পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/২৫১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
TarunnoBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
 
আফতাব বট (আলোচনা | অবদান)
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
 
(কোনও পার্থক্য নেই)

২১:৫১, ১০ জুলাই ২০১৮ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भांबणांब्र शत्र এই বয়সেই ক্রোধ এবং ভাষাটা তাহার বাপকেও ডিজাইৱা গিয়াছিল। সে গ্রামের মাইনর স্কুলে পড়ে। আজকাল মর্নিং-ইস্কুল, বেলা সাড়ে দশটায় ইস্থলের ছুটি হইয়াছে। গয়ারামের যখন এক বৎসর বয়স তখন তার জননীৰ মৃত্যু হয়। তাহার পিতা איר পুনরায় বিবাহ করিয়া নূতন বধূ ঘরে জানিল বটে, কিন্তু এই ম-মর ছেলেটিকে • মানুষ করিবার দায় জ্যাঠাইমার উপরেই পড়িল এবং এতকাল দুই ভাই পৃথক নী হওয়া পর্য্যন্ত এ-ভার তিনিই বহন করিয়া জাসিতেছিলেন। বিমাতার সহিত তাহার কোনদিনই বিশেষ কোনও সম্বন্ধ ছিল না—এমন কি, তাহার নূতন বাড়িতে উঠিৱ। যাওয়ার পরেও গয়ারাম যেখানে যেদিন সুবিধা পাইত আহার করিয়া লইত । আজ সে ইস্কুলের পর বাড়ি চুকিয়া বিমাতার মুখ এবং আহারের বন্দোবস্ত দেখিয় প্ৰজলিত হুতাশনবং এ-বাড়িতে আসিতেছিল। জ্যাঠাইমার মুখ দেখিয়া তাহার সেই আগুনে জল পড়িল না, কেরোসিন পড়িল । সে কিছুমাত্র ভূমিকা না করিয়া কহিল, ভাত দে জ্যাঠাইমা ! & জ্যাঠাইমা কথা কহিলেন না, যেমন বসিয়াছিলেন তেমনি বসিয়া রহিলেন । ক্ষুদ্ধ গয়ারাম মাটিতে একটা পা ঠুকিয়া বলিল, ভাত দিবি, না দিবিনে, তা বল! গঙ্গামণি সক্রোধে মুখ তুলিয়া তর্জন করিয়া কহিলেন, তোর জন্তে ভাত রোধে ৰসে আছি—তাই দেব ! বলি তোর, সংমা অাবাগী ভাত দিতে পারলে না যে এখানে এসেছিল হাঙ্গামা করতে ? গয়ারাম চেঁচাইর বলিল, সে আবাণীর কথা জানিনে। তুই দিবি কি না বল ? না দিবি ত চললুম আমি তোর হাড়ি-কুঁড়ি ভেঙে দিতে। বলিয়া সে গোলার নীচে চ্যালকাঠের গাদ হইতে একটা কাঠ তুলিয়া সবেগে রন্ধনশালার অভিমুখে চলিল । জ্যাঠাইম সভরে চীংকার করিয়া উঠিলেন, গয়া ! হারামজাদ দস্তি ! বাড়াবাড়ি করিসনে বলচি ! ছ'দিন হয়নি আমি নতুন ধাড়ি-কুঁড়ি কেড়েচি, একটা-কিছু ভাঙলে তোর জ্যাঠাকে দিয়ে তোর একখানা পা যদি না ভাঙাই ত তখন বলিস ই . গৱারাম রান্নাঘরের শিকলটায় হাত দিয়াছিল, হঠাৎ একটা স্তন কথা মনে পড়ায় সে অপেক্ষাকৃত শাস্তভাবে ফিরিয়া আসিয়া বলিল, আচ্ছা ভাত না দিল না দিবি । আমি চাইলে । নদীর ধারে বটতলায় বামুনদের মেয়ের সব ধামা ধাম চি ড়েমুড়কি নিয়ে পূজো করচে, যে চাইচে দিচ্ছেদেখে এলুম। আমি চললুম তেনাদের কাছে। গঙ্গামণির তৎক্ষণাং মনে পড়িয়া গেল, আজ অরণ্যষষ্ঠী, এবং একমুহূর্তেই তাহার মেজাজ কড়ি হইতে কোমলে নামিয়া আসিল । তথাপি মুখের জোর রাখিস্থ কছিলেন। তাই যা না। কেমন খেতে পাস দেখি ? "१ 总娜》 الإجاسسسه ه لا