পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/১৫৬: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
TarunnoBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
 
আফতাব বট (আলোচনা | অবদান)
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
 
(কোনও পার্থক্য নেই)

২২:১০, ১০ জুলাই ২০১৮ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंग्न६-नांश्छिा-नर6यंझ কিন্তু অচলার তরফ হইতে যান্ত্রেীর উদ্যোগ পুরা মাত্রীয় চলিতে লাগিল। সেদিন স্থপুরবেলা সে এ-বাটতে আসিয়া তাহার জিনিসপত্র গুছাইতেছিল, কেদারবাৰু স্বারের বাহিরে দাড়াইয়া কিছুক্ষণ নিঃশন্ধে নিরীক্ষণ করিয়া কছিলেন, তোমার না গেলেই কি নয় মা ? অচলা চমকিয়া মৃখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কেন বাবা ? স্বাস্থ্য ও চিকিৎসার দিক দিয়া তাহার সঙ্গে থাকাটা যে ঠিক সঙ্গত নয়, পিতা হইয়া কন্যাকে এ-কথা জানাইতে কেদারবাবু লজ্জা বোধ করিলেন। তাই তিনি মহিমের বর্তমান আর্থিক অবস্থার ইঙ্গিত করিয়া কহিলেন, বেশিদিন ত নয়। তা ছাড়া, জগদীশের ওখানে তার কোন অস্ববিধেই হ’তো না। এই অল্পকালের জন্তে বেশি কতকগুলো খরচপত্র করে। আসল কথাটা অচলা বুঝিল না। সে পিতার মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া প্রশ্ন করিল, তিনি বলছিলেন বুঝি ? না না, মহিম কিছু বলেননি, শুধু আমি ভাবছি— তুমি কিছু ভেবো না বাবা, সে সমস্ত ঠিক করে নেবো, বলিয়া অচলা পুনরায় তাহার কাজের মধ্যে মনোনিবেশ করিল এবং পরদিনই লুকাইয় তাহার খানা গহনা বিক্ৰী করিয়া নগদ টাকা সংগ্ৰহ করিয়া রাখিল । ফাঙ্কনের মাঝামাঝি যাত্রার সঙ্কল্প ছিল, কিন্তু স্বরেশের পিসিমা পুরোহিত ডাকাইয়া পাজি দেখাইয়া মাসের প্রথম সপ্তাহেই দিন স্থির করিয়া দিলেন। সেই মতই সকলকে মানিয়া লইতে হইল । যাইবার দিন-দুই পূৰ্ব্ব হইতেই অচলার সারা প্রাণটা যেন হাওয়ায় ভাসিয়া বেড়াইতে লাগিল । এই কলিকাতা ত্যাগ করিয়া কিছুদিনের নিমিত্ত স্বামীগৃহবাস ব্যতীত তাহাকে জীবনে কখনো অন্যত্র যাইতে হয় নাই, আজিও সে পশ্চিমের মুখ দেখে নাই। সেখানে কতো প্রাচীন কীৰ্ত্তি, কত বন-জঙ্গল, পাহাড়-পৰ্ব্বত, কত নদ নদী, জলপ্রপাত, এমন কত কি আছে যাহার গল্প লোকের মুখে শুনা ভিন্ন নিজে দেখিবার কল্পনা কোনদিন তাহার মনে স্থান পায় নাই। এইবার সেই সকল আশ্চর্য্য সে স্বচক্ষে দেখিতে চলিয়াছে। তাহা ছাড়া সেখানে তাহার স্বামী ভগ্নদেহ ফিরিয়া পাইবে, একাকী সে-ই সেখানে ঘরণী, গৃহিণী, সৰ্ব্বকার্ধ্যে স্বামীর সাহায্যকারিণী । সেখানে জল-বায়ু স্বাস্থ্যকর, সেখানে জীবন-যাত্রার পথ সহজ ও স্বগম, তিনি ভাল হইলে হয়ত একদিন তাহারা সেইখানেই তাদের ঘর-সংসার পাতিয়া বসিবে এবং অচির-ভবিষ্যতে যে-সকল অপরিচিত অতিথিরা একে একে জাসিয়া তাহদের গৃহস্থালী পরিপূর্ণ করিয়া তুলিবে, তাদের কচি মুখগুলি নিতান্ত পরিচিতের মতই সে যেন চোখের উপর স্পষ্ট দেখিতে লাগিল। এমনি কত কি y Swr