পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
আফতাব বট (আলোচনা | অবদান)
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়নি
+
মুদ্রণ সংশোধন করা হয়েছে
শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{rh||প্রথম সৰ্গ ।|৩}}
{{block center/s}}
{{block center/s}}
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
<poem>
প্রথম সৰ্গ ।
হরষের হাসি অধরে ধরেন,
হরষের হাসি অধরে ধরেনা,
{{gap}}কিছু যদি আছে লাজ!
কিছু যদি আছে লাজ ! মুরলা —আহা সথি, বড় তারা ভালবাসে দুইজনে । চপলt —হঁ্যা সখি, এমন আর দেখিনিত বর-কোনে ?
{{overfloat left|depth=5em|মুরলা।—আহা সখি, বড় তারা ভালবাসে দুইজনে!}}
জানিস্ত সখি, ললিতার মত
{{overfloat left|depth=5em|চপলা।—হ্যাঁ সখি, এমন আর দেখিনিত বর-কোনে!}}
অমন লাজুক মেয়ে, আনিলের সাথে দেখা করিবারে
জানিস্‌ত সখি, ললিতার মত
{{gap}}অমন লাজুক মেয়ে,
অনিলের সাথে দেখা করিবারে
প্রতি দিন যায় বিপাশার ধারে,
প্রতি দিন যায় বিপাশার ধারে,
সরমের মাথা খেয়ে ! কবরীতে বাধি কুসুমের মালা,
{{gap}}সরমের মাথা খেয়ে!
কবরীতে বাঁধি কুসুমের মালা,
নয়নে কাজল রেখা ; চুপি চুপি যায়, ফিরে ফিরে চায়,
{{gap}}নয়নে কাজল রেখা;
চুপি চুপি যায়, ফিরে ফিরে চায়,
বন-পথ দিয়ে এক ! - দূর হোতে দেখি অনিলে, অমনি সরমে চরণ সরে না যেন ! ফিরিবে ফিরিৰে মনে মনে করি
{{gap}}বন-পথ দিয়ে একা!
দূর হোতে দেখি অনিলে, অমনি
{{gap}}সরমে চরণ সরে না যেন!
ফিরিবে ফিরিবে মনে মনে করি
চরণ ফিরিতে পারেনা ষেন ! অনিল অমনি দূর হোতে আসি ধরি তার হাত খানি, কহে যে কত কি হৃদয়-গলানে।
{{gap}}চরণ ফিরিতে পারেনা যেন!
অনিল অমনি দূর হোতে আসি
{{gap}}ধরি তার হাত খানি,
কহে যে কত কি হৃদয়-গলানো
সোহাগে মাখানে বাণী আমি ছিনু সখি লুকিয়ে তখন
{{gap}}সোহাগে মাখানো বাণী
আমি ছিনু সখি লুকিয়ে তখন
গাছের আড়ালে আসি, লুকিয়ে লুকিয়ে দেখিতেছিলেম
{{gap}}গাছের আড়ালে আসি,
লুকিয়ে লুকিয়ে দেখিতেছিলেম
</poem>
পাদটীকা (অন্তর্ভুক্ত হবে না):পাদটীকা (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{block center/e}}
{{block center/e}}

০২:২০, ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সৰ্গ ।

হরষের হাসি অধরে ধরেনা,
 কিছু যদি আছে লাজ!
মুরলা।—আহা সখি, বড় তারা ভালবাসে দুইজনে! 
চপলা।—হ্যাঁ সখি, এমন আর দেখিনিত বর-কোনে! 
জানিস্‌ত সখি, ললিতার মত
 অমন লাজুক মেয়ে,
অনিলের সাথে দেখা করিবারে
প্রতি দিন যায় বিপাশার ধারে,
 সরমের মাথা খেয়ে!
কবরীতে বাঁধি কুসুমের মালা,
 নয়নে কাজল রেখা;
চুপি চুপি যায়, ফিরে ফিরে চায়,
 বন-পথ দিয়ে একা!
দূর হোতে দেখি অনিলে, অমনি
 সরমে চরণ সরে না যেন!
ফিরিবে ফিরিবে মনে মনে করি
 চরণ ফিরিতে পারেনা যেন!
অনিল অমনি দূর হোতে আসি
 ধরি তার হাত খানি,
কহে যে কত কি হৃদয়-গলানো
 সোহাগে মাখানো বাণী
আমি ছিনু সখি লুকিয়ে তখন
 গাছের আড়ালে আসি,
লুকিয়ে লুকিয়ে দেখিতেছিলেম