পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৪৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भशब्रtछे | 88ના ] भश्tब्रtङे। করিল। অল্পদিনের মধ্যেই কুরুক্ষেত্রের বিস্তৃত্ব সমরপ্রাঙ্গণে, আন্ধদশাহ, নজীব-খান রেছিল, মুজাউদ্দৌলা, কুতৰশাহ, আহ্মদখান, দুদেখান প্রভৃতি রোছিল, পাঠান ও দুরাণী সর্দারগণ আপন আপন চতুরঙ্গবল সহ যুদ্ধার্থ সমবেত হইলেন। মহারাষ্ট্রীয়গণ ও বিপুল বাহিনীসহ যথাসময়ে তাহাদিগের সন্মুখীন হইলেন, উভয় পক্ষে প্রায় সাদ্ধধিলক্ষ বীরপুরুষ ভারতের ভাগ্যনির্ণয়ের জন্য সমরাঙ্গণে উপস্থিত হইয়াছিলেন । দুঃখের বিষয়, রাজপুতানার হিন্দু রাজন্তবর্গ মহারাষ্ট্রীষ্মদিগের বৈভবোল্পতি-দর্শনে ঈর্ষ্যান্বিত হইয়া ও দিল্লীর সিংহাসনের প্রতি বহুদিনের অভ্যন্ত ভক্তিবশতঃ গোপনে মুসলমানপক্ষের সহায়তা করিতে লাগিলেন। স্বজাউদ্দৌলার সহিত মিত্রতাহেতু ও ঠাহার ভেদনীতিগুণে জাঠ-সর্দার স্বরজমল্ল যুদ্ধারম্ভের জধ্যবহিত পূৰ্ব্বে মহারাষ্ট্রীয়দিগকে পরিত্যাগ করিয়া মুসলমানপক্ষে মিলিত হইলেন। দিল্লীর আধিপত্যলাভে অসমর্থ হইয়। মহারাষ্ট্ৰীয়গণের সহিত র্তাহার স্বার্থসঙ্ঘর্ষও ঘটিয়াছিল। এই সকল কারণে মহারাষ্ট্রীয়গণকে একমাত্র আত্মশক্তির উপর নির্ভর করিয়াই বৈদেশিক শক্তির গতিরোধে অগ্রসর হইতে হইল। স্বধৰ্ম্মরক্ষার জন্য এক লক্ষ সত্তর হাজার মহারাষ্ট্রীয় প্রাণবিসর্জন করিতে উদ্যত হইলেন। যুদ্ধের পুৰ্ব্বে র্তাহদিগের উৎসাহ, বিধৰ্ম্মীদিগের প্রতি বিদ্বেষ, হিন্দুধৰ্ম্মরক্ষার জন্য প্রাণবিসর্জনে অনুরাগ ও আগ্রহ, যুদ্ধের শোচনীয় পরিগাম প্রভৃতি বিষয় মহলাররাও হোলকরের আদেশে লিখিত বখরে অতীব মৰ্ম্মস্পশিনী ভাষায় বর্ণিত হইয়াছে। এই ভয়বহ যুদ্ধের পরিণামবিষয়ে উভয় পক্ষের মনে সংশয় থাকায় মধ্যে এক বার সন্ধির প্রস্তাবও উখাপিত হুইয়াছিল। কিন্তু মুসলমানগণ সন্ধির বিনিময়ে যে সকল স্বত্বের প্রার্থনা করিতে লাগিলেন, তাহাতে বাহুবলদৃপ্ত মহারাষ্ট্রীয়গণ কোনও ক্রমে সম্মতি প্রকাশ করিতে পারিলেন না। সেই সৰ্ব্বলোকক্ষয়কর আপৎকালে মহারাষ্ট্র-সেনানী যদি শত্রুপক্ষের যে কোনও সর্বে সন্মতিদান করিয়৷ সেই ভীষণ লোকক্ষয় হইতে অব্যাহতি লাভ করিতেন এবং পরে অবসর বুঝিয় প্রথম মরাঠা যুদ্ধে পরাজিত ইংরাজদিগের স্তায় সন্ধিপত্রে কলিকাতার ( মহা রাষ্ট্রীয় পক্ষে পুণার ) কর্তৃপক্ষের স্বাক্ষর ও সন্মতি ছিল না” প্রভৃতি আপত্তি করিয়৷ সন্ধিভঙ্গ করিতেন,তাছা হইলে ভারতবর্ষের ইতিহাস এত অল্পদিনের মধ্যে অন্য মূৰ্ত্তি ধারণ করিত কি না, সন্দেহ । কিন্তু, পূৰ্ব্বোক্ত বখপ্পলেখক বলেন, কুরুপাওবের লীলাক্ষেত্রে, কৃষ্ণসহায় ধৰ্ম্মরাঞ্জের ( যুধিষ্টিরের ) বিজয়ভূমিতে পদার্পণ করার স্বধৰ্ম্মামুরাগী মহারাষ্ট্রীয়দিগের श्रुञदिएरुष जङि*ञ्च बुकि °ाईब्राझेिण दणिञ्चाहे छैाशांब्रः अकि - +-F- o স্থাপনে সম্মত হইলেন না। সে যাহা হউক, যুদ্ধ অনিবাৰ্য্য হইয়া উঠিল । ১৭৬১ খৃষ্টাব্দের প্রারম্ভে পাণিপথের সমরষজ্ঞে মহারাষ্ট্রবৈভবের পূর্ণাহুতি ছইল ! ੋਣ হিন্দুসাম্রাজ্য স্থাপনের উচ্চাকাঙ্ক। কিছুদিনের জন্ত বিলীন হইল । যুদ্ধাবসানে মুসলমানের বন্দীকৃত সৈন্তদলের শিরচ্ছেদ করিয়া বীরধৰ্ম্মে অবহেলা প্রকাশ করিল। কেৰল তাছাই নহে, যে সকল দ্রব্যসম্ভারবাহক পলাঙ্গনে অসমর্থ হইয়। দত্তে ভূণগ্রহণপূর্বক তাহাদিগের শরণাগত হইয়াছিল, তাছার তাহাদিগের f করুণ। প্রকাশ করে নাই । তাহাদিগের আদেশে হতভাগ্যদিগের ছিন্নক্টৰসমূহ পৰ্ব্বতাকারে হুগীকৃত হইয়া নিষ্ঠুর আফগানদিগের আনন্দবৰ্দ্ধন করিল। এই যুদ্ধে জয়লাত করিয়াও আকালীর অতিশয় ক্ষতি হইয়াছিল। উত্তরভারতের মুসলমানগণও এই যুদ্ধের পন্ধিণামে কোনও সুফললাভ করিতে পারেন নাই । দিল্লীৰ গৌরব পুনরুদ্দীপ্ত হওয়া দূরে থাকুক, বাদশাহগণের অবস্থ৷ দিন দিন হীনতর হইতে লাগিল। পূৰ্ব্বাঞ্চলে ইংরাজ ও দক্ষিণভারতে হামদর মালি এবং পঞ্জাবে শিখঞ্জাতির অভু্যদয় হইল । এই দুর্ঘটনায় মহারাষ্ট্রীয়দিগের অসীম ক্ষত্তি হইল । তাছাদিগের প্রধান প্রধান সেনাপতি ও লক্ষাধিক সৈনিক এই ংগ্রামানলে ভস্মীভূত হন। মহারাষ্ট্রদেশের প্রায় সমস্ত সর্দার ও সম্রাস্ত জায়গীরদার পাণিপথযুদ্ধে প্রাণবিসর্জন করেন। ৰন্থসংখ্যক মরাঠা-পরিবারের অস্তিত্ব একেবারে বিলুপ্ত হয় । মহারাষ্ট্রের একট পরিবারও এই ঘটনায় আত্মীয়বিয়োগ হইতে অব্যাহতি পায় নাই। সুতরাং গৃহে গৃহে ক্রননের রোল উঠিল । বাগাজী বাজীরাওয়ের জ্যেষ্ঠ পুত্র বিশ্বাসরাও ও তাহার পিতৃব্যপুত্র ভাউ সাহেব যুদ্ধে নিহত হইয়াছিলেন। তাহার বিশাল দিগ্বিজয়ী সৈন্ত দলের এরূপ শোচনীয় পরি१t:भद्म विषघ्र व१ि ब्रिध्र! १tणt५ौद्रं शृङ्गश्च खा श्ङ्के ध्रl cभंण । ভাউ সাহেবের শোকে ও বিয়োগবিধুর অসংখ্য প্রজার হাছাকার শ্রবণে তিনি উন্মাদগ্ৰস্ত হইয়। অল্পদিনের মধ্যেই গতান্থ इहेरणन । ॐाशंद्र छांग्न मूत्वमनौ cनडांब्र अछांtव भशब्रॉड़ेসমাজের মেরুদ ও ভগ্নপ্রায় হইল। এই যুদ্ধে মহারাষ্ট্রীষ্মদিগের যেরূপ অপার ধনসম্পত্তি, অসংখ্য বীরপুরুষ ও অপরিমেয় যুদ্ধসামগ্ৰী ৰিনষ্ট হইয়াছিল, ङाश क्लेिख कद्रिरण७ रुभङ्ग अवनज्ञ इहेब्रा शांब्र । छांब्रटङब्र অপর কোন জাতির এরূপ বিপৎপাত হইলে তাহারা অচিয়াং थब्राभाङ्गो श्हेप्डन, नप्क्श् मारे । किरू मशब्राडेनभाएबच्न यूएन ৰে ভারতব্যাপী হিন্দুসাম্রাজ্য স্থাপন ও স্বধর্ণের প্রভাপ জম্মুখ