গীতালি/৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
Bellayet (আলোচনা | অবদান)
+
Bellayet (আলোচনা | অবদান)
(কোনও পার্থক্য নেই)

০৮:০৯, ১০ নভেম্বর ২০১০ তারিখে সংশোধিত সংস্করণ

টেমপ্লেট:BnHeader

সুখে আমায় রাখবে কেন
রাখো তোমার কোলে;
         যাক-না গো সুখ জ্বলে।
               যাক-না পায়ের তলার মাটি,
   তুমি তখন ধরবে আঁটি,
   তুলে নিয়ে দুলাবে ওই
               বাহু-দোলার দোলে।
যেখানে ঘর বাঁধব আমি
      আসে আসুক বান--
তুমি যদি ভাসাও মোরে
      চাই নে পরিত্রাণ।
              হার মেনেছি, মিটেছে ভয়,
              তোমার জয় তো আমারি জয়,
              ধরা দেব, তোমায় আমি
                     ধরব যে তাই হলে।

শান্তিনিকেতন, ৭ ভাদ্র, ১৩২১