পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৬০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসিংহ ఆతిలి ] মানসিংহ শমসভবনে প্রেরণ করেন। একমাত্র মানসিংহই তাহার কলুষিত হস্ত হইতে রক্ষা পাইল । { ভীমসিংহ দেখ। ] ভীমসিংহের মৃত্যুসংবাদে উৎফুল্প হইয়া মানসিংহ কালোরতুর্থ হইতে বহির্গত হইলেন। রাঠোর সেনাগণ র্তাহাকে দেখিয়া সলামে সম্বন্ধন করিল। ১৮৬• সম্বতে মাঘমাসের পঞ্চম দিনে তাহাঙ্ক ললাটে রাজটীকা প্রদত্ত হইল। তাহার শাসনকাল হইতে মারধাড়-ইতিহাসের শোচনীয় অধ্যায় আরস্তু হয় । রাজা মানসিংহের শিরোদেশে রাজচ্ছত্র শোভিত হইবার অল্পদিন পরেই পোকর্ণের মহাতেজস্বী সামস্ত সবাই সিংহ পুৰ্ব্ব প্রতিহিংস চরিতার্থ করিবার জন্য তাছা শক্রতা করিতে আরম্ভ করিলেন। তিনি মৃত রাজা ভীমসিংহের একমাত্র পুত্র ধনকুলসিংহকে মারবাড়-সিংহাসনের উত্তরাধিকারী ঘলিয়া সামস্তগণকে উত্তেজিত করিতে লাগিলেন এবং যাহাতে সামন্তগণ মানসিংহকে রাজ্যচু্যত করিয়া ধনকুলকে সিংহাসনে উপবেশন করান, তাহারই ষড়যন্ত্র করিলেন। রাজা মানসিংহের কঠোর শাসনে, এবং বিদ্বেষভাবে যুত স্বাঞ্জা ভীমসিংহের অমুগৃহীত সামন্তগণ র্তাহার বিপক্ষে দণ্ডায়মান হইয়াছিলেন। তাহার নিজ অমুগত সামন্তবৃন্দের প্রতি সবিশেষ অনুগ্রহ প্রকাশ করায় ভট্টজাতীয় রাজপুতসেনাদল এবং মোহস্ত কায়েম দাসের অধীনস্থ বিষ্ণুস্বামী নামক সেনাদল চিরদিন তাহার সহায় হইয়াছিল। এই পক্ষপাতিত্যে ক্রুদ্ধ হইয়া সবাই সিংহ ভীমসিংহের পুত্র ধনকুলের পক্ষ হইয়। অন্যান্য সামন্তবর্গের সহযোগে রাঞ্জা মানসিংছের সমীপে উপনীত হইলেন এবং জাতবালকের ভরণপোষণস্বরূপ নাগর ও সিবানো প্রদেশ পাইবার প্রার্থন জানাইলেন। এদিকে রাজরোধে পুত্রের অমঙ্গল আশঙ্কা করিয়া ভীমসিংহমহিষী সৰ্ব্বসমক্ষে প্রকাশ করিলেন ষে, ধমকুল আমার গর্ভজাত পুত্র নহে। ইহাতে ব্যর্থমনোরথ ছহয়। সবtষ্টসিংহ পুনরায় ষড়যন্ত্ৰজাল বিস্তার করিতে লাগিলেন, এবারও তিনি অকৃতকাৰ্য্য হইয়া রাজা মানসিংহের আমুগত্য স্বীকার করিতে বাধ্য হইলেন এবং গোপনে ভীমनिश्zश्ब्र नमिनौ झककूमाब्रोब *ब्रिभञ्चवा”ांद्र गहेब्रl छब्रशूब्रরাজের পত্তি বিভ্ৰাটু বাধাইয়া দিলেন । পূৰ্ব্বে মিবার-রাজের সহিত কৃষ্ণকুমারীর পরিণয় হইৰস্থি কথা ছিল। মানসিংহ জয়পুররাজের এই অৰমানকর প্রস্তাৰে উত্তেজিত হইয়া জয়পুৰরাজের গন্ধৰ উপহার লুণ্ঠন ও সেনাদলকে পরাস্ত করিলেন। এই স্বত্রে উভয়পক্ষে ঘোর যুদ্ধ दाषिण, शकौंदेनिश्। এইরূপ শঠতা দ্বারা জয়পুর ও মিবারের নরপতির সহিত | - * =F भांमणि१८श्द्र शिखांभांबण <धस्इणिज्र कब्राहेब्री बrमाग्नषनिझिब्र উপায় খুজিতে লাগিলেন। এই সময়ে তিনি ধনকুলকে লইয়। অনতিবিলম্বে জয়পুরশিবিয়ে মিলিত হইলেন। জয়পুররাজ জগৎসিংহের যে ভগিনীকে ভীমসিংহ বিঘাছ করেন, তাহারই গর্তে ধনকুল জন্ম গ্রহণ করিয়াছিলেন। ब्राछा अ१९णि१श् छांशिंtनाम्नग्न °भगवणशन कग्निब्र ब्रांछ। মানসিংহের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিলেন। তাহার অধীনস্থ সমস্ত সামন্ত তাহার পক্ষ পরিত্যাগ কন্ধুি। তিনি লর্ড লেকের যুদ্ধে যে হোলকরপতিকে আশ্রয়দানে রক্ষা করিয়া ছিলেন, এক্ষণে তাহার শরণাপন্ন হইলেন । কিন্তু সবাছসিংহ লক্ষ মুদ্রাদানে হোলকরকে বশীভূত করিয়া মানসিংহের ক্ষমতা হ্রাল করিলেন। অতঃপর জয়পুরসৈন্ত তাহাকে পিঙ্গোলী নামক স্থানে আক্রমণ করে। যুদ্ধের প্রারম্ভে তাছার অধীনস্থ রাঠোর সামস্তগণ র্তাহাকে পরিত্যাগ কল্পিয়া চলিয়া গেল। উভয়পক্ষে ঘোরতর যুদ্ধের পর, রাজা মানসিংহ মৈরত হইতে যোধপুরফুর্গে আশ্রয় গ্রহণ কল্পিলেন। জগৎসিংহের বিজয়ী সেনাদল তাহার পশ্চাদ্ধাবিত হইল। মানসিংহ যোধপুর-ফুর্গ দৃঢ়বন্ধ এবং রালোর ও অমরকোটে সৈন্তুপ্রেরণ দ্বারা স্বরক্ষিত কল্পিয়া শত্রুর আগমন প্রতীক্ষা করিতে লাগিলেন। জয়পুরপতি জগৎসিংহ পাচ মাস অবরোধ করিয়াও কিছুই করিতে পারিলেন না। মানসিংহ অসীম বীরত্বের সহিত আত্মরক্ষা করিতে লাগিলেন। এই সময়ে জয়পুরসৈন্ত মধ্যে বেতনভোগী আমীর খার সেনাদল বিদ্রোহী হইয় উঠে। বিদ্রোহিদল জগৎসিংহের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে । তিনি প্রাণভয়ে রণক্ষেত্র ত্যাগ করিলেন, সঙ্গে সঙ্গে সঞ্চাইসিংহও স্বনগরে পলাইলেন । যুদ্ধশেষে জামীর খ ও ইন্দুরাজ রাজা মানসিংহের বিশেষ সহায়তা করেন। ইহারা দুই জনেই রাজা মানসিংহের নিকট হইতে উচ্চপদ ও ধনরত্ন লাভ করিয়াছিলেন । অতঃপর মারবাড় রাজ্যে আমীর খার প্রভুত্বৰিস্তার, নাগরদুর্গ ও নওয়া দুৰ্গে সৈন্তস্থাপন এবং মৈন্ত্রাক্ত ও শাস্তরপ্রদেশে অধিকার বিস্তার দেখিয় রাজা মানসিংহ বিশেষ চঞ্চল হইয় পড়েন। ঐ সময়ে তিনি ইন্দুরাজকে ও রাজগুরু দেবনাথকে গুগুভাবে নিহত করিয়া একবারে উন্মাদ হইয় পড়েন। তৎপরে তাহার পুত্র ছত্রসিংহ রাজ্যভার গ্রহণ করিলেন। ছত্রাসংহের দুশ্চরিBBSDDDDD BBBBD DBBDD DBBB BBS BBBBD BBBD DDD BBD DDBB BBB BDm BBBDDDDD সামগুগণের ভূমিসম্পত্তি আত্মসাৎ করেন। ১৮৯৩ খৃষ্টাজে ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীয় লছিগু তাহার লদ্ধি