পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অকালীম্‌ [Sb] অকীক --- Tow অকালজলম্বোদয় । ( পুং ), অকালে জলদানাং মেঘালাং উদয়: ৬-তং । কুজ্যটিকা। অসময়ে মেঘাড়ম্বর। বালাতপমিবাজানাম অকালজলদোদয়: রঘু ৪। ৬১। প্রাবৃঙ্গব্যতিরিক্তে কালে জলদোদয়ঃ। (মস্নিগ্নাথ )। বর্ষাকাল বিনা অর্থাৎ অসময়ে মেঘাড়ম্বর । অকালমেখোদয় ( পুং ) অকালে অসময়ে মেঘানামুদয়: প্রকাশ: ৬-তৎ। কুঙ্কট। অসমরে মেঘাড়ম্বর। অকালী, অকালপুরুষ। নছ"। পঞ্জাবাদি অঞ্চলেয় মহাবল শিখ সম্প্রদায়বিশেষ । ইহারা ঈশ্বরারাধনার সময় অকাল পুরুষকে ডাকিতে থাকে, তজ্জন্য এই শিখদের নাম অকালী হইয়াছে। পৃথিবীতে এমন দুঃসাহসী ও পরাক্রান্তজাতি অল্পই আছে। গুরুগোবিন্দ এবং মহারাজ রণজিতের সময় অকালিদের প্রতাপে পঞ্চনদপ্রদেশ কম্পিত হইয়াছিল। তাহারা বিপদকে বিপদ বলিয়া জানিত না, মৃত্যুকে ভয় করিত না। তাই দেখিয়া গুরু গোবিন্দ ইহাদের আশ্রয় গ্রহণ করেন। ঐ গুরুই অকালি সম্প্রদায়ের স্বষ্টিকৰ্ত্ত। দোষের মধ্যে তাহারা নিতান্ত মুর্থ ও ধৰ্ম্মান্ধ এবং সৰ্ব্বদাই লুঠ করিয়া বেড়াইত। অকালিদের পা ইষ্টতে মাথার কেশ পৰ্য্যন্ত অন্ত্রশস্ত্রে ভূষিত। হাতে দুইটা তোড়াদার বন্দুক, দুইখানি তলবার; মাথায় পাগড়ী ; পাগড়ীর ভিতর ফঁাশ ও লৌহচক্র ; বক্ষস্থলে কবচ ; কটিতে পিস্তল, কিরিচ এবং চক্র ও ফিঙ্গেকল, বামভাগের কটিতে বর্শ ; পুষ্ঠে ঢাল ; পদতল হইতে স্থাটুপৰ্য্যন্ত লোহাবরণে মণ্ডিত। কাণে কুণ্ডল, বাছতে ८णोश् वोक् । उांशङ्गां गर्हिीनां ििबळिह नौग रश्न পরিয়া থাকিত। ইহাদের প্রধান দেবালয় অমৃতসরে। তদ্ভিন্ন পঞ্জাবেয় অন্যান্য স্থানেও অনেক মন্দির আছে । জগতেয় মধ্যে তামাকুই ইহাদের চক্ষে অপবিত্র । মদ্য ও ' আফিম অপবিত্র নয়,—শিখজাতি এই দুষ্ট মাদকদ্রব্য সুখে সেবন করেন। রণজিৎসিংহও অকালিদের ভয় করিয়া চলিতেন । झके उिनदाङ्ग ऊिनि झेशानद्र शरङ विश्रमशरष्ठ७ रुझेब्राছিলেন। কিন্তু মহারাজের এত বিক্রম কেবল অকালিদেয় বলে। এই সম্প্রদায়ের আয়ুকূল্যে ইংরাজেরাও একবার কাবুল যুদ্ধে ভূয়ী হইয়াছিলেন। যখন শিখদের সহিত ইংরাজদিগের যুদ্ধ হয়, তখন অকালীর গোত্রাওন, মহারাজপুর, চিলীয়ানওয়াল প্রভৃতি স্থানের লড়ায়ে অসীম বীরত্ব প্রদর্শন করিয়াছিল। अकॉर्नेौम् (आंब्रवा) ‘ईकूणैौभ्' भरजब दश्रुक्लन । cम* সমূহ। মুসলমান ভূগোলবেত্তাদিগের মতে পৃথিবীর সিকিভাগ কেবল মধুষ্যের বাসোপযোগী। এই চকুধাংশকে তঁছার রূৰই মন্থন কহিয়া থাকেন, এবং ইহাকে তাহারা সপ্ত 'অকালীম্‌’ অর্থাৎ রাজ্য বা দেশে বিভাগ করিয়াছেন। ‘দহ দরবেশ দস্তু গলীমে বথুস্পন । ও দে বাদশা দর অকালীমে ন গুঞ্জল । অর্থাৎ দশজন ফকীর এক কম্বলে শয়ন করিতে পারে, কিন্তু ছুইজন বাদশার সপ্ত সাম্রাজ্যেও সম্পোষা হয় না। অকিঞ্চন (ত্রি) নাস্তি কিঞ্চনং কিঞ্চিদপি যস্য। ময়ূরব্যংস কাদি তৎপুং।। দরিদ্র। নির্ধন। যাহার কিছুই নাই। • । ময়ূরব্যংসকাদয়শ্চ। পা ২। ১। ৭২ ৷ ময়ূরবাংসকাদি কতিপয় শব্দনিপাতনে সিদ্ধ হয়। সে গুলি তৎপুরুষ সমাস। বাংসক শব্দে ধূৰ্ত্ত। ময়ুর ব্যংসক অর্থাৎ ময়ূরের ন্যায় ধূৰ্ত্ত। অন্যশব্দের সঙ্গে ঐ সকল শব্দের পুনৰ্ব্বার সমাস হয় না। যথা,-পরমময়ূরবাংসক-এ প্রকার পুনবার সমাসবিধিনিষিদ্ধ। ( পরমময়ূরব্যংসক ইতি সমাস স্তরং ন ভবতীতি জয়াদিত্যঃ । ) অকিঞ্চনত৷ ( স্ত্রী) অকিঞ্চন-তল । অকিঞ্চনসা ভাব: | দারিদ্র্য । যোগাভ্যাসে সংযত যোগীর অর্থম্পূহাশূন্যত । অকিঞ্চিজজ্ঞ (ত্রি) ন-কিঞ্চিৎ জ্ঞাক ন কিঞ্চিৎ জানা তীতি। অজ্ঞ। জ্ঞানশূন্য। অকিঞ্চিৎকর (ত্রি) কিঞ্চিং-কু-আচ। নিম্প্রয়োজন। অক ম্মণা। অকিঞ্চিৎকর সামগ্রী--সামান্যদ্রব্য। অকিবি (ত্রি) ন কিবিধ। কিম্বিযশূন্ত। পাপশূন্য। অকীক । একরূপ প্রস্তর । এ দেশে অনেক রকম পাথর অকীক নামে বিখ্যাত। তাছাদের ইংরাজি নাম কর্ণেfলMTR ( carnelian), stof (agate), sfaw ( onyx) ইত্যাদি । পালিশ করিলে পাথরগুলি দেখিতে অতি সুন্দর হয়। জলভরা মেঘের মত শু্যামল পাণ্ডুরবর্ণ, তাহাতে একটু শ্বেত, শ্বেতের সঙ্গে অল্প অল্প নীলের আভা মাখান । আবার এই সকল বর্ণের সঙ্গে কত রকম জড়িত ঝাড় লতা কাটা। এত গুণ থাকিলেও এ প্রস্তর বহুমূল্য নয়। ইহাতে ছোট ছোট বাটী, ডিপে, বোতাম, কাগজকাটা চুরী, ছুরীর বাট প্রভৃতি অনেক প্রকার দ্রব্য প্রস্তুত হয়। বঙ্গদেশের মধ্যে রাজমহলে, ছোটনাগপুরে, এবং অন্যান্য পাৰ্ব্বতীয় স্থানে ইহা পাওয়া যায় । উত্তরপশ্চিমাঞ্চলের মধ্যে বাদায়; মধ্যপ্রদেশের মধ্যে জব্বলপুরে; বোম্বাই অঞ্চলের মধ্যে রিবাকাস্বাক্ষ, রতনপুরে,