পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ যখন সতীত্বের পাদপদ্মে অমন করিয়া মাথা পাতিয়া প্রণাম করিতে দেখিল, তখন নিজের সত্যকার স্থানটাও আর তাহার দৃষ্টির আগোচর রহিল না। আরও একটা জিনিস। মুম্পষ্ট বাক্যের শক্তি যে কত বৃহৎ ; আজি এ সত্যও সে প্রথম উপলব্ধি করিল। সে শিক্ষিত রমণী। স্বামীর প্রতি কায়মন-নিষ্ঠাই যে সতীত্ব এ-কথা তাহার অবিদিত ছিল না। শুধু দেহ বা শুধু মন কোনটাই যে একাকী সম্পূর্ণ নয়, ইহা সে ভাল করিয়াই জানিত । তথাপি মন যখন তাহার বিচলিত হইয়াছে, স্বামীকে ভালবাসে না, জিহবা যখন এ-কথা উচ্চরবে ঘোষণা করিতে সঙ্কোচ মানে নাই, তখনও কিন্তু কোনদিন তাহার আপনাকে ছোট বলিয়া মনে হয় নাই। কিন্তু আজ যখন স্বরেশের মুখের স্বম্পষ্ট বাণী না জানিয়া তাহার নামের সঙ্গে অসতী শঙ্কটা যোগ করিয়া দিতে চাহিল, তখনই তাহার সমস্ত অন্তরাত্মা যেন এক বুক-ফাটা বেদনার আর্ভস্বরে চীৎকার করিয়া কাদিয়া উঠিল । তাই বলিয়া মুণালের প্রতি যে তাহার শ্রদ্ধা বাড়িল, তাহা নহে ; কিন্তু এই মেয়েটির প্রসঙ্গে যে চৈতন্য আজ সে লাভ করিল, ইহা সে জীবনে কখনও বিশ্বত হইবে না, ইহা আপনার কাছে আপনি বার বার প্রতিজ্ঞ করিতে লাগিল । বাহিরে পিতার লাঠির আওয়াজ এবং পিছনে স্বরেশের পদশক সে শুনিতে পাইল । বুঝিল তাহার। মহিমকে দেখিতে চলিয়াছেন, এবং অল্পকাল পরেই পিতার কণ্ঠস্বরে তাহার আহবান শুনিয়া সে বেশ করিয়া আঁচলে চোখ-মুখ মুছিয়া দ্বার খুলিয়া ও-ঘরে গিয়া উপস্থিত হইল । কেদারবাৰু তাহার মুখের প্রতি চাহিয়া ব্যস্তভাবে বলিয়া উঠিলেন, আজ ব্যাপার কি ? দুটোর সময় স্বরুয়া দেবার কথা, চারটে বাজে যে ! ও কি, চোখ-মুখ অমন ভারি কেন ? ঘুমূচ্ছিলে না কি ? অচলা উত্তর না দিয়া দ্রুতপদে প্রস্থান করিল। রোগীকে স্বরুয়া দিবার ব্যবস্থা হইবার পরে এই কাজটা মৃণালই করিত। চাকর চড়াইয়া দিত, সে আন্দাজ করিয়া যথাসময়ে নামাইয়া লইত । সে চলিয়া গেলে এ ভারটা অচলার উপরেই পড়িয়াছিল। আজ সেকথা তাহার মনেই ছিল না। ছুটিয়া গিয়া দেখিল, আগুন বন্ধক্ষণ নিবিয়া গিয়াছে এবং সমস্ত শুকাইয়া পুড়িয়া রহিয়াছে। বহুক্ষণ সেইখানে স্তন্ধ হইয়া দাড়াইয়া থাকিয়া যখন সে ফিরিয়া আসিল, তখন কোরবাবু এ-কথা শুনিয়া অচলাকে কিছুই না বলিয়া শুধু স্বরেশকে লক্ষ্য করিয়া কঠিনভাবে বলিলেন, তখনি ত তোমাকে বলেছিলুম স্বরেশ, এখন একজন ভাল নার্স না স্বাখলে মহিমকে বাচাতে পারবে না। নিজের মেয়েকে কি আমার চেয়ে তোমরা বেশি ৰোৰো ? * - इरहण निकख्रग्न बनिद्रां बहिण । किरू बहिब cब ७ळचनं नेिश्लरच खेौब जबिज