পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরণ-সাহিত্য-সংগ্ৰহ অন্নপূর্ণ ঘরে ঢুকিয়া বলিলেন, ও কি অত সহজে ইস্কুলে যাবে, মনে করিনি। কিন্তু কি সেয়ানা দেখেচিল, বলে অালত পরেচ কেন ? গায়ে অত গয়না কেন ? কিন্তু আমি বলি নিয়ে যা—নইলে ফিরে এসে তোকে দেখতে না পেলে ভারি হাঙ্গামা করবে। বিন্দু বলিল, তুমি কি মনে কর দিদি, সে ইস্কুলে গেছে ? কক্ষনে না। কোথায় লুকিয়ে বসে আছে, দেখে, ঠিক সময়ে হাজির হবে। * ঠিক তাহাই হইল। সে লুকাইয়াছিল, বিন্ধু অন্নপূর্ণার পায়ের ধূলা লইয়া পাৰীতে উঠিবার সময় কোথা হইতে বাহির হইয়া তাহার আঁচল ধরিয়া দাড়াইল । দুই জায়ে হাসিয়া উঠিলেন। অন্নপূর্ণ বলিলেন, যাবার সময় আর মার-ধোর করিসনে, নিয়ে যা। বিষ্ণু বলিল, তা যেন গেলুম দিদি, কিন্তু কোথাও যে আমার এক পা নড়বার জো নাই, এই বড় বিপদের কথা । অন্নপূর্ণ বলিলেন, যেমন করেচিস, তেমনি হবে । অমূল্য, থাক না তুই দু'দিন আমার কাছে । অমূল্য মাথা নাড়িয়া বলিল, না না, তোমার কাছে থাকতে পারব না। বলিয়া স পাষ্টীতে গিয়া বসিল । Ro۹ . . . مستم