পাতা:শেষ প্রশ্ন.djvu/১৫৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
NasirkhanBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
 
আফতাব বট (আলোচনা | অবদান)
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
 
(কোনও পার্থক্য নেই)

২৩:১৮, ১০ জুলাই ২০১৮ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Q○ শেষ প্রশ্ন কাটাবো। আমি বোল্লাম, বেশ তাই করো। তার পরে দিন পোনর নাওয়া-খাওয়ার সময় নেই, চোখের ঘুম কোথায় গেল তার ঠিকানা নেই,—এমূনি পড়াই পড়লে যে সে এক আশ্চৰ্য্য ব্যাপার। সবাই বললে এ না হলে কি আর কেউ প্রত্যেক বিষয়ে প্রথম হতে পারে । হরেন এ সব কিছুই জানিতনা, রুদ্ধনিশ্বাসে কহিল, তার পরে ? সতীশ কহিল, তার পরে যা আরম্ভ করলে সেও এমনি অদ্ভূত। বই আর ছলেনা। কোথায় রইল তার খাতা পেন্সিল, কোথায় রইল তার নোটু-বুক,—কোথায় যায়, কোথায় থাকে পাত্তাই পাওয়া যায়না । যখন ফিরে আসে তার চেহারা দেখলে ভয় হয়। যেন এতদিন ওর স্নানাহার পর্য্যন্ত ছিলনা ! তার পরে ? তার পরে একদিন পুলিশের দলবল এসে সকাল থেকে বাড়াময় যেন দক্ষ-যজ্ঞ সুরু করলে । এটা ফেলে, সেটা ছড়ায়, ওটা খোলে, একে ধৰ্ম্মকায়, তাকে আটকায়,—সে বস্তু চোখে না দেখলে অনুধাবন করবার যো নেই। বাসার সবাই কেরানি, ভয়ে দু’জনের সর্দি-গৰ্ম্মী হয়ে গেল,—সবাই ভাবলাম আর রক্ষে নেই, পুলিশের লোকে আজ আমাদের সবাইকে ধরে বোধ হয় ফাসি দেবে। • তার পরে ? তার পরে বিকেল নাগাদ রাজেনকে আর রাজেনের বন্ধু বলে আমাকে ধরে নিয়ে তার বিদায় হেল। আমাকে দিলে দিন চারেক পরেই ছেড়ে, কিন্তু তার উদ্দেশ আর পাওয়া গেলনা। ছাড়বার সময় সাহেব দয়া কোরে বার বার স্মরণ করিয়ে দিলেন যে, ওয়ান ষ্টেপ। ওনলি ওয়ান ষ্টেপ! তোমার বাসার ঘর আর এই জেলের ঘরের মধ্যে