পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शृंशझांझ् কুল-বধূ নও, এতটুকুতে তোমাদের জাত যাবে না। তুমি যেখানে খুশি নেমে চলে যাও। আমি চিঠি লিখে দিচ্ছি, মহিমকে দেখিও, সে ঘরে নেবে। টাকা দিচ্ছি, তোমার বাপকে দিয়ো—তার মুখ বন্ধ হয়ে যাবে। তোমার চিস্তা কি অচলা, এ এমনি কি বেশি অপরাধ ? সে আবার পায়চারি করিতে লাগিল, একবার চাহিয়াও দেখিল না, তাহার জলন্ত শূল কোথায় কি কাজ করিল। খাবারের লোভে বন্যপণ্ড ফাদে পড়িয়া অন্ধ ক্ৰোধে ধাহা পায়, তাহাই যেমন নিষ্ঠুর দংশনে ছিড়িতে থাকে, ঠিক সেইভাবে স্বর্ণে অচলাকে একেবারে ধেন টুকরা টুকরা করিয়া ফেলিতে চাহিল। হঠাৎ মাঝখানে দাড়াইয়া পড়িয়া কহিল, এ এমন কি ভয়ানক অপরাধ ? স্বামীর ঘরে দাড়িয়ে তার মুখের উপর বলেছিলে, একজন পরপুরুষকে ভাগবাস—.গ কি ভুলে গছ ? যে লোক ঘরে আগুন দিয়ে তোমার স্বামীকে পোড়াতে চেয়েছিল বলে তোমার বিশ্বাপ, তার সঙ্গেই চলে আসতে চেয়েছিলে—এবং এলেও তাই, স্মরণ হয় ? তার ঘরে ; তার আশ্রয়ে বাস করে গোপনে কেঁদে তাকেই সঙ্গে আসতে সেধেছিলে মনে পড়ে ? তার চেয়েও কি এটা বেশি অপরাধ ? আরও কত কি প্রতিদিনের অসংখ্য খুটিনাটি। তাই আজ আমার এত সাহস । আসলে তুমি একটা গণিকা, তাই তোমাকে তুলিয়ে এনেচি। ভেবেছিলুম, প্রথমে একটুখানি চমকে উঠবে মাত্র। তার বেশি তোমার কাছে আশা করিনি। তোমাকে বার বার বলে দিচ্ছি অচলা, তুমি সতী-সাবিত্রী নও। সে তেজ, সে দর্প, তোমার সাঙ্গে না, মানায় না—সে তোমার একান্ত অনধিকারচর্চা । বলিয়া স্বরেশ রুদ্ধশ্বাসে নিজীব হইয়া থামিতেই অচলা মুখ তুলিয়া ভগ্নকণ্ঠে চীংকার করিয়া উঠিল, আপনি থামবেন না মুরেশবাবু, আরও বলুন। আমাকে দুই পায়ে মাড়িয়ে সংসারে যত কটু কথা, যত কুংলিত বিদ্রপ, যত অপমান আছে, সব করুন ; বলিয়া মেঝের উপর অকস্মাং উপুড় হইয়া পড়িয়া অবরুদ্ধ রোদনের বিদীর্ণ-স্বরে বলিতে লাগিল, এই আমি চাই, এই আমার দরকার। এই আমাদের সত্যিকার সম্বন্ধ! পৃথিবীর কাছে, ভগবানের কাছে, আপনার কাছে এই আমার একমাত্র প্রাপ্য। সুরেশ দেয়ালে ঠেস দিয়া কাঠ হইয়া চাহিয়া রহিল। অচলার মুদীর্ঘ কেশভার প্ৰস্তবিপর্য্যস্ত হইয়া মাটিতে লুটাইতে লাগিল, তাহার জলসিক্ত গাত্রবাস ধূলায় কাদায় মলিন কদৰ্য্য হইয়া উঠিল, কিন্তু সেদিকে স্বরেশ পা বাড়াইতে পারিল না। নূতন শিকারী তাহার প্রথম ভূপতিত পক্ষিণীর মৃতু্যযন্ত্রণ যেমন অবাক হইয়া চাহিয়া দেখে, তেমনি দুই মুখ চক্ষের অপলক দৃষ্টি দিয়া সে যেন কোন এক মরশাহত নারীর শেষ মুহূর্ডের সাক্ষ্য লইতে দাড়াইয়া রহিল। आशाद्र श्राष्ट्रिव्र अडि भन्म इश्८ऊ भन्मउद्र श्रेयां शैप्द्र शैत्द्र ८र्गभन्न चानिइ şeţ .