পাতা:শিশু ভোলানাথ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
আফতাব বট (আলোচনা | অবদান)
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
Preetidipto.21 (আলোচনা | অবদান)
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়নি
+
মুদ্রণ সংশোধন করা হয়েছে
শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):শীর্ষক (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{rh||মর্তবাসী|}}
{{block center/s}}
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
<poem>
মর্তবাসী
যেমন অাছি
যেমন আছি
তোমার কাছেই
:::তোমার কাছেই
তেমনি থাকি !
::::::তেমনি থাকি!

ওই আমাদের গোলাবাড়ি,
ওই আমাদের গোলাবাড়ি,
গোরুর গাড়ি
::::::গোরুর গাড়ি
পড়ে আছে চাকা-ভাঙা,
:::পড়ে আছে চাকা-ভাঙা,
গণবের ডালে
গাবের ডালে
পাতার লালে
:::পাতার লালে
আকাশ রাঙা । সেথা বেড়ায় যক্ষীবুড়ি
::::::আকাশ রাঙা।
সেথা বেড়ায় যক্ষীবুড়ি
গুড়িগুড়ি
::::::গুড়িগুড়ি
আস্শেওড়ার ঝোপে-ঝাপে— ফুলের গাছে
:::আস্শেওড়ার ঝোপে-ঝাপে—
ফুলের গাছে
দোয়েল নাচে,
:::দোয়েল নাচে,
ছায়া কাপে । মুকিয়ে আমি সেথা পলাই,
::::::ছায়া কাঁপে।
মুকিয়ে আমি সেথা পলাই,
কানাই বলাই তু ভাই অাসে পাড়ার থেকে । ভাঙা গাড়ি
::::::কানাই বলাই
:::দু ভাই আসে পাড়ার থেকে।
ভাঙা গাড়ি
দোলাই নাড়ি
:::দোলাই নাড়ি
::::::ঝেঁকে ঝেঁকে।
বোঁকে ঝোঁকে ।
</poem>
ག༽ ས༽
পাদটীকা (অন্তর্ভুক্ত হবে না):পাদটীকা (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{center|৭৭}}
{{block center/e}}

১৪:০৯, ২ আগস্ট ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মর্তবাসী

যেমন আছি
তোমার কাছেই
তেমনি থাকি!

ওই আমাদের গোলাবাড়ি,
গোরুর গাড়ি
পড়ে আছে চাকা-ভাঙা,
গাবের ডালে
পাতার লালে
আকাশ রাঙা।
সেথা বেড়ায় যক্ষীবুড়ি
গুড়িগুড়ি
আস্শেওড়ার ঝোপে-ঝাপে—
ফুলের গাছে
দোয়েল নাচে,
ছায়া কাঁপে।
মুকিয়ে আমি সেথা পলাই,
কানাই বলাই
দু ভাই আসে পাড়ার থেকে।
ভাঙা গাড়ি
দোলাই নাড়ি
ঝেঁকে ঝেঁকে।

৭৭