পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ মনে ছিল না ! বেশ! বলিয়া কেদারবাবু নিকটস্থ চৌকিটার উপর নিশ্চেষ্টভাবে বসিয়া পড়িলেন । মেয়ের চাপা কণ্ঠস্বরে তার মনের মধ্যে একবার একটা খটকা বাজিল বটে, কিন্তু সন্ধ্যার আঁধারে মুখের চেহারাটা দেখিতে না পাইয়া সেটা স্থায়ী হইতে পারিল না। বলিলেন, এ বুড়ে বয়সে যা নিজে না করব, যেদিকে না চাইব, তাতেই একটা-না-একটা গলদ থেকে যাবে—তাই হবে না। যাই বেয়ারাটাকে দিয়ে এখখুনি একটা চিঠি পাঠিয়ে দিষ্ট গে । রেশের বাড়ির ঠিকনাটা কি ? বলিয়া উঠিতে উদ্যত হইলেন। আমি ত জানিনে বাবা ! ত{ও জন না ? বল কি ? বলিয়া বৃদ্ধ চেয়ারের উপর পুনরায় হেলান দিয়া পড়িলেন । কিন্তু তৎক্ষণাৎ আলর উঠিয়া বসিয়। রুক্ষভাবে বলিতে লাগিলেন, তোমার নিজের হাত-পা যদি নিজেই কেটে ফেলতে চাও, ত কটো গে মা, আমার ঠেকাবার দরকার নেই । ভাল, এটা ত একবার ভাবতে হয়, যে এক কথায় এতগুলো টাকা দিতে চায়, সে লেকটা কি দরের ? তয় বাড়ির ঠিকনাটাও কি জিজ্ঞাসা করে রাখতে নেই ? তুমি যত বড় হ’চ্চ, ততই যেন কি রকম হয়ে যাচ্ছ অচল । বলিয়। দীর্ঘশ্বাস সে{চন করিলেন । BBBBBBBB BBB BBS KKB B BBBB BBB g gBBB BB BB BBB আত্মরক্ষার চেষ্টা করিতেন, সে সমস্তই অচল। দেখিতে পষ্টত । এ-সকল তাহার BBBB BBBS BB BBBB BB BBg S gggg BB BBS BBBBS BBB BBBB বিরক্তির প্রতিবাদ করিল না । কিন্তু সে যে মনে মনে অতিশয় লজ্জিত এবং অনুতপ্ত হইয়াছে, কেদারবাবু ইহাই নিশ্চিত অনুমান করিয়া প্রীত হইলেন । BBB BBS BBB BB BB S BB BBB BBBBBB BB BBB লাগিলেন, মহিমের সম্বন্ধে কোন খোজ কোনদিনই তুমি নিলে না । আচ্ছ, সে না হয় ভালই হয়েচে । ভগবান যা করেন, মঙ্গলের জন্যই করেন । কিন্তু সুরেশের সম্বন্ধে ত এ-সব খাটতে পারে না । দেখলে না—ঈশ্বর স্বয়ং যেন হাত ধরে এ কে দিয়ে গেলেন । অচল মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, সুরেশবাবুর কাছ থেকে কি তুমি টাকা ধার নেবে বাবা ? কেদারবাবুর ভগবদ্ভক্তি হঠাৎ বধ পাইয়া বিচলিত হইয়া উঠিল । মেয়ের দিকে চাহিয়া বলিলেন, হা—না, ঠিক ধার নয় ; কি জান মা, স্বত্বেশ না-কি বড় ভাল ছেলে—একালে আমন একটি সং ছেলে লক্ষ্যর মধ্যে একটি মেলে । তার মনের ইচ্ছে যে, বাড়িটা ধারের জন্য না নষ্ট হয় । থাকলে তোমাদেরই থাকবে—আমি আর কতদিন—বুঝলে না মা ? وجورجيا