পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৭২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিঞাআলী [ १२७ ] মিঞানী

পাৰ্ব্বত্য আফগানগণ ইংরাজ-সীমান্তে জাগিয়া উপদ্রব করিত। সেই লুণ্ঠনপ্রিয় দমু্যদলের অত্যাচার-নিৰায়ণের अछ हेश्ब्राजद्रांछ २४९०-४२ ९४ाटक ७ई शिबिंश्मै निश्वा१ করান। নিৰ্ম্মাণকালে ইংরাজ-সেনানী লেফটেনাণ্ট বোলনোই মামলা দস্থার হস্তে নিহত হন। ১৮৭৩ খৃষ্টাব্দে এথানকার দুর্গাধ্যক্ষ নিকটবর্তী পৰ্ব্বতে ভ্রমণকালে গুপ্ত-শক্র দ্বারা নিহত হইয়াছিলেন । - দুর্গের সন্নিকটে কোন গ্রাম বা নগর নাই। তরকঞ্জৈ মানন্দগণ ইহার চতুদিকে আসিয়া বলৰাল করায়, এই স্থানের আদর বাড়িয়া উঠিয়াছে। নদীয় দক্ষিণ ধারে যে সকল মামনা বাস করে,তাহারা ইংরাজের শাসনাধীন,অন্যান্ড স্থানের মাক্ষদগণ সম্পূর্ণরূপে স্বাধীন। ইংরাজাধিকৃত সীমান্ত অধিবাসী অনেক দোষী ব্যক্তি দগুপালনভয়ে এখানে আলিয়া আশ্রয় লাভ করিয়া থাকে । পেশাবরস্থ কুর্গাধিপ “ব্রিগেড়িয়ার জেমারলের* অধীন থাকিয়া এখানকার ফুর্গের প্রয়োজন মত কাৰ্য্য সমুদায় সম্পন্ন করিয়া থাকেন। এখানে বেঙ্গল পদাতিক ও অশ্বারোহী সেনাদল রক্ষিত আছে। মিছর (আরবীয় ) { মিসরী দেখ। ] মিছ ( দেশজ ) মিথ্যা। মিছাভুর ( দেশজ ) বৃথা দম্ভ । মিছামিছি (দেশজ ) অমূলক, ভিত্তিহীন। মিজাজ (আরবী) স্বভাৰ। মিঞা, মুসলমানদিগের মধ্যে উচ্চপদস্থ ব্যক্তি। সন্ত্রমজ্ঞাপক সম্বোধন শৰ । মিঞাআলী, পঞ্জাবের গুজরাণবালা জেলার অন্তর্গত একট প্রাচীন নগর । এখন সম্পূর্ণরূপে ধ্বংসাবস্থায় পতিত। ইহ খানগর অসঙ্কর বা অসন্ধর নামে পরিচিত। এখানে বহু প্রাচীন কালের ইষ্টকাদির স্ত,প পড়িয়া আছে। প্রত্নতত্ত্ববিং কানিংহাম ইহাকে চীন-পরিব্রাজক হিউএন সিংয়াং বর্ণিত ২সেকিয়। ( ভকি ) মগল্প বলিয়। অনুমান করেন। এক সময়ে এই ডকি রাজ্য সুদূর বিস্তৃত ছিল । ইহার পশ্চিমে সিন্ধু নদ, উত্তরে হিমালয় পৰ্ব্বত, পূৰ্ব্বে বিতস্ত এবং দক্ষিণে সিন্ধু-পঞ্চনদসঙ্গম পথ্যস্ত বিস্তৃত হইয়াছিল । উপরি উক্ত স্ববৃহৎ স্ত,প পৰ্য্যবেক্ষণ করিয়া দেখা গিয়াছে যে, উছার অন্তর্নিহিত ইষ্টকাদি নানাচিত্রনৈপুণ্যযুক্ত ও ৰছ প্রাচীন কালের নির্মিত । এখনও বর্ষার বারিধারাপাতে বিধৌত স্ত,পগাত্রে এক্তিবৎসর বর্ষ ঋতুর শেষে অসংখ্য हिन्दू भरुछाडिन्न भूजा आदिक्लङ श्हेप्च्चtछ । जञ्चाहे अकबग्न माप्श्व्र ब्राजस्त्रकारण उँsश्वाइ माधक जहेमक দোগ্রামদায় এই স্তুপ হইতে ইষ্টক লই৷ উপরিভাগে একটা মসজিদ নিৰ্ম্মাণ করেন। ছিউএন্‌-গিয়tং তকি-নগরের দুহ মাইল উত্তরপুৰো সম্রাটু অশোক-প্রতিষ্ঠিত যে বুদ্ধস্মৃতিচিহ্নসম্বলিত সুপের কথা উল্লেখ করিয়াছেন, এই অসন্ধর নগরের ধ্বংসাবশেষের ঐ ব্যবধানেও একটা স্তুপ আছে। মিঞাগঞ্জ, অযোধ্যা-প্রদেশের উণাও জেলার অন্তর্গত একটা গওগ্রাম। অক্ষা ২৬°৪৮′ উঃ এবং দ্রাঘি• ৮•৩৪ পূঃ । নবাব আসফ উদ্দৌল। এবং সমাদৎ আলী খাঁর রাজস্বসচিব মিঞা অন্মস আলী ১৭৭১ খৃষ্টাব্দে এই নগর স্থাপন করেন, কিন্তু দুর্ভাগ্যবশতঃ উহ। এক্ষণে ঐত্ৰষ্ঠ ছহয় পড়িয়াছে। ১৮•৩ ঋষ্টাব্দে লর্ড ভালেন্সিয়া (Walentia ) এই নগরসমৃদ্ধির কথা উল্লেখ করিয়াছেন, কিন্তু দুঃখের বিশ্লষ, উহার ২০ বৎসর পরে, খৃষ্টীয় ধৰ্ম্মযাজক ছেবার ১৮২৩ খৃষ্টাকে উহার প্রাসাদাদির ধ্বংসপ্রায় অবস্থার বিবরণ লিপিবদ্ধ করিয়। গিয়াছেল । এখনও এখানে ২ট পান্থনিবাস, ১৩টা মসজিদ ও ৪টা হিন্দুমন্দিরের নিদর্শন আছে। ১৮৫৭ খৃষ্টাব্দে বিদ্রোহী সিপাহীদল এখানে পরাজিত হইয়াছিল। মিঞানী, পঞ্জাব প্রদেশের হুলিয়ারপুর জেলার অস্তগত ७को म%ाग्न । बिज्ररह्यो मर्नेोग्न उँौरग्न अबश्ऊि । अक्रो० ৩১°৪২৯৫ উঃ এবং দ্রাঘি• ৭t"৩৬১৫' পূঃ । মামলা জাতীয় পাঠানবংশ এই নগরের প্রকৃত স্বত্বাধিকারী, কিন্তু জাট ও আবাইনগণ অধিকাংশ জমির সত্ববান থাকিয় কৃষিকাৰ্য্য নিৰ্ব্বাছ করিতেছে। এখানে গবাদি, চৰ্ম্ম, গম ও চিনির বিস্তৃক্ত কারৰার আছে। মিঞানী, পঞ্জাবপ্রদেশের শাহপুর জেলার অন্তর্গত একটা নগর এবং ভের জেলার লবণবাণিজ্যের কেন্দ্রস্থল। ঝেলমনদীর বামকুলে পিগুদাদন থার অপর পারে অবস্থিত। অক্ষা • ৩২-৩১৪৮' উঃ এবং দ্রাঘি• ৭৩৭৩• পুঃ । এই স্থান বহু প্রাচীনকাল হইতে খনিজ লবণের বাণিজ্যের জন্ত প্রসিদ্ধ । এইস্থান পূৰ্ব্বে শাসনাৰাদ নামে পরিচিত ছিল। নদীর প্রবল বম্ভায় উহ নষ্ট হইয়া গেলে, সম্রাটু শাহজছানের শ্বশুর আলফ, খ। সেই স্থানে বর্তমান নগর স্থাপন করেন। ১৭৭৪ খৃষ্টাকে শাহের সেনানী নুর উদ্দীন এই নগর লুণ্ঠন ও বিধ্বস্ত করিয়া যান। ১৭৮৭ খৃষ্টাব্দে রণজিৎ সিংহের পিত। মহাসিংহ নগর সংস্কার করাইয়। লবণের বাণিজ্য বৃদ্ধির চেষ্ট পান। এখানে উত্তর-পঞ্জাব-ষ্টেটু-রেলপথ ৰিভূত হওয়ায় লবণ বাণিজ্যের বিশেষ স্থৰিধ হইয়াছে। এতভিন্ন এখানে উৎকৃষ্ট স্বতের কারস্বার অাছে। নগরট মিউনিসিপালিটীর তত্ত্বাৱধানে থাকিলেও ऐशबू ब्रांछ ६iछे विरश्वव *ब्रिकांग्न नtङ् ।

  • .