পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশ পরিচ্ছেদ " রাঢ়ীয় ব্রাহ্মণের আধুনিক সমাজ •, পুৰ্ব্বে লিথিয়াছি, অধুনাতন রাঢ়ীয় কুলীন ও শ্রোত্রিয় ব্রাহ্মণদিগের কোন নির্দিষ্ট সমাজ নাই, কিন্তু বেশীদিনের কথা নয়, একশত বর্ষ পূৰ্ব্বেও কুলীন ব্রাহ্মণদিগের নিবাসভূত ৰিশেষ বিশেষ সমাজ প্রসিদ্ধ ছিল । আমরা যশোর জেলাস্থ শাঞ্চাডাঙ্গার প্রসিদ্ধ ঘটক উমাকান্ত তর্কাচার্য্যের গৃষ্ঠ হইতে কতকগুলি পুথি পাইয়াছি, তাছা হইতে প্রধান প্রধান কুলীন সন্তানদিগের বাসনির্দেশক বিভিন্ন সমাজের এইরূপ উল্লেখ আছে – বন্দ্যঘটী-বংশের সমাজ নং বং শ্ৰীকৃষ্ণজ রামেশ্বরবংশ রামকান্তগোষ্ঠীর সমাজ লিয়াপুর, রাধাকান্তবংশীয় বাঞ্ছারামের বাদপুখুরে, কাশীশ্বরগোষ্ঠী জগন্নাথের গোপালপুর (পরগণে সিলমপুর ), বিষ্ণুদাসজ রামকৃষ্ণগোষ্ঠীর হরিণভুগী ( পরগণে মলই ), চন্দ্রশেখরগোষ্ঠী হামরামবংশের পুড়, গৌরীকান্তগোষ্ঠী কামদেববংশের মহেশ্বরপাশা, নপাড়ী যদুবংশীয় দুর্গাদাসগোষ্ঠী গোবিন্দের বেহালা, কৃপারামাদির জয়নগর ও হাতিগড়, কৃষ্ণরামের নবগ্রাম, শ্ৰীক্লষ্ণের ধারা রাধাকান্তবংশীয় বাঞ্ছাবামের বাদপুখুরে। বাবলাব নারায়ণগোষ্ঠীর সমাজ বীরভূম ও গঙ্গারামপুর, গুণানন্যবংশীয় শ্ৰীচন্দ্রগোষ্ঠীর বসই ও নপাড়া, রঘুনাথ তর্কবাগীশগোষ্ঠীর মৈয়াড়ি ও বিশাড়ী, মুকুন্দ ভট্টাচার্য্যের শাস্তিপুর, উলা ও গুপ্তিপাড় । কন্দোর ধারা ( মেল শতানন্দখানী ) রঘুনাথের ছয়ঘরিয়া । মল্লিকের ধারা ঘটক ংশেব ছয়ঘবিয়া, কুশদহ। রামেশ্বরের জন্মদিয়া ; কেশবের হোগলা ( দক্ষিণে ), নিত্যাননের ঘোড়ানাশ, বিশ্বনাথের টেয়া-বৈদ্যপুব, আনন্দরামের শিঙ্গা, কাশীনাথ সিদ্ধান্তবাগীশবংশের পাটুলি, ভবদেববংশের মলে ও ভূষণা। বংসের ধারা জগাইবংশের কুমড়াবাটী, করুণামূয়বংশের মুকপুখুরিয়া। উৎসাহের ধাব বলভদ্রবংশ রামন্তায়ালঙ্কারগোষ্ঠীর নদীয়, গোপীকান্তগোষ্ঠীর বাঁশবাড়িয়া, রামনাথ তর্কপঞ্চাননগোষ্ঠীর দমদম । বৎসের ধারা প্রমোদনগোষ্ঠীর রায়বংশের পরাহাটী ও বলরামরায়বংশের ভাটপাড়া । 矚 সাগরদিয়ার হরির ধারা মনোহরগোষ্ঠী রঘুদেববংশের মিশ্র, ভবনাথবংশের হাতিয়াগড়, জগজীবনবংশের পালপাড়া, কৃষ্ণচরণবংশ গোবিন্দের সামন্ত । - ”fব! রাজাবাম ও রামেশ্বরের সলুয়া, রামনারায়ণবংশের বাধাডাঙ্গা ও গ তেলকূপী ; রাধাবল্লভগোষ্ঠী কৃষ্ণরামবংশের গোবরাপুর ; অনন্তবংশ = রুদাসের কুমারখালি, শ্ৰীপতির ধারা রুদ্ররাজবংশীয় মাণিক । দুপুর।