পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/২৫৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
TarunnoBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
 
আফতাব বট (আলোচনা | অবদান)
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
 
(কোনও পার্থক্য নেই)

২১:৫১, ১০ জুলাই ২০১৮ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মামলার ফল খাবার কথায় গঙ্গামণির শাস্ত ক্ৰোধ মুহূর্বে প্রজ্জ্বলিত হইয়া উঠিল। তিনি তাহাৰ মুখের প্রতি না চাহিয়াই সক্রোধে বলিয়া উঠলেন, বেহাৱা ! পোড়ারমুখো! আবার আমার কাছে এসের্চিস ক্ষিণে বলে । দূৰ হ এখান থেকে। গয়া কহিল, দূর হব তোর কথায় ? জ্যাঠাইমা ধমক দিয়া কহিলেন, হারামজাদ, নচ্ছার! আমি জাবার দেব খেতে । গয়া বলিল, তুই দিবিনি ত কে দেবে ? কেন তুই ইদুরের দোষ দিয়ে মিছে কথা বললি ? কেন ভাল করে বললিনি, বাবা, এই দিয়ে খা, আজ আর কিছু নেই। তা হলে ত আমার রাগ হয় না । দে না খেতে শীগগির রাক্ষুসী, আমার পেট যে জলে গেল ! জ্যাঠাইমা ক্ষণকাল মৌন থাকিয়া মনে মনে একটু নরম হইয়া বলিলেন, পেট জলে থাকে তোর সংমার কাছে যা । বিমাতার নামে গয়া চক্ষের পলকে আগুন হইয়া উঠিল। . বলিল, সে আবাণীর না-কি আমি আর মুখ দেখব ? শুধু ঘরে আমার ছিপটা আনতে গেছি বলে, দূর | দূৰ । এইবার জেলের ভাত খে গে যা। আমি বললুম, তোদের ভাত আমি খেতে আসিনি —মামি জ্যাঠাইমার কাছে যাচ্ছি। পোড়ারমূখী কম শয়তান ! ঐ গিয়ে লাগিয়েচে বলেই ত বাব৷ তোর হাত থেকে বঁাশ-পা ৩ কেড়ে নিয়েচে । বলিয়া সে সজোরে মাটিতে একটা পা ঠুকিয়া কহিল, তুই রাক্ষুদী নিজে পাতা আনতে গিয়ে অপমান হলি ? কেন আমায়ু বললিনি ? ঐ বঁাশঝাড় সমস্ত আমি যদি না আগুন দিয়ে পোড়াই ত আমার নাম গয়া নয়, তা দেখিল ! আবাণী আমাকে বললে কি জানিস জ্যাঠাইমা ? বললে, তোর জ্যাঠাইম থানায় খবর পাঠিয়েচে, দারোগ এসে বেঁধে নিয়ে তোকে জেল দেবে। গুনলি কথা হতভাগীর ? গঙ্গামণি কহিলেন, তোর জ্যাঠামশাই পাচুকে সঙ্গে নিয়ে গেছেই ত থানায়। জুই আমার গায়ে হাত তুলিস্—এতবড় তোর স্পৰ্দ্ধা ! পাচুমামাকে গয়া একেবারে দেখিতে পারিত না। সে আবার যোগ দিয়াছে শুনিয়া জলিয়া উঠিয়া বলিল, কেন তুই রাগের সময় জামায় আটকাতে গেলি ? গঙ্গামণি বলিলেন, তাই আমাকে মারবি ? এখন যা, ফাটকে বাধা থাক গে বা । शश्च वृकाकूई cमथाश्व बणिण, श्ः-छूई आयाप्क शप्लेक मिपि ? न न, नित्य একবার মজা দেখ না। আপনি কেঁদে কেঁদে মরে যাবি-জামার কি হবে । গঙ্গামণি কহিলেন, আমার বয়ে গেছে কাদতে। যাঁ, আমার স্বমুখ থেকে ধ বলচি, শহুৰ বালাই কোথাকার । ❖ $ ዊ