পাতা:রাধারাণী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ २é রা। সে কুলের কুলবর্তী । দে। আপনিও ত তাই । রা। আমার কিছু বিষয় আছে। নিজে তাহার তত্ত্বাবধান করি । সুতরাং সকলের সমুখেই আমাকে বাহির হইতে হয়। আমি কাহারও অধীন নই। সে তাহার স্বামীর অধীন, স্বামীর অনুমতি ব্যতীত– দে স্বামী । রা। ই । আশ্চৰ্য্য হইলেন যে ? দে। বিবাহিত । র। হিন্দুর মেয়ে—উনিশ বৎসর বয়স-বিবাহিতা লঙ্কে ? দেবেন্দ্রনারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রহিলেন । রাধারাণী ৰলিলেন, “কেন, আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন ?” দে। মানুষ কি না ইচ্ছা করে ? রা। এরূপ ইচ্ছ। রাণীজি জানিতে পারিয়াছেন কি ? দে। রাণীজি কেহ ইহার ভিতর নাই। রাধাবাণী-সাক্ষাতের অনেক পুৰ্ব্বেই আমার । পত্নীবিয়োগ হইয়াছে। রাধারাণী আবার যুক্তকরে ডাকিল, “জয় জগদীশ্বর। আর ক্ষণকাল যেন আমার এমনই সাহস থাকে।” প্রকাশ্বে বলিল, “তা শুনিলেন ত, রাধারাণী পরস্ত্রী। এখনও কি তাহার দর্শন অভিলাষ করেন ?” দে । করি বৈ কি । রা। সে কথাটা কি আপনার যোগ্য ? দে। রাধারাণী আমার সন্ধান করিয়াছিল কেন, তাহা এখনও আমার জানা হয় নাই । রা। আপনি রাধারাণীকে যাহা দিয়াছিলেন, তাহা পরিশোধ করিবে বলিয়া । আপনি শোধ লইবেন কি ? দেবেন্দ্র হাসিয়া বলিলেন, “যা দিয়াছি, তাহ পাইলে লইতে পারি।” রা। কি কি দিয়াছেন ? - • দে। একখানা নোট । রা। এই নিন । - 8