পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঃসত্ত্ব [ ૭૦% ] অন্তঃসার কিম্বা সামান্ত রক্তস্রাব হইলে গর্ভ রক্ষা পাইতে পারে। কোন কোন চিকিৎসক বলেন যে, গর্ভপাতের পূৰ্ব্বে অল্প জর ও শীতবোধ হয়, তাহার পর শোণিত নির্গত হইতে থাকে। এই সকল উপসর্গের সঙ্গে মুচ্ছ ঘটিলে গর্ভিণীরও প্রাণরক্ষা কর। দুষ্কর হইয় উঠে । রক্তস্রাব হইলে যোনির মধ্যে অঙ্গুলি প্রবেশ করিয়া দিবে। যদি জরায়ুর মুখ প্রসারিত হইয়া থাকে, তবে গর্ভ রক্ষা করা অসম্ভব। এমন অবস্থায় শীঘ্র শীঘ্র ভ্রণ নির্গত হইয়া গেলেই মঙ্গল। কিন্তু যৎসামান্ত রক্তস্রাবের পর জরায়ুর মুখ প্রসারিত না হইলে বিঘ্ন ঘটিবার ততটা আশঙ্কা নাই। গর্ভিণীকে যত্নপূর্বক শীতল গৃহে শোয়াইয়। রাখিবে ; মলমূত্র ত্যাগ করিবার নিমিত্তও উঠিতে দিবে না। ঔষধের মধ্যে আফিমের অরষ্ট অমৃততুল্য। দুৰ্ব্বল স্ত্রীলোককে ৩। ৪ ঘণ্ট। অন্তর ১০। ১৫ বিন্দু অরিষ্ট অল্প শীতল জলের সঙ্গে সেবন করাইবে । গর্ভিণী সবল থাকিলে এক এক মাত্রায় ২০ । ৩০ বিন্দু অরিষ্ট ব্যবস্থ৷ করা যাইতে পারে। কোন কোন বিজ্ঞ চিকিৎসক ক্লোরোডাইনের বিস্তর প্রশংসা করেন । ইহা ১০ বিন্দু মাত্রায় অল্প জলের সঙ্গে ৩। ৪ ঘণ্ট অন্তর সেবন করাইলে রক্তস্রাব নিবারণ হইবার সম্ভাবন। স্ত্রীলোকদের ধাতুতে আফিম ভাল রূপ সহ হয় না। অতএব এই সকল ঔষধ সেবনের সময় মাদকতা উপস্থিত হইতেছে কি না, তাহ দেখা চাই । চক্ষু ঘোর ঘোর এবং মুখ শুকাইলে অণরও অল্প মাত্রায় অধিক বিলম্বে বিলম্বে আফিম প্রয়োগ করিবে । আফিমে আর একটা উপসর্গ ঘটিবার আশঙ্কা আছে। ইহাতে অতিশয় কোষ্টবদ্ধ হয়। কোষ্টবদ্ধ হইলে মলের উত্তেজনায় গর্ভস্রাব হইতে পারে, তজন্ত অল্প মাত্রায় এরওতৈল সেবন করাইয়। অন্ত্র পরিষ্কার রাখিবে । শীতল জলে বস্ত্র ভিজাইয়া তাহা তলপেটের উপর বাধিয়া দিলে অনেক স্থলে উপকার দশে। এই সকল প্রক্রিয়ার সঙ্গে রোগিণীকে কেবল অল্প অল্প লঘু পথ্য খাইতে দিবে। যে স্ত্রীলোকের পুনঃ পুনঃ গর্ভ নষ্ট হইয়া যায়, তেমন স্থলে একটু বিশেষ বিচক্ষণতা আবশ্যক। উপংশ রোগের সন্দেহ থাকিলে ২ গ্রেণ আইওড়িড় অব পটাশ, এবং ২• বিন্দু কড়লিবন্ত্ৰ তৈল একত্র মিশ্রিত করিয়া ভোজনাস্তে দুগ্ধের সঙ্গে সেবন করাইবে। ইহাতে সারিবাদি কষায়ও উৎকৃষ্ট ঔষধ। [ অনন্তমূল দেখ }। কিন্তু ঐ ঔষধের সঙ্গে কুঙ্কুম, গোয়াকম্ ও জঙ্গীহরীতকী দিবে না। কৃশ স্ত্রীলোকের পক্ষে, প্যারিশেজ কেমি ক্যাল ফুড় মহোপকারী। আহারান্তে অল্প জলের সঙ্গে ২০। ২৫ বিন্দু সেবন করিতে দিবে। তদ্ভিন্ন, যাহাতে শরীর সবল হয়, এমন সৎপথাও ব্যবস্থা করিবে । অন্তঃসত্বা স্ত্রীলোক কদাচ স্বামিসহবাস করিবেন ন । র্তাহারা পৃথক্ গুছে পৃথক শয্যায় শয়ন করিয়া থাকিবেন । কিন্তু তাই বলিয়া একাকিনী থাকা কৰ্ত্তব্য নছে । তাহাতে নানাপ্রকার উদ্বেগ ও দুর্ভাবনা জন্মিতে পারে । যে সকল স্ত্রীলোকের পুনঃ পুনঃ গর্ভস্রাব ঘটিয়া থাকে, গর্ভাবস্থায় তাহাদিগকে সৰ্ব্বদা প্রসন্ন রাথিবে। নানাপ্রকার আমোদ আহলাদে মন ভুলাইয়। রাখিতে পারিলে অনেক স্থলে গর্ড থাকিয়া যায়। আমাদের দেশের মুতবৎস। স্ত্রীলোকের দেবতার কবচ ধারণ করেন। ইহাতে ভ্রম থাকুক, কিন্তু দৃঢ়বিশ্বাসের জন্ত অনেক স্ত্রীলোক গর্ভাবস্থায় নিশ্চিন্ত থাকেন । তাই দুই একটী সত্তান বাচিয়া যায়। { মৃতবৎসা দেখ । অতিরিক্ত রক্তস্রাবের পর জরায়ুর মুখ প্রসারিত হইলে, ক্রণ যোনির কাছে সরির আসে। তখন উহাকে অনায়াসে অঙ্গুলি দিয়া বাহির করা যায় । কিন্তু এই সকল উপসর্গ ঘটিলে শীঘ্রই বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ লইবে । [ প্রসব দেখ ] । অন্তঃসলিলবাহিনী (স্ত্রী) অন্তর্মধ্যে সলিলেন জলেন বহুতি সাগরং প্রাপ্নোতি অন্তঃসলিল-বহ-ণিনি-ঙাপ্ত। ৩-তৎ। গঙ্গার মধ্যে অনেক স্থলে চড়া পড়িয়াছে, কাজেই গঙ্গার ভিতরে জল বহিতেছে ইহা স্বীকার করিতে হয়। স্মাৰ্ত্ত লিখিয়াছেন,— প্রবাহ মধ্যে বিচ্ছেদে তু অস্তঃসলিলবাহিনীত্বান্নদোষঃ। অন্তথা ইদানীং গঙ্গয়াং সাগরগামিনীত্বানুপপাত্তঃ । ভগীরথ খাতের মধ্যে জল না থাকিলে গঙ্গা ভিতরে ভিতরে বহিতেছেন বলিরা তাহাতে দোষ হয় না। সেরূপ স্বীকার না করিলে এক্ষণে গঙ্গার সাগরগামিনীত্বের ব্যাঘাত হইরা পড়ে। অস্তঃসলিল (স্ত্রী ) অন্তর্গতং সলিলং জলং যম্ভা: ৷ বহুব্রী। যে নদীর জল বালির মধ্যে থাকে। সরস্বতী, তাপ্তী, নির্বিন্ধ্যা, বেণব, বৈতরণী, কুমুদ্বতী, নীপ, মহাগৌরী প্রভৃতি অনেক নদী অস্তঃসলিলা । (ত্রি ) যাহার মধ্যে জল থাকে। নারিকেল তরমুজ প্রভৃতি । অন্তঃসার (ত্রি ) অস্তদেহ মধ্যে গৃহ মধ্যে বা সারে বলং স্থিরাংশে যন্ত । বহুব্রী। বলবান। ধনবা ।