পাতা:রাধারাণী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বজনী বলিল,“না গ্রহণ করেন আমি ইহা ৰিলাইয়া দিব।" . . . আমি। অমরনাথ বাবুকে ? - - . . . . . . . রজনী। আপনি উহাকে সবিশেষ চিনেন না ; আমি দিলেও উনি লইবেন না লইবার অন্য লোক আছে । - আমি। অমরনাথ বাবু কি বল ? অমর। আমার সঙ্গে কোন কথা হইতেছে না, আমি কি বলিব ? আমি বড় ফাপরে পড়িলাম ; রজনী যে বিষয় ছাড়িয়া দিতেছে, তাহাতে বিস্মিত আবার অমরনাথ যে বিষয় উদ্ধারের জন্য এত করিয়াছিল, যাহার লোভে রজনীকে বিবাহ করিবার জন্য উদ্যোগ করিতেছে, সে বিষয় হাতছাড়া হইতেছে, দেখিয়াও সে প্রফুল্ল কাওখানা কি ? - আমি অমরনাথকে বলিলাম যে, যদি স্থানান্তরে যাও, তবে আমি রজনীর সঙ্গে সকল কথা মুখ ফুটিয়া কই । অমরনাথ অমনি সরিয়া গেল। আমি তখন রজনীকে বলিলাম “সত্য সত্যই কি তুমি বিষয় বিলাইয়া দিবে ?” - “সত্য সত্যই। আমি গঙ্গাজল নিয়া শপথ করিয়া বলিতেছি।” আমি । আমি তোমার দান লই, তুমি যদি আমার কিছু দান লও। রজনী । অনেক লইয়াছি । 4t আমি । আরও কিছু লইতে হইবে । রজনী। একখানি প্রসাদি কাপড় দিবেন। " আমি । তা না । আমি যা দিই, তাই নিতে হইবে। রজনী ! কি দিবেন ? আমি । শচীন্দ্র বলিয়া আমার একটি পুত্র আছে । আমি তোমাকে শচীন্দ্র দান করিব । স্বামিস্বরূপ তুমি তাহাকে গ্রহণ করিবে । তুমি যদি তাহাকে গ্রহণ কর, তবেই আমি তোমার বিষয় গ্রহণ করিব। রজনী দাড়াইয়াছিল, ধীরে ধীরে বসিয়া পড়িয়া, অন্ধ নয়ন মুদিল । তার পর তাহার মুদিত নয়ন হইতে অবিরল জলধারা পড়িতে লাগিল—চক্ষের জল আর ফুরায় না। আমি বিষম বিপদে পড়িলাম। রজনী কথা কহে না—কেবল র্কাদে। আমি জিজ্ঞাসা করিলাম, “কি রজনি ! অত কঁাদ কেন ?”