পাতা:চন্দ্রশেখর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৬: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট গুগল ওসিআর থেকে প্রাপ্ত লেখা যোগ করছে
 
আফতাব বট (আলোচনা | অবদান)
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
 
(কোনও পার্থক্য নেই)

১৬:৪৭, ১১ জুলাই ২০১৮ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯২ চন্দ্রশেখর । معناسی ۹ শৈবলিনী অতি লঘুম্বরে, কানে কানে বলিল, “হাত ধোও— एमांभि कि ੋੜ কাঙ্গাল ?” - প্রতাপ হাত ধুইল। সেই সময়ে শৈবলিনী কানে কানে বলিল, “এখন পলাও । বাক ফিরিয়া যে ছিঃ আছে, সে তোমার छकुछ (* g প্রতাপ সেইরূপ স্বরে বলিল, “আগে তুমি যাও। নচেৎ তুমি বিপদে পড়িবে।” q শৈ। এই বেল পলাও । হাতকড়ি দিলে আর পলাইতে পারিবে না। এই বেল জলে 'বীপ দাও । বিলম্ব করিও না। একদিন আমার বুদ্ধিতে চল । আমি পাগল জলে ঝাপ দিয়া পড়িৰ । তুমি আমাকে বাচাইবার জন্ত জলে ঝাপ দাও। : এই বলিয়া শৈবলিনী উচ্চৈর্যন্ত করিয়া উঠিল। হাসিতে হাসিতে বলিল, “আমি ভাত খাইব না।” তখনই আবার ক্রনন করিতে করিভে বাহির হইয়া বলিল, “আমাকে মুসলমানের ভাত খাওয়াইয়াছে—আমার জাত গেল—ম গঙ্গা ধরিও ।” এই বলিয়া শৈবলিনী গঙ্গার স্রোতে ঝাপ দিয়া পড়িল । “ਿ হইল ? কি হইল ?” বলিয়া প্রতাপ চীৎকার করিতে করিতে নৌকা হইতে বাহির হইল। সান্ত্রী সম্মুখে দাড়াইয়৷ নিষেধ করিতে ধাইতেছিল। “হারম্জিাদা ! স্ত্রীলোক ডুবিয়া মরে, তুমি দাড়াই দেখিতেছ?” এই নশিয়া প্রতাপ সিপাই কে এক পদাঘাত করিলেন। সেই এক পদাঘাতে সিপাহী