পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ& ওলে সেজদি ! অচলা পাশের ঘর হইতে ব্যস্ত হইয়া এ-ঘরে আসিয়া পড়িল । মৃণালের কোমরে আঁচল জড়ানো—সে একটা ছোট দেরাজ একলাই টানা-টানি করিয়া সোজা করিয়া রাখিতেছিল। অচলা ঘরে ঢুকিতেই, সে মহা স্বাগতভাবে চেচাইয়া উঠিল, ওরে মুখপোড়া মেয়ে, তুমি নবাবের মত হাত-পা গুটিয়ে বসে থাকবে, আর আমি তোমার শোবার ঘর গুছিয়ে দেব? নাও বলছি ওই বাঁটাটা তুলে—ঐ কোণটা পরিষ্কার করে ফেল। বলিয়া হাসি আর চাপিতে না পারিয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিল। চেঁচামেচি শুনিয়া হরির মাও পিছনে পিছনে আসিয়াছিল, সে কহিল, তোমার এক কথা দিদি । বাড়িতে কত গণ্ডা দাসদাসী—দিদিমণির কি কোনদিন বাটা হাতে করা অভ্যাস আছে না কি, যে, আজ পাড়াগায়ের মেয়েদের মত ঘর ঝাট দিতে যাবে ? আমি দিচ্চি, বলিয়া আঁটাটা তুলিতে যাইতেছিল,—মৃণাল কৃত্রিম ক্রোধের স্বরে তাহাকে ধমক দিয়া কহিল, তুই থাম মাগী । দিদিমণিকে আমার চেয়ে তুই বেশি চিনিস নাকি যে, সালিসি করতে এসেচিস্ ? বলিয়া অচলার হাতের মধ্যে বীটা গুজিয়া দিয়া হরির মাকে হাসিয়া বলিল, ওরে, তোর দিদিমণি ইচ্ছে করলে যে কাজ করতে পারে, তা তোর সাতগণ্ডা পাড়াগোঁয়ের মেয়েতে পারে না । অচলাকে কহিল, নাও ত সেজদি, ঐ কোণটা চট করে ঝেড়ে ফেল ত । অচলা বীট দিতে প্রবৃত্ত হইয়া কহিল, মৃণালদিদি, তুমি যাদুবিস্তে জানো, না ? মৃণাল কহিল, কেন বল দেখি ? অচলা বলিল, তা নইলে এই বাড়ি পরিষ্কার করবার জন্য বীটা হাতে নিয়েছি, এ ভোজবিদ্যে নয় ত কি ? মৃণাল কহিল, তুমি নেবে না ত কে নেবে গো ? তোমার বাড়ি ঝাঁট পাট দেবার জন্যে কি ওপাড়া থেকে পদির মাসি আসবে না কি ? নাও, কথা কয়ে সময় নষ্ট করতে হবে না, সন্ধ্যা হয় । অচলা কাজ করিতে করিতে হাসিয়া কহিল, নিজেও এক দণ্ড বসে না, আমাকেও খাটিয়ে খাটিয়ে মারলে, সত্যি বলচি মৃণালদিদি, এই পাঁচ-ছ'দিন যে খাটান আমাকে খাটিয়েচ, চা-বাগানের কর্তারাও বোধকরি তাদের কুলিদের এত করে খাটায় না। মৃণাল কাছে আসিয়া তাহার চিবুকের উপর জাঙ্গুলের একটা ঘ দিয়া বলিল, ግ¢