পাতা:বিশ্বকোষ প্রথম খণ্ড.djvu/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবভক্ষ [858 J অবজংলিছ নিবেশ নষ্ট করিয়া দেন । আব্বাস মির্জা । ইনি পারস্তের শী ফেত-আলীর পুত্র। ১৭৮৩ খৃঃ অব্দে তিনি জন্ম গ্রহণ করেন। র্তাহার অসাধারণ বুদ্ধি, সাহস এবং রণনৈপুণ্য ছিল। অতি অল্প বয়সেই তিনি আজার্বিজান প্রদেশের শাসনকৰ্ত্ত হইয়াছিলেন। এই খানে ইংরাজ সেনাপতিদের সঙ্গে র্তাহার প্রণয় হয়। ইংরাজের তাহাকে সৰ্ব্বদা যুদ্ধকৌশল শিখাইতেন । কাজেই শীঘ্র তিনি আপনার সৈন্তগণকে রণপণ্ডিত করিয়া তুলিলেন । ১৮১১ খৃঃ অক্সে পারস্ত ও রুষিয়ার মধ্যে বিরোধ উপস্থিত হয়। সেই বিরোধে ফরাসিসর পারস্যের সহায় ছিলেন। অব্বাস পারস্ত সৈন্তের প্রধান অধিনায়ক হইয়া যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইলেন, কিন্তু তিনি জয় লাভ করিতে পারেন নাই। ১৮১৩ খৃঃ অব্দে গুলিস্তানে সন্ধিবদ্ধ হইলে, সেই সন্ধিতে রুষের ককেসস প্রদেশ অধিকার করিয়া লইলেন এবং কম্পিয়ান সাগরের কূল পৰ্য্যন্ত র্তাহাদের আধিপত্য বিস্তীর্ণ হইরা পড়িল । ১৮২৬ খৃঃ অন্ধে রুষের সঙ্গে পারস্তের আবার বিরোধ আরম্ভ হইল। অব্বাস পুনৰ্ব্বার অপরিসীম সাহস ও বিক্রম সহকারে যুদ্ধ করিতে লাগিলেন। কিন্তু এবারও তিনি পরাস্ত হইয়াছিলেন । এবারকার সন্ধিতে আর্মিনিয়ার মধ্যে পারস্তের যে অধিকার ছিল, তাহা রুষের হস্তে সমর্পণ করিতে হইল। পূৰ্ব্ব হইতে ইংলণ্ডের সঙ্গে পারস্তের যে সংস্রব ছিল তাহ। আর থাকিল না । এখন রুষই পারস্তের সর্বময় কর্তী হইয়া উঠিলেন। ক্রমে রুষের যোগে অব্বাস পারস্তের রাজা হইলেন। তখনও তাহার পিতা ফেত আলী জীবিত ছিলেন ; কিন্তু তিনি দুৰ্ব্বল, সহায়হীন , সুতরাং কিছুই করিতে পারিলেন না। ১৮২৯ খৃঃ অন্ধে তেহারণ নগরে পারস্তের লোকে রুষ দুতকে বিনষ্ট করে। তাহাতে অববাসের মনে অতিশয় ভয়ের সঞ্চার হইল । পাছে কোন বিপদ উপস্থিত হয় সে কারণ তিনি সেন্টপিতসনগয়ে রুষ সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করিতে গেলেন। রুষ সম্রাট তাহার সৌজন্তে প্রত হইয় তাহাকে বহুমূল্য উপঢৌকন দিয়া গারস্তে প্রেরণ করেন। ১৮৩২ খৃঃ অন্ধে অব্বাসের মৃত্যু হয়। তাহার পর ১৮৩৪ খৃঃ অন্ধে ਾਂ আলী পরলোক গমন করিলে,অববাসের পুত্র মঙ্গদ মির্জা পারস্তের রাজা হইলেন। অবভক্ষ (পুং) আপো ভক্ষয়তি অপ্ত ভক্ষ-৭। উপ- স.। - সৰ্প বিশেষ । ( ত্রি ) যে কেবল জল ভক্ষণ করে। ( স্ত্রী )—অবভক্ষা । * । শীলিকামিভক্ষাচরিভ্যো ৭ঃ । বাৰ্ত্তিক, পা ৩। ২। ১। সূত্রে। কৰ্ম্মোপপদের পর শীলি, কামি, ভক্ষ, আচরি ইহাদের উত্তর ণ প্রত্যয় হয়। অবভ্র । অভ্র (ক্লী ) আপো বিভৰ্ত্তি स्रु-रु । अश्वः, एभञ्जগতেী-অচ, । মেঘ। গগন । আকাশ। মুথা। ত্রিদিব। স্বর্ণ। ধাতু বিশেষ। [ এই ধাতুর বিশেষ বিবরণ অভ্র শবে দেখ ]। অভ্র-আচ, এই প্রকারে রূপ সাধিলে বিকল্পে ভকারের দ্বিত্ব হইবে । * । অনচি চ। পা ৮। ৪ । ৪৭। অচের পরস্থিত যে যন্থ, তাহাদের বিকল্পে দ্বিত্ব হয় যদি পরে অচ, না থাকে। এখানে অকারের পর ভ আছে এবং তাহার পরে র আছে, আচু নাই ; তজ্জন্য এই সুত্রানুসারে—অভূত্ৰ-এই প্রকার রূপ হইল। পরে— * । ঝলাং জশ, বশি। পা ৮। ৪ । ৫৩। ঋশ পরে থাকিলে ঝলের স্থানে জশ হয়। এই স্বত্রানুসারে ভ স্থানে ব হইল। অভ্রং মেঘে চ গগনে ধাতুভেদে চ কাঞ্চনে। মেদিনী । অভ্রস্তু ত্রিদিবে গগনে ই স্কুদে । হেমচন্দ্র। অবত্র শব্দ আরও কয়েক প্রকারে সিদ্ধ হয়। ( ১ ) আপে। রাতীতি অপর দানে-ক অবত্র। এখানে পকার স্থানে ভকার হইয়াছে এবং পূৰ্ব্বোক্ত স্বত্র দ্বারা দ্বিত্ব হওয়ায় এই রূপ সিদ্ধ হইয়াছে। (২) ন ভ্রংশুতি অন্মাদাপো বর্ষ সময়াদন্তত্ৰেতি । নএঃ, পূৰ্ব্বাৎ-ভ্রংশ অধঃপতনেড (অস্তেম্বপি দৃপ্ততে। পা ৩। ২। ১০১ )। বর্ষাকাল ভিন্ন অন্তসময়ে যাহা হইতে জল পতিত হয় না । (৩) ন ভ্রাজতে বর্ষাস্থ মলিন বর্ণস্যাৎ । নঞ পুৰ্ব্বাৎ-ভ্ৰাতৃ দীপ্তৌ-পূৰ্ববং ড। বর্ষাকালে মলিনত৷ হেতু যাহা শোভা পায় না । এই সকল ব্যুৎপত্তি দ্বারা সৰ্ব্বত্রই মেঘকে বুঝাইতেছে। যাস্ক মেঘের ৩০ টা পৰ্য্যায় করিয়াছেন। যথা— ১—অদ্রি । ২—গ্ৰাবা । ৩-গোত্র । ৪-বল । ৫—অশ্ন। ৬–পুরুভেজা । ৭—বলিশান । ৮—অশ্ম । ৯–পৰ্ব্বত । ১০-গিরি। ১১–ব্রজ। ১২—চরু। ১৩– दब्राश् ।। २8-*षङ्ग ।। २५--cबोश्१ि । २७-६ब्रवठ । ১৭—ফলিগ। ১৮–উপর। ১৯—উপল। ২০—চমস। । २२-भहि ।। २२-श्रयं ।। २७-दलांश्क। २8-cभष । २५-ठि ।। ७१-७शन ।। २१-इबकि ।। २४-ठूज । ৩৯—অস্বর। ৩০—কোশ। বভ্রংলিহ। অভ্রংলিছ (পুং) অবত্রং লেঢ়ি শক্তি