পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৭৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিল্টন vir sted against Prelacy, An Apology for Smectyinun৪ ও বিশ হলের মত খণ্ডন করিয়া ক একখানি গ্রন্থ রচনা করেন। ১৫৭৩ খৃষ্টাঙ্গে তিনি প্রথমবার বিবাহ করেন, কিন্তু র্তাহার পত্নী পিতৃগৃহ হইতে আসিতে অস্বীকার করায় ১৬৪৪ ও ১৬৪৫ খৃষ্টাব্দে স্বীয় পত্নীকে তিরস্কার করিয় ৪ খানি প্রবন্ধ লিখেন । ঐ সময়েই র্তাহার Tr {Neon Education s Areopagitica si Hattayathā'ēl, Mysta Tęs প্রকাশিত হয় । عمر রাজনৈতিক ব্যাপারে লিপ্ত হওয়া অবধি তাহার সাংসারিক অবস্থা অসচুেল হইয়া পড়িয়াছিল । কষ্টের সময় স্ত্রীর সহিত পুনৰ্ব্বার মিলিত হইয়া ও & rും তিনি সুখী হইতে পারেন নাই। ইংলণ্ডপতি চালসের । হত্যাকাণ্ডের পর, তিনি ইংলণ্ডের ইতিহাস ও রাজ্যের শান্তিবিধানবিষয়ক একখানি ক্ষুদ্র-পুস্তিক রচনা করেন। অতঃপর তিনি মন্ত্রিসভা কর্তৃক লাটিন-সেক্রেটারী নিযুক্ত হন । এই সময়ে রাজনৈতিক বিতণ্ড ভঞ্জনাথ তিনি Bikonoklastes § I)efensio Populi Anglicani aifa* áé থালি গ্রন্থ | রচনা করেন । লাটিন-সেক্রেটারী নিযুক্ত হুইবার পর তিনি s: নিষ্টারে অtসিয়া বাস করেন । তাহার প্রথম পত্নীর মৃত্যুর পর, তিনি দ্বিতীয় দার পরিগ্রহ করেন। কিন্তু এই পত্নী ও এক বৎসরের মধ্যে স্মৃতিকগারে মরিয়া যান । ১৬৬০ খৃষ্টাস্থে এলিজাবেথ মিন্‌স্কল নাম জনৈক রমণীকে তিনি ৩য় পত্নীরূপে গ্ৰহণ করেন। ১৬৬৫ খৃষ্টাব্দে পারাভাইস-লষ্ট নামক র্তাহার সুবিধাত কাব্যরচনা সম্পূর্ণ হয়। ১৬৬৭ খৃষ্টাকে উহার মুদ্রণকাৰ্য্য সম্পন্ন হইয়াছিল। সামুএল সাইমন নামক জনৈক প্রকাশক ৫ পাউও মূল্যে উহার সত্ত্ব ক্রয় করেন। ১৩ শত গ্রন্থ বিক্রয় হইলে তিনি ওস্থিকারকে আরও ৫ পাউণ্ড দিতে স্বীকৃত ছিলেন । উক্ত গ্রন্থ প্রথম ১০ম এবং পরে ১৬৭০ খৃষ্টাব্দে ২য় সংস্করণে ১২শ }. মুদ্রিত হয় । ১৬৭১ খৃষ্টাব্দে šteta Paradise Regained :Samson Agouistes žföw za 1 ww:** xev8 ५ ة و তাহার মৃত্যুকাল পর্য্যস্ত তিনি কএকখানি খণ্ডগ্রন্থ রচন। করিয়াছিলেন। উক্ত বর্ষে ৮ই নবেম্বর কুfববারে তাহার মৃত্যু ঘটে। তিনি ওলিভার-ক্রম শুgর সহযোগী এৰং স্বাধীনতাপ্রয়ালী দল ( independants ) ভুক্ত ছিলেন। XIV এই দারুণ । { ৭৬৯ cy, The Reason of Church Government | | సి వచి - 'à l মিল্টন 皇 نبيلييسيي মিণ্টন বিদ্যালয়ের পাঠ শেষ করিয়া যখন গ্রীক ও লাটিন ভাষার কাব্য-কাননে ? বেশ করিলেন, তখন কবিকীৰ্ত্তিলাভের দুৰ্নিবার অভিলাষ তাহার চিত্তচাপল্য উপস্থিত করিল, তিনি তদনুসারে যুরোপের নানাস্থান ভ্রমণ করিয়া নিসর্গের নিরূপম দৃশু সন্দর্শন করিলেন এবং জাতীয় মহাকাব্যের উপাr দান সংগ্ৰহ করিতে লাগিলেন । ধোবনের প্রারম্ভ হইতেই মনুষ্যের অধঃপতন মেবলম্বন করিয়া এক থালি অবিনশ্বর কাব্য লিথিবেন, এরূপ সঙ্কল্প করিয়া ছলেন । যেীবন-সুলভ রচনাবলীর মধ্যে তিনি অকুতো ভরে লিখিমছিলেন,—অধ্যবসায় ও পরিশ্রমসহকারে আমি এমন ক' : ; রচনা করিব, যাহা উত্তর কালের বংশধরগণ কখনই বিস্কৃত &ëtz II (wnich the Posteriy wil not let it die ) বঙ্গায় কবি মাইকেলের আয় কলিযশঃপ্রেথা, মিণ্টন ভাবিয়াছিলেন, তদুরচিত মধুচক্রে মনুষ্যগণ চির মুধ পান করিবেন। কোন ভাষায় কাব্য লিখিবেন,প্ৰথমে তাছাও নির্ণয় করিতে পারেন নাই। শেষে লাটিন-ভাষা অবলম্বনেই লিখিবেন, হ হ1চ সঙ্কল্প করিয়াছিলেন। পরে স্বজাতিবাৎসলে প্রণোদিত হছয় মাতৃভাষার কণ্ঠে তাহার অলঙ্কারভূয়িষ্ঠ গাম্ভীৰ্য্যগুণভূষিত অপুৰ্ব্ব কাব্যমালা প্ৰদান করিতে সঙ্কল্প করেন । বোধ হয়, কুলক্ষ্মী স্বপ্নে তাহাকে বলিয়া দিয়াছিলেন,—“ওরে বাছা ! গুহে তোয় রতনের রাজি—“যা, ফিার অজ্ঞান তুষ্ট যায়ে ফিরি ঘরে’ বৎস! তোমার মাতৃভাষার ভাগুারে রঞ্জের অভাব নাই, তুমি সেই রয়ে কীৰ্ত্তিময়ী কাব্যমেখলা মাতৃভাষার কটিদেশে অর্পণ কর।” মিল্টনের সাম্প্রদায়িক মতের জন্তু তাহার মহাকাব্য নানাস্থানে তীব্রভাবে সমালোচিত হইয়াছিল । কাব্যে রাজদ্রোহিতার ভাৰ আছে বলিয়। রাজকীয় পুস্তকপরীক্ষক তাহার-স্বৰ্গচুতি” ( Paradise Lost ) নামক কাব্য প্রকাশের অটুমতি দিতে ইতস্তত: করিয়াছিলেন। কিন্তু পরিশেষে উৎ প্রকাশিত হয়। মিন্টনের নামের সহিত তাহার মহাকাব্য অমরত্ব লাভ করিয়াছে । মিন্টনের জীবন পর্য্যালোচনা করিলে সুস্পষ্ট প্রতীয়মান হয়, BB BB BBBB BDDBBDBDD BBBB BBBBB লাভ করিতেছিলেন । চল্লিশ বৎসরের পূৰ্ব্বে তিনি আপনাকে মহাকাব্য লিখিৰার অযোগ্য খলিয়। বৰ্ণনা ঋরিয়াছেন । লক্ষ্মী-সরস্বতীর সপীণ্ডাৰ দেশনিবিশেষে প্রসিদ্ধ। তাই কবিতা-দেী৯ প্রসিদ্ধ সেৰক মিণ্টন দরিদ্র ছিলেন। কোন বঙ্গ কবি তাহার দারিদ্র্য লক্ষ্য করিয়া লক্ষ্মীকে তিরস্কারচ্ছলে বলিয়াছেন—“ইংলপ্তের মহাকৰি কৰীজ মিণ্টন।