পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্যভারত [ x > ) মধ্যম শিরোঞ্চ, নওগাঁ, অলবক, চেয়লা, ভঙুচলম্ ও রাকপল্লী এই ৬টী তালুক বুটশ গবর্মেন্টকে ছাড়িয়া দেন। শেষোক্ত ছুইটী তালুক ১৮৭৪ খৃষ্টান্ধে মাঙ্গাজ প্রেসিডেন্সির সামাল । ছইয়াছে। অপর চারিট এখনও মধ্যপ্রদেশের অন্তর্গত আছে। ! ১৮৬১ খৃষ্টাব্দে সাগর, নাগপুর ও নৰ্ম্মদাভূভাগ লইয়া মধ্যপ্রদেশ গঠিত হয়। ১৮৬৪ খৃষ্টাব্দে নিমার জেলা ও তৎপর বর্ষে আর ও ৭০০ বর্গমাইল মধ্যপ্রদেশের অন্তর্গত হইয়াছে। শেষোক্ত ভূভাগ বিজয়রাঘবগড় নামে গণ্য ছিল, ১৮৫৭ খৃষ্টাব্দে এই রাজ্য বাজেয়াপ্ত করা হয়। শাসন –বর্তমানকালে মধ্যপ্রদেশ ভারত-গবর্মেন্টের খাস তত্ত্বাবধানে একজন চিফ কমিসনর স্বারা শাসিত হয়,তাহার সাহায্যাৰ্থ একজন সেক্রেটারী ও একজন জুনিয়ার সেক্রেটারী জাছেন। এখানকার দেওয়ানী ও ফৌজদারী আদালত সমূহ ভিন্ন ভাবে এক একজন প্রধান বিচারপতির অধীন, এই | শাসন- ; বিচারপতি “জুড়িসিয়াল কমিসনর” নামে খ্যাত । বিভাগে ৪ জন কমিসনর, ১৮ ডেপুটী কমিসমর, ১৩ আ{সষ্টাণ্ট কমিশনর, ৩৩ একৃষ্ট্র।-আসিষ্টাণ্ট কমিসনর ও ১৮টা জেলায় ৪৯ জন তহশালদার আছেন। মধ্যভক্ত (fত্র) কোন খাদ্য ভোজন করিবার মধ্যভাগে খাওয়া। মধ্যভাগ (পুং ) দেহের মধ্যদেশ, কটি ভাগ । মধ্যভাব (পুং ) ১ মধ্যাবস্থা । ২ যাহা দূরে নয়, নিকটেও নয়। মধ্যভারত, ভারতের মধ্যাংশ। এক্ষণে বুটাশ গৰমেন্টের শাসনাধীন নির্দিষ্ট কতকগুলি ভূভাগ লইয়৷ “মধ্যভারত” কল্পিত হইয় থাকে। এই বিস্তৃত ভূভাগ বড়লাটের এজেণ্টের অধীন। ইন্দোর, ভাল বা ভোপাবর, ডেপুটি ভাল, পশ্চিম মালৰ, ভূপাল, গোয়ালিয়ার, গুণ, বুন্দেলখণ্ড ও বাঘেলখও এজেন্সি লইয়। মধ্যভারত এজেন্সি গঠিত । ইহার উত্তর পূৰ্ব্বসীমায় উত্তরপশ্চিমপ্রদেশ, উত্তরপশ্চিমে রাজপুতান, । পশ্চিমে ও দক্ষিণ-পশ্চিমে থান্দেশ ও রেবাকস্তা, দক্ষিণে মধ্যপ্রদেশ এবং পুকে ছোটনাগপুরের চঙ্গবখার নামক গড়জাত। ইহার একদিকে গাঙ্গ্যপ্রদেশ ও অপরদিকে চম্বল ও চিতোর-গিরিমাল। অক্ষা ২১* ২৪ হইতে ২৬° ৪২' উঃ ও জাঘি ৭৪• হইতে ৮৩' পূঃ পৰ্য্যস্ত। ভূপরিমাণ ৭৫• • • বর্গ মাইল। লোকসংখ্যা প্রায় ৯৩ লক্ষ । এই মধ্যভারতের মধ্যে অনেকগুলি রাজ্য আছে। তন্মধ্যে ইন্দোর, দেবাস, বাগলি, ও ১৫টী ঠাকুরাত ইন্দোর এজেন্সির অধীন। ধারা, কাবুম্বা, আলী রাজপুর, জোবৎ ও ১৩টা ঠাকুরাত ভাল বা ভোপাবর এজেন্সির অধীন। পরগণা মানপুর, বল্পবাণী, ও ১•ট ঠাকুরাত ডেপুটি ভাল এজেন্সির অধীন। জাওর, রতলাম, সীতামউ, মৈলান, ভূপাল, রাজগড়, নরসিংহগড়, খিলচিপুর, কুৰ্বাই, মকসুদনগড়, মুহম্মদগড়, পথারী, বলেদি ও ১৭টা ঠাকুরাত ভূপাল এজেন্সির অধীন। গোয়ালিয়ার ও তদধান ১৫টা সর্দারের ক্ষুদ্র রাজ্য গোয়ালিয়ার এজেন্সীর ও গুণা লব এজেন্সীয় অন্তর্গত । ওড়ছা বা তেহর দতিয়া, সম্পথর, পঞ্জী, চখারি, অজয়গড়, বিজাবর, ছত্রপুর, বাওনি, আলিপুর, বিরোন্দা, জসো, কালিজর, গৌরীহর, খনির ধান ও ১৭ট ক্ষুদ্র সামন্ত রাজ্য বুন্দেলখণ্ড এজেন্সির এবং রেবা, নাগোদ, মৈহর, সোহাবল, কোতী, লিন্দপুর ও রায়গা ও বাঘেলথও-এজেন্সির অধীন। গবর্ণর জেনারলের এখানকার এজেণ্টই মধ্যভারতের সৰ্ব্বময় কর্তা । তিনি ইন্দোরে অবস্থান- কুরেন এবং দেশীয় সকল রাজা ও সামন্তবর্গকে পরামর্শ দিয়া থাকেন । তাহার মধ্যস্থতায় মধ্যভারতীয় রাজন্তবর্গের সহিত বুটশ গবর্মেন্টের करीिं] निश् िझ्य़ । মধ্যম (পুং ) মধ্যে ভব: মধ্য-ম। সপ্তস্বরের মধ্যে পঞ্চমস্বর। (অমর ) সঙ্গীতশাস্ত্র মতে চতুর্থ স্বর, ইহা ক্ৰৌঞ্চস্বর তুল্য, হহার উচ্চারণস্থান বক্ষ, ব্যাকরণ মতে অধর । ইহা বিপ্রবর্ণ, ইহার সংজ্ঞা অন্তর অর্থাৎ চতুঃস্বর মিলিত, ইহার তান চতুব্বিংশতি, এই সকল তান আবার প্রত্যেকে দ্বাত্রিংশংরূপে ভিন্ন, সমুদয়ে ৭৬৮ । এই স্বরের চিহ্ন (ম ) এই স্বর তীব্ররূপে ব্যবহৃত হয়। তাহার চিহ্ন ( ম ) মধ্যমকে স্বর ( ষড় জ) করিলে সপ্তগ্রাম নিম্নলিখিত রূপ হয় । যথা— o م 지=", 에= 해, 현=히, f=, "=에,

  • = 4, i-f গান্ধীর ও মধ্যমের মধ্যে দুইট এবং পঞ্চম ও নবমের মধ্যে চারিটী শ্রীতি আছে। গান্ধার ও মধ্যমের মধ্যস্থিত দুই টী শ্রীতির নাম ধী রৌদ্রী ও ক্রোধী এবং মধ্যম পঞ্চমের মধ্যস্থিত শ্রুতি চারিটর নাম বঞ্জিকা, প্রসারিণী, প্রীতি ও মার্জনী ।

২ মধ্যম নামে একটী রাগ আছে, উহার নামান্তর মধ্যম বা মধ্যমাদি, উহ ভৈরবরাগের স্ত্রী। (সঙ্গীত-দামো-) ৩ উপপতিভেদ। ইহার লক্ষণ—প্রিয়ার ক্রোধের সময় যিনি অনুরাগপ্রকাশ করেন না অথচ চেষ্ট দ্বারা মনোভাব জানেন, তিনি भक्षाभ । उँझोश्ब्र५ “আগ্যং যদ্যপি হাস্যবর্জিতমিদং লাগ্যেন হীনং বচোনেত্ৰে শোণসরোজকান্তিরুচিরে কপি ক্ষণং স্থীয়তে ॥”