পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૧૭ বঙ্গের জাতীয় ইতিহাস থ্যাতি, প্রতিপত্তি ও সমৃদ্ধির স্বত্রপাত হয়। তাছার তিন পুত্র শ্ৰীকৃষ্ণ, গোপাল ও গোবিন্দ। গোপাল কাৰ্যকুশল ও বুদ্ধিমান ছিলেন বলিয়া ভবানন্দ তাহাকেই উত্তরাধিকারী করিয়া যান। গোপাল বাদশাহের নিকট হইতে শান্তিপুর, শাহাপুর, ভালুক, রাজপুর গ্রভৃতি কএক পরগণার জমিদারী পাইয়াছিলেন। র্তাহার নরেন্দ্র, রামেশ্বর ও রাঘব এই তিন পুত্র ছিল। গোপালের মৃত্যুর পর্ঘ তাহার কনিষ্ঠ পুত্র পৈতৃক সম্পত্তির অধিকারী হন। তিনি জ্যেষ্ঠ ভ্রাতৃদ্বয়ের মাযহারী বন্দোবস্ত করিয়া দেন। তিনি বুদ্ধি ও কৌশলক্রমে সম্রাট, শাহজাহানের নিকট হইতে রায়পুর, বেদাপুর, আলনিয়, খাড়িজুড়ি, মূলগড় প্রভৃতি আরও কতকগুলি পরগণ প্রাপ্ত হন ও কোন কোন জমিদারের নিকট আরও কএকখানি পরগণা ক্রয় করেন । তিনি মাটিয়ারি গ্রাম পরিত্যাগ করিয়া রেউই ( বর্তমান কৃষ্ণনগর ) গ্রামে রাজধানী করেন । সে সময় এখানে ব্রাহ্মণাদি কোন ভদ্রলোকের বাস ছিল না ; বিস্তর গোয়ালার বাস ছিল। তাহার: আগমনে এই গ্রামের ভাগ্য ফিরিয়া যায়। তিনি গ্রামের চারিদিকে পরিখা খনন করান। এই পরিখাকে সহর-পানীর বলে এবং তাহ! এখনও মধ্যে মধ্যে দেখা যায় । তিনি সাধারণের জলকষ্ট নিবারণের জন্য ২ হাজার টাকা খরচ করির শান্তিপুর ও কৃষ্ণনগরের মধ্যে দিগনগর গ্রামে এক বৃহৎ দীঘ খনন করান এবং অনেক অধ্যাপককে বিস্তর ব্রহ্মোত্তর দিয়া যান। এই ংশের মধ্যে ইনিই প্রথম বাদশাহের নিকট সম্মানস্থচক হস্তী উপহার পাইয়াছিলেন। তাহfর BB BB BB B BBBBBBBS BBB BBBBB BB BBBS BBBBB BB BBS BBB ও ছয় অান প্রতাপকে দান করেন । কিন্তু রুদ্র পিতার মৃত্যুর পর ভ্রাতাকে ভুলাইয়া বাগওয়ান প্রভৃতি ক একখানি পরগণা ব্যতীত আর সমস্ত ভ্ৰমীদারী আপনি অধিকার করেন। ইহার अछ ১৬৭৬ খৃষ্টাব্দে (১.৮৭ হিজরী) তিনি বাদশাহ আলমগীরের নিকট হইতে ফরমাণ লইয়াছিলেন। এ ছাড়া তিনি গয়াসপুর, বাগমারী প্রভৃতি বিস্তৃত পরগণা লাভ করেন ও অট্টালিকার উপর কাজ ড্রা নিৰ্ম্মাণ করিবার অনুমতি প্রাপ্ত হন। রাজার বিশেষ অনুগ্রহ ব্যতীত কেহই তৎকালে আপনার ভবনে “কাঙ্গড়া” নিৰ্ম্মাণ করিতে পারিতেন না। কোন অট্টালিকার উপর কাঙ্গড় দেখিলেই তাহ কোন বিশেষ রাজসন্মানিত ব্যক্তির বাট বলিয়া সাধারণে বুঝিতে পারিত। • প্তাহার বসতি-স্থানে কৃষ্ণোপাসক গোপগণের বাস থাকায় তিনি-ফ্লেউই গ্রামের "কৃষ্ণনগর’ নাম রাখেন। তিনি ঢাকা হইতে কারিকর আনাইয় সুন্দর চক ও নহবতখান। প্রস্তুত করেন । এখন ভগ্ন প্রায় হইলেও অনেকেই তাহার শিল্পনৈপুণ্যের মুখ্যাতি করিয়া থাকে। র্তাহার সময় কৃষ্ণনগরের ধার দিয়া জলঙ্গীর শাখা অঞ্জনা নদী প্রবাহিত ছিল । এক সময় কতকগুলি সৈনিক পুরুষ এই নদী দিয়া যাইবার সময় রুদ্রের দেীবারিকগণের সহিত বিদ করে । তাঁহাতে KKDDYDAeg iD DDS g BBB BB BBBBB BBBB BB BB BBtS ছিলেন, সন: শেষ ক্ষতি হইয়াছিল। বাখ হউক, রত্র কৃষ্ণনগর হইতে । ฯกุ้งฯ ༣ས་ལྡན་མ་ར་ལ། ། .ত নিয়নি, গাল কটা আভা । করেন। སྣང་ རྨུ། ༣ གསིན ༣ N "" অতি সুন্দর পদ্ম ফুটিত, সেই শোভা দেখিয়া তিনি ঐ ীিনসমূহের সেন্মুকগণ “”. -