পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৭৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিণ্টন ধন্থ তার কল্পনা কবিত্ব সন্মোহন ॥ কি আশ্চৰ্য্য মহাযশে ভূবন ভরিল। লোলে ! তুমি তার প্রতি ফিরে না চাহিল৷ ” কিন্তু বিধাতার বিচিত্র নিয়মে পরস্পরবিরোধিনী লক্ষ্মীসরস্বতার সঙ্গতি চিরকালহ একাশ্রয়জুলভ। বিস্কাভিলাষা বিংশালী হন না। স্বতরাং সেই সনাতন-নিয়মে মিণ্টনের দারিদ্র্য বিস্ময়জনক নহে। তাহার ‘পারাডাইস লষ্টের" প্রথম • 4রণ কেবল ৫০ টাকা মূল্যে বিক্রীত হইয়াছিল। মিণ্টনের চিত্তের দৃঢ়তা ও গাম্ভায্য সকলেরই চিন্তাকর্ষণ Nকরে। দারুণ দারিদ্র্য ও নির্যাতনের কঠোর যন্ত্রণ সহ করিয়া দৃষ্টিহীনতারূপ দুৰ্দ্দৈবে বিড়ম্বিত হইয়াও কবিতারূপিণী উদ্ধামলীলাময়ী কল্পনা স্বচ্ছন্দবিহারিণী বিদ্যাধরীয় স্থায় মন্দারকুমুমালঙ্কত নন্দনকাননের বিচিত্র শোভা এবং নরকের ভীষণ ও বীভৎস দৃপ্ত প্রদর্শন করিয়াছিল। ইংরাজী ভাষা চিরদিনই মিণ্টনের নামে গৌরবান্বিত হইবে। tzia ziwną stifa?" (Samson Agonistis) নামক ক্ষুদ্র নাটকে তাছার অন্ধ জীবনের যে করুণ চিত্র অঙ্কিত করিয়াছেন, তাহ অত্যন্ত হৃদয়স্পশী। দাম্পত্য-জীবনে মিণ্টন মুথলাভ করিতে পারেন নাই ।সেই জন্ত ডেলাইলার চরিত্রে তিনি দারুণ কলঙ্ক কালিম। লেপন করিয়াছেন। স্ত্রীজাতির প্রতি মিলটনের শ্রদ্ধা বেশী ছিল না। স্তামসনের বিলাপকাহিনীতে অশ্রাদস্বরণ করা যায় না। ইহাই মিণ্টনের যথার্থ চিত্র। মিণ্টনের চিত্তের বীরত্বপূর্ণ ভাব বুকিতে হইলে, (Satan ) [ aa. J शिद् শয়তানের উক্তি স্মরণ করতে হয়। স্বগের দীক্ষাপ্রভাবে দুগ্ধফেননিভ শয্যায় কোমলাভূরণে কিংবা কীগৃহের কণ্টকশয্যায় শয়ন করিম ধর্মান ক্টৰে থাকিতে: পারে—মিণ্টন এইরূপ ভাবে তাহার কাব্য প্রকাশ করিয়াছেন s প্যারাডাইস-লষ্ট বীররসে এবং দেবামুরের যুদ্ধের ন্যান্থ নান। ঘটনায় পূর্ণ। মিণ্টন পিউরিটান (পবিত্রভাবসম্বন্ধীয় ) সমিতির প্রতিনিধি ছিলেন। সঙ্গীতশাস্ত্রও মিন্টলের মতে • মুরুচিকর ছিল না। তিনি পৌত্তলিকতার ঘোর বিরোধী ছিলেন। ঐকদেবদেবীকে এই তিনি নাম কুৎসিত চিত্র প্রদর্শন কারমাছেন। কিন্তু গ্ৰীক-সাহিত্যের রসলুব্ধ অন্ধকবি মিণ্টন, হেলেনার অন্ধকৰি ছোমরের স্থায় কাৰ্যারক্তে বাগ দেবীকে বদনা করিয়াছেন। কাব্যনিন্মাণবিষয়ে তাহার অনুগ্রহ প্ৰাথনা করিম পুৰ্ব্বকবিগণের পদাঙ্কিত পথে পদার্পণ করিয়াছেন মিল্টনের কাব্য মধ্যে যে স্থলে ভারতবর্ধের উল্লেখ আছে—সেই স্থলে মিণ্টন ভারতের মতুল ঐশ্বয্যের বর্ণনা করিয়াছেন। পারডাইসলষ্ট গ্রন্থে ইডেন উস্তান এবং আদম ও ইভের বর্ণনা অতিশয় হৃদয়গ্রাহিণী । মিল্ল৷ ( স্ত্রী) বিজয়রাজের জননী । “বিজয়ন্তাধ জননী মিল্লাখ্যা স্বামিনোহজ্জিতম্ ॥” ( রাজতর০ ৮১০৭১ ) মিব, সেৰু, ভূদি• পরশ্বৈ" অক, সেটু। লটু মিম্বতি । চতুর্দশ ভাগ সমাপ্ত ।