পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য- १ि ँ গৈ কি কথা । কি করব বল ? ওরা না দিলে ত আমি জোর করে ওদের বাড়িতে মেয়ে ফেলে দিয়ে আসতে পারিনে । দেবে না কেন ? এক গায়ে হয়—ওদের মত নয় । গৃহিণী কপালে করাঘাত করিয়া বলিলেন, আমার কপালের দোষ । পরদিন তিনি পুনরায় স্বরেশের জননীর নিকট আসিয়া বলিলেন, বিয়ে দে ! আমার ত ইচ্ছা আছে, কিন্তু ছেলের মত হয় কৈ ? আমি লুকিয়ে স্বরেশকে আরো পাচ হাজার টাকা দেব। টাকার লোভ বড় লোভ । সুরেশের জননী এ কথা স্বরেশের পিতাকে জানাইলেন । কৰ্ত্ত স্বরেশকে ডাকিয়া বলিলেন, সুরেশ, তোমাকে এ বিবাহ করতেই হবে। কেন ? কেন আবার কি ? এ বিবাহে তোমার গর্ভধারিণীর মত, আমারও মত ; সঙ্গে সঙ্গে একটু কারণও হয়ে পড়েচে । স্বরেশ নতমুখে বলিল, এখন পড়াশুনার সময়—পরীক্ষার ক্ষতি হবে । তা আমি জানি বাপু, পড়াশুনার ক্ষতি করে তোমাকে বলচি না। পরীক্ষা শেষ হলে বিবাহ ক’রে । যে আজ্ঞে ! অনুর জননীর আনন্দের সীমা নাই । এ-কথা তিনি কৰ্ত্তকে বলিলেন । দাস-দাসী সকলকেই মনের আনন্দে এ-কথা জানাইয়া দিলেন । বড়বে অনুপমাকে ডাকিয়া বলিল, ওলো ! বর যে ধরা দিয়েচে । অল্প সলজে ঈষৎ হাসিয়া বলিল, তা আমি জানতাম । কেমন করে জানলি ? চিঠিপত্র চলত নাকি ? প্রেম অন্তর্যামী ! আমাদের চিঠিপত্র অস্তরে চলত। ধষ্ঠি মেয়ে তুই! অনুপম চলিয়া যাইলে বড়বন্ধুঠাকুরাণী মৃদ্ধ মৃদু বলিল, পাকামি শুনলে গা জালা করে । আমি তিন ছেলের মা—উনি আজ আমাকে প্রেম শেখাতে এলেন । \\ e