পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंब्र९-जांश्छिा-न१७वंश আহিক পরে করে ছোটমা, একবারটি বাইরে এসে হুকুম দিয়ে যাও, নইলে চুল ছেটে দেয় না, সে দাড়িয়ে আছে। * বিন্ধু কিছু আশ্চৰ্য্য হইল, তাহার চুল ছাটাইবার জন্য চিরদিন মারামারি করিতে হয়, আজ সে কেন স্বেচ্ছায় চুল ছাটিতে চাহিতেছে বুঝিতে না পারিয়া সে বাহিরে জাসিতে নাপিত কহিল, বড় শক্ত ফরমাস হয়েচে মা, নরেনবাবুর মত বার আন, ছ আনা, তিন আনা, দু আনা, এক আনা ছাটতে হবে, ও কি আমি পারব | অমূল্য বলিল, খুব পারবে । আচ্ছ দাড়াও, আমি নরেনদাকে ডেকে আনি, বলিয়া ছুটিয়া চলিয়া গেল। নরেন বাড়ি ছিল না, খানিক খোজাখুজি করিয়া ফিরিয়া আসিয়া বলিল, সে নেই, আচ্ছা নাই থাকল, ছোটমা তুমি দাড়িয়ে থেকে দেখিয়ে দাও—বেশ করে দেখো—এইখানে বার আনা, এইখানে ছ আনা, এইখানে ছু আনা আর এই ধানে খুব ছোট । তাহার ব্যগ্রতা দেখিয়া বিন্দু হাসিয়া বলিল, আমি এখন আহ্নিক করব যে রে! আহিক পরে করে, নইলে ছুঁয়ে দেব । বিন্দুকে অগত্য দাড়াইয়া থাকিতে হইল। নাপিত চুল কাটিতে লাগিল। বিন্দু চোখ টপিয়া দিল। সে সমস্ত চুল সমান করিয়া কাটিয়া দিল। অমূল্য মাথায় হাত বুলাইয়া খুশী হইয়া বলিল, এই ঠিক হয়েচে । বলিয়া লাফাইতে লাফাইতে চলিয়া গেল। - নাপিত ছাতি বগলে করিয়া বলিল, কিন্তু মা, কাল এ-বাড়ি ঢোকা আমার শক্ত হবে । * বামুনঠাকুরণ ভাত দিয়া ডাকাডাকি করিতেছিল ; বিন্দু রান্নাঘরের একধাৱে বসিয়া বাটতে দুধ সাজাইতে সাজাইতে শুনিতে পাইল, অমূল্য বাড়িময় কাকার চুল আঁচড়াইবার বুরুশ খুজিয়া ফিরিতেছে । খানিক পরেই সে কাদিয়া আসিয়া বিন্দুর পিঠের উপর ঝুঁকিয়া পড়িল—কিছু হয়নি ছোটমা ! সব খারাপ করে দিয়েচে— কাল তাকে আমি মেরে ফেলব। বিন্দু আর হাসি চাপিতে পারিল না। অমূল্য পিঠ ছাড়িয়া দিয়া রাগে কাদিতে কাদিতে বলিল, তুমি কি কানা ? চোখে দেখতে পাও না ? অন্নপূর্ণ কান্নাকাটি শুনিয়া ঘরে চুকিয়া সমস্ত শুনিয়া বলিলেন, তার আর কি, কাল ঠিক করে কেটে দিতে বলব। অমূল্য আরো রাগিয়া গিয়া বলিল, কি করে বার আনা হবে ? এখানে झ्ण करे ? অন্নপূর্ণ শাস্ত করিবার জন্ত বলিলেন, বার আন না হোক, আট আনা দশ জানা হতে পারবে ; " - Հեն,