়ণকে দিয়া যান। জয়নারায়ণ সংস্কৃত, বাঙ্গাল, খিনী, পারসী ও ইংরাজীতে বুৎপন্ন ছিলেন ; তিনি কিছুদিন শণদ্বীপের কানুনগে৷ হইয়াছিলেন। fইনিষ্ট বর্তমান ভূকৈলাসে বিস্তীর্ণ প্রাসাদ নিৰ্ম্মাণ করিয়া বাস করেন। তিনি দিল্লীর বাদশাহের নিকট “মঙ্গরাজ বাঁঠাকুর” উপাধি এবং সাড়ে তিন হাজারী মনসবদার লাভ করিয়াছিলেন। তিনি "করুণানিধানবিলাস” “কাশীখণ্ড” ও ভূতি বহু বাঙ্গাল ও সংস্কৃত গ্রন্থ রচনা, ভূকৈলাসে পতিতপাবনা মূৰ্ত্তি প্রতিষ্ঠ, কাশীধামে করুণানিধনের নামে ঠাকুরবাড়ী-নিৰ্ম্মাণ এবং তথায় জয়নারায়ণ-কলেজ প্রতিষ্ঠার জঙ্গ বহু অর্থ ব্যয় করিয়া চিরস্মরণীয় হইয়াছেন। ঘোষাল বংশে এরূপ লক্ষ্মী-সরস্বতীর বরপুত্র আর কেই দেখা যায় না, ইহার বংশ এখনও ভূকৈলাসে বাস করিতেছেন।ধ t; ) ২se পৃষ্ঠায় নলডাঙ্গার রাজগণের বংশাবলী দ্রষ্টব্য। (২) ২৬১ পৃষ্ঠায় বংশাৱলী দ্রষ্টব্য।