পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহেশ্বর [ ৪৯৭ ] মহেশ্বরী ঘায় । অনেকে ইহাকে চঞ্জ বংশের প্রথম রাজধানী বা ' সহস্রাঞ্জুন-প্রতিষ্ঠিত মাহিষ্মতী পুরী বলিয়া অনুমান করেন । । ভূমিকম্পাদি দৈবকারণে বর্তমান কালে এই নগর শ্ৰীশ্ৰষ্ট । হুইয়াছে। এখনও নগরভাগের মৃত্তিক খনন করিলে স্থানে | স্থানে অনেক ভগ্নগৃহ ও গৃহসজ্জাদি উল্টাভাবে বিক্ষিপ্ত দেথা | বার। এখানকার প্রস্তরভুর্গ ও রাজপ্রাসাদ সংস্কার-অভাবে । ভগ্ন প্রায় হইয় রছিয়াছে। মিঃ থরণটন ১৮২০ খৃষ্টাব্দে এই নগরে ১৭৫০০ জন লোক দেখিয়াছিলেন; কিন্তু কালের করাল | কৰলে পচিয়। এই সমৃদ্ধিশালী নগর ১৮৮১ খৃষ্টাব্দে ছদশার । চরম সীমায় উপনীত হয়, ঐ সময়ে এখানকার লোকসংখ্যা ! ৫ হাজার মাত্র ছিল । এথানে কাপাস ও রেশমের উৎকৃষ্ট বস্ত্র প্রস্তুত छ। দক্ষিণাত্যে ঐ সকল বস্ত্র এবং সলমাচুমকীর পাড়দার ধুতি । ও সাট বিশেষ আদৃত। বারাণসীর জরি ও বুটাদার সাড়ী এবং ধুতি অপেক্ষ এখানকার বস্থাদি উৎকৃষ্ট ও অধিক মূল্যে বিক্রীত হয়৷ থাকে । মহেশ্বর, ১ মহাভাষা-টীকাকার কৈয়টের গুরু। ২ সিদ্ধান্ত শিরোমণিকার ভাস্করাচার্য্যের পিতা। ৩ ভোজপ্রবন্ধধূ ত জনৈক । প্রাচীন কবি । ৪ জনৈক বৈদ্যাকগ্রন্থ-সঙ্কলয়িতা। হেরম্ব সেন ইহার বচন উদ্ধৃত করিয়াছেন। ৫ অমরকোষবিবেকরচয়িতা । ৬ একজন কামশাস্ত্র প্রণেতা। ৭ কেশবীবাসনাভাষ্য, যন্ত্ররাজ ও তটীক, লঘুজাতকটক ও সিদ্ধাস্তশিরো মণিভাষ্য প্রভৃতি জ্যোতিগ্রস্থরচয়িতা। ৭ চিত্যুপনিষদ্ভাষ্য ও সহবৈ উপনিষস্থায্য প্রণেত। ৮ চৌরপঞ্চাশিকা টীক। ও প্রবোধচন্দ্রোদয়ট কারচয়িতা । ৯ জীবন্মুক্তি প্রকরণপ্রণেতা। ১৯ তত্ত্বচিস্তামণিটীকা ও তত্ত্বচিস্তামণিদীধিতিটীকারচলিত। দারভাগটকা প্রণেতা । ১২ ধুৰ্ত্তবিড়ম্বন প্রসেন প্রণয়নকর্তা । ১৩ ভতু হরিকৃত নীতিশতকেয় টকাকর্তা । ১৪ মাভারতসঙ্কলয়িতা। ১৫ মুদ্রারাক্ষসটকা-প্রণেতা। ১৬ লঘুবংশটক রচয়িতা। ১৭ রসাপর্ব নামক বৈস্তকগ্রস্থ প্রণেতা । ১৮ জনৈক বিখ্যাত আভিধানিক, ব্ৰহ্মার পুত্র এবং কৃষ্ণের ( কেশব ) পৌত্র। ইনি ১১১১ খৃষ্টাব্দে বিশ্ব প্রকাশ নামক একখানি অভিধান প্রণয়ন করেন। উক্ত শুন্থর পরিশিষ্টরূপে তিনি শব্দভেদ প্রকাশ বা শব্দভেদনামমালা নামে অপর একথানি ও" সঙ্কলন করিয়াছিলেন। এতদ্ভিন্ন তাহার রচিত সাহসঞ্চচলিত নামে আর একখানি গ্রন্থ পাওয়া যায়। ১৯ পু- শুমকুত বিষ্ণুভক্তিকল্পলত-গ্রন্থের টীকাকায় । ইনি ১৫৯০ খৃষ্টাব্দে উক্ত গ্রন্থ সমাপন করেন । XIV 3 x মহেশ্বর, নৰ্ম্মদানীর উত্তরকুলস্থ একটা নগর। এই নগরের নদীতীরবর্তী ঘাটের শোভা অনেকাংশে বারাণসীধামের ক্ষয় । মিরাট-ষ্ট-সিকেন্দরী পাঠে জানা যায় যে, সুলতান আহ্মদ শাহ ১৪২২ খৃষ্টাব্দে এই নগর ও দুর্গ অধিকার করিয়াছিলেন। মহেশ্বর, জনৈক হিন্দুরাজা। শ্ৰীপালের পুত্র। ইনি দধীচি গোষ্ট্ৰীয় ছিলেন। মহেশ্বর করচু্যতা (স্ত্রী) মহেশ্বরক্ত করাৎ চুত। করতো। নদী । প্রবাদ আছে যে, পৰ্ব্বতরাজকুছিত। গৌরীর বিবাহ কালে গিরিরাজ প্রদত্ত জল মহাদেবের কর হইতে ভূতলে পতিত হুইয়। এই নদীর উৎপত্তি হইয়াছে। (ভারত) [করতোঙ্গ দেখ] মহেশ্বরতার্থ, রামায়ণতত্বদীপিক-প্রণেতা। ইনি নারায়ণ তীথের নিকট বিদ্যা লাভ করেন, সাধারণে মহেশ নামেও পরিচিত । মহেশ্বরর্তীর্থ, জনৈক বিখ্যাত বৈদান্তিক। ইনি বাৰ্বিকসার নামে একখানি বেঙ্কগ্ৰন্থ রচনা করেন । মহেশ্বরদেবরায়, দাক্ষিণাত্যের কলচুরি রাজগণের অধীনস্থ এক সামস্তরজি । - মহেশ্বরনাগ, জনৈক হিন্দু মহারাজ। নাগভট্টের পুত্র । মহেশ্বর স্যায়ালঙ্কার ভট্টাচাৰ্য্য, কাব্য প্রকাশাদশ নামক অলঙ্কারগ্রন্থ-রচয়িত । মহেশ্বরভট্ট, অস্ত্যেষ্টিপদ্ধতি ও প্রতিষ্ঠাপক্ষতি নামক দুইখানি গ্রন্থপ্রণেতা । মহেশ্বরভট্টাচাৰ্য্য, সিদ্ধান্তদীপ নামক তারগ্রন্থরচলিত। মহেশ্বরমিশ্র, ১ শ্ৰাদ্ধাদশরচয়িত । ২ পর্যায়রত্নমাল প্রণেতা । মহেশ্বরমিশ্র, ( স্ববুদ্ধি), বামনীলঙ্কারস্বত্রটকারচন্ত্রিত। মহেশ্বপ্নশৰ্ম্মন, শুদ্ধিকৌমুদীপ্রণেতা । মহেশ্বরসিংহ, মিথিলার জনৈক নরপতি । ক্ষুদ্রসিংহের পুত্র এবং ছত্রসিংহের পৌত্র। ইনি ব্ৰতাচারপ্রণেতা রঃপাণির প্রতিপালক ছিলেন । মহেশ্বরসিদ্ধান্ত (পুং ) পাশুপতশাস্ত্র । মহেশ্বরাচার্য্য, বৃত্তশতক-নামক জ্যোতিগ্রস্ব-প্রণেতা। মনোরথের পুত্র। হলি জ্যোতিৰ্ব্বিত্তিলক ও কবীশ্বর উপাধিতে ভূধিত ছিলেন। ইহারা শাfওলাগো যায়। বিজ্জলপুরে ইহঁtয় বাস ছিল । তৎপুত্র লক্ষ্মীধর রাজা জৈ পোলকর্তৃক সভাপণ্ডিতপদে নিযুক্ত হন। ভাস্করাচাৰ্য্য দেখ ] মহেশ্বরানন্দ, মহাৰ্থমঞ্জরী ও উট্রীক প্রণেতা। মহেশ্বরী ( স্ত্রী ) মহেশ্বরঞ্চ স্ত্রী, भश्च द्र-धैौश भएको काट्नी ঈশ্বরী চ মহুদাদীনাং নিয়ন্ত্রীতি বা । মহেশ্বল্পপত্নী, শিখানী। > R &