পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१jश्प्ांश् BBD DDDD BB BBB BB BBB BGtt S DD K mm DDDDDS BB DD একেবারে অবশ অচেতনের ন্যায় কেবল নিঃশব্দে চোখ মেলিয়া চাহিয়া রহিল। বাহিরে মত্ত রাত্রি তেমনি দাপালাপি করিতে লাগিল, আকাশের বিদ্যুৎ তেমনি ংবার অন্ধকার চিরিয়া খণ্ড খণ্ড করিয়া ফেলিতে লাগিল, উচ্ছ,স্থল ঝড়-জল তেমনিভাবেই সমস্ত পৃথিবী লণ্ড-ভণ্ড করিয়া দিতে লাগিল, কিন্তু এই দুটি অভিশপ্ত নর-নারীর অন্ধ-হৃদয়তলে যে প্রলয় গৰ্জিয়া ফিরিতে লাগিল, তাহার কাছে এ-সমস্ত একেবারে তুচ্ছ অকিঞ্চিৎকর হইয়া বাহিরেই পড়িয়া রহিল। সহসা অচলা তাহার ভূ-শয্যা ছাড়িয়া তীব্রবেগে উঠিয়া দাড়াইতেই স্বরেশের যেন স্বপ্ন ছুটিয়া গেল। সে চাহিয়া দেখিল, পরের স্টেশন সন্নিকটবৰ্ত্তী হওয়ায় গাড়ির বেগ হ্রাস হইয়া আসিতেছে। অচলা কেন যে এমন করিয়া দাড়াইল, তাহা বুঝিতে বিলম্ব হইল না। প্রবল চেষ্টায় আপনাকে সংবরণ করিয়া লইয়া স্বরেশ ডান হাত বাড়াইয়া তাহাকে বাধা দিয়া বলিল, বোস । মহিম এ গাড়িতে নেই। নেই। তবে কোথায় তিনি ? বলিতে বলিতে অচলা সম্মুখের বেঞ্চের উপর ধপ, করিয়া বসিয়া পড়িল । * স্বরেশ লক্ষ্য করিয়া দেখিল তাহার মুখের উপর হইতে রক্তের শেষ চিহ্নটুকু পৰ্য্যস্ত বিলুপ্ত হইয়া গিয়াছে। বোধ করি, এতক্ষণের এত কান্নাকাটি এত মাখ+ কোট-কুটির মধ্যেও হৃদয়ে তাহার সমস্ত প্রতিকূল যুক্তির বিরুদ্ধেও একপ্রকার অব্যক্ত অন্তর্নিহিত আশা ছিল, হস্থত এ-সকল আশঙ্কা সত্য নহে, হয়ত প্রচণ্ড দুঃস্বপ্নের দুঃসহ বেদন ঘুমভাঙার সঙ্গে সঙ্গেই শুধু কেবল একটা দীর্ঘনিশ্বাসেই অবসান হইয়া গিয়া পুলকে সমস্ত চরাচর রাঙা হইয়া উঠিবে। এমন কিছু একটা অচিন্তনীয় পদার্থ হয়ত তখনও তাহার আগাগোড়া বুক খালি করিখা দিয়া বিদায় গ্রহণ করে নাই। কেন না, এই তো তখন পর্য্যস্তও তাহার সংসারে যাহা কিছু কমিনার সমস্ত বজায় ছিল ; অথচ একটা রাত্রিও পোয়াইল না, আর তাহার কিছু নাই—একেবারে কিছু নাই ! চক্ষের পলক ফেলিতে ন-ফেলিতে জীবনটা একেবারে দুর্ভাগ্যের শেষ সীমা ডিঙাইয়া বাহির হইয়া গেল ! এতবড় পরিমাণবিহীন বিপত্তিতে তাহার বাচিয়া থাকাটাই বোধ করি কোনমতে বিশ্বাস করিতে পারিতেছিল না। উভয়ে স্থির হইয়া বসিয়া রহিল। গাড়ি আসিয়া একটা অজানা স্টেশনে লাগিল এবং ভয়কাল পরে ছাড়িয়া চলিয়া গেল । মুরেশ একবার কি একটা বলিবার চেষ্টা করিয়া আবার কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া এবার উঠিয়া দাড়াইল, এবং জানালার কাচ তুলিয়া দিয়া কয়েকবার পায়চারি করিয়া সহসা অচলার সম্মুখে স্থির হইয়া দাড়াইয়া কহিল, মহিম ভাল আছে। এতক্ষণে বোধ হয় সে এলাহাবাদে পৌঁছেচে । একটুখানি খামিরা $够母