পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৪৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शङ्घ्रिं বিদ্ধ করে এবং তৎপরে সেই মৃত কুম্ভীরকে লইয়া জলগৰ্ভ ছইতে তুলিয় ফেলে। এই জন্তই মষের সিং বেক, বোঝবার বেলা এক”ি প্রবাদ ৰাক্য রচিত হইয়াছে। ইহাদের সম্বন্ধস্তানও অপর সকল পণ্ড অপেক্ষা অধিক । কিংবদন্তী এইরূপ ধে, কোন পুত্রস্থানীয় মহিষের দ্বারা মাতৃসম্পৰ্কীয় মহিষীর সন্তানোৎপাদন করাইতে গেলে, ইহার স্বভাবজজ্ঞানে সেই বিরুদ্ধ-সম্পর্ক-সঙ্গম করে না। কখন কখন তাহারা এই ঘৃণিতকার্য্যে এতদূর উত্তেজিত হইয়। উঠে যে, স্বীয় পালকের প্রাণসংহার করিতেও কুষ্ঠিত হয় না। সাধারণতঃ কৃষ্ণবর্ণ, শ্বেত অথবা ধূসর বণের মহিষ দেখিতে পাওয়া যায় । গৃহপালিত ও বন্তভেদে ইহা দুই প্রকার। গৃহপালিতগুলি প্রধানতঃ মহিষ ৰ৷ ভক্টস ( Bos Buffatus ) এবং বন্যগুলি আর্ণা (Bos Arrna) নামে খ্যাত। বন্য মহিযগুলি এরূপ কুদ্ধৰ্ষ যে তাছাদের বগুতার চিহ্ন বা ভাব আদৌ লক্ষিত হয় না । ইহার কুপিত হইয়া সময় সময় মনুষ্যকে আক্রমণ করে । যদি মকুষ্য জীবনরক্ষার্থ নিকটবর্তী কোন বৃক্ষে আরোহণ করে, তাহা হইলেও বন্ত মহিষের ক্রোধ হইতে তাহার নিস্তার নাই । উন্মত্ত মহিষ তৎক্ষণাৎ সেই বৃক্ষের গোড়ায় আসিয়া শৃঙ্গ দ্বারা বৃক্ষমূল উৎপাটিত করিতে চেই পায় । বৈরনিৰ্য্যাতনপর এরূপ জীব জগতে বিরল।* ইহাদের পৃঙ্গ সাধারণতঃ সরল ও লম্ব (macrocarus ) এবং ধনুকাকার ( Spirocerus ) হইতে দেখা যায় । মীর্ণ মহিষগুলি বন্যপ্রদেশে দলবদ্ধ হইয়। বিচরণ করে। ইহারা প্রায় ১•॥০ ফিটু পর্য্যস্ত লম্বা ও ৬ মিটু উচ্চ হয়। গৃহপালিত মহিষগুলির অপেক্ষ ইছারা অধিক বলবান । এমন কি, কোম কোন সময়ে ইহার ক্রোধবঙ্গে অধিক বলশালী হস্তীকেও ও ভাইয়া মারিয়া ফেলিয়াছে । শরৎ কালে ইহার সঙ্গম করে। ঐ সময় মৈথুনমূৰ্ত্তি পরবশ পুংমহিষগুলি কতকগুলি মহিষা লইয়া এক একটা স্বতন্ত্র জলে বিভক্ত হয়। তৎকালে প্রগরিযুগলের প্রেমোস্মাঙ্গ ভরের কারণ হইয় থাকে। মহিষী ১০ মাস গর্ত ধারণ করিয়া অবশেষে ১টা কিংবা দুইটী সস্তান প্রসব করে। গৃহপালিত মহিষগুলি মার্ণ অপেক্ষ একতৃতীয়াংশ ক্ষুদ্র হয় । উগুল্প জাতীয় মহিষই কৃশগুয়াদি খাইতে ভাল বাসে। পঙ্কিল जणाङ्कभिहे हेशप्नब मरनाब्रम जादागडूमि । cमणिद्रिब्रপ্রধান মশকবছল কদৰ্য্য ভূমিতে ৰাস হেতু ইহাদের শারীब्रिक ८कांन ध्रुणक्रशा पृहे एव्र नl ! cयनिण (Manilla ) 3丝

  • ーニ

[ 8१२ ] • Sparrmann's Voyage to the cago, Vol. II. शश्शि wf** ŵifwstw Bubulus caffer stwsia sfex অপেক্ষ ভিন্নাকৃতি । ইহাদের শৃঙ্গদ্বন্ধ অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং করোটর ঠিক মধ্যস্থল হইতে~~চিহ্নের স্থায় জুই দিকে প্রধাবিত ইহার প্রায় ৫ বা ৬ শত একত্র দলবদ্ধ হইয় বনান্তরালস্থ সমতল ক্ষেত্রে বিচরণ করে । মনুষ্য ৩ শত হাতের মধ্যে না আসিলে ইহার দেখিতে পায় মা । শক্রকে নিকটে আসিতে দেখিলে প্রথমে ইহারা সঙ্গলে একবার নিরীক্ষণ করে, পরে পুনরায় ইহারা পূৰ্ব্ববৎ তৃণচর্মণে নিযুক্ত হয়। শক্র কর্তৃক আহত মহিষ উচ্চৈঃস্বরে চীৎকার করিয়া শক্ৰকে আক্রমণার্থ ভীমবেগে ধাবিত হইয় থাকে। মৃত্যুযন্ত্রণায় অস্থির ও চীৎকারপর মহিষের ভীষণ অাক্রোশ দেখিলে স্বভাবতঃ হৃদয়ে ভয়ের সঞ্চার হয় । খুলবার্গের ভ্রমণবৃত্তাস্তপাঠে জানা যায় যে, এইরূপ আঘাতোত্মত্ত একটী মহিষ বলবদবেগে আসিয়া আক্রমণকারীর অশ্বকে বিদীর্ণ কল্পিয়৷ তাহার অস্থি চুর্ণ বিচূর্ণ ও মাংসপিণ্ড খণ্ড খণ্ড করিয়া দিয়াছিল। মহিষের মাংস থাইতে উত্তম ও সদগন্ধযুক্ত। বৃদ্ধ মহিৰ অপেক্ষ অল্প বয়স্ক শাবকের মাংস বিশেষ উপাদেয় । ইহাদের শৃঙ্গে নানারূপ কারুকার্যাযুক্ত খেলনা ও চিরুণী প্রভৃতি ব্যৰহারোপযোগী দ্রব্য প্রস্তুত হইয়া থাকে । ২ শ্মশ্রুধারী ম্লেচ্ছ জাতিবিশেণ। এই জাতি পুৰ্ব্বে গত্রিয় ছিল, পরে সগররাজ ইহাদিগকে বেদাদিতে অধিকার ন৷ দেওয়ায় ইহার অন্য বেশ ধারণ করিয়া ম্লেচ্ছ হয় । “পগরস্তাং প্রতিজ্ঞাঞ্চ গুরোবর্ণক্যং নিশম্য চ । ধৰ্ম্মং জঘান তেষাং বৈ বেশীভুত্বং চকার হ { অৰ্দ্ধং শকানাং শিরসো মুণ্ডয়িত্ব ব্যসঞ্জয়ৎ । জবনানাং শিরঃ সৰ্ব্বং কাম্বোজানাং তথৈব চ। পারদ মুক্তকেশাশ্চ পহলবাঃ শাশ্রধারিণঃ। নিঃস্বাধ্যায়ববটুকরো কৃতাস্তেন মহাত্মন । । কোলিলপাঃ সমহিষা দাৰ্ব্বাশ্চোলাঃ সকেরলাঃ । বশিষ্ঠবচনাত্রাঙ্গন সগরেণ মহাত্মন ॥” ( প্রায়শ্চিন্তু তত্ত্ব ) গবাদি জন্তুর সহিত আকৃতিগত সাদৃশু নিরীক্ষণ করিয়া প্রাপিতত্ত্ববিদগণ এই স্বনামপ্রসিদ্ধ চতুষ্পদ পশুকে Bovide শ্রেণীর অস্তুনিবিষ্ট করিয়াছেন । বিভিন্ন স্থানে বাসহেতু ইছাদের শরীরগঠনেরও নানারূপ পার্থক্য পরিলক্ষিত হয়। এই আবয়বিক বৈলক্ষণ্যনিবন্ধন তাহারা মহিষ জাতির মধ্যে কএকটি স্বতন্ত্র থাক নির্দেশ করিয়া গিয়াছেন । ७ चंखब्र श्वश्चविंश । ( cश्ष ) 8 बरेिषांश्व ।