পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৫১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
পাইউইকিবট স্পর্শ সম্পাদনা
Preetidipto.21 (আলোচনা | অবদান)
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়নি
+
মুদ্রণ সংশোধন করা হয়েছে
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
{{c|{{x-larger|মহাস্বপ্ন}}}}
মহাস্বপ্ন
{{block center/s}}<poem>
পূর্ণ করি মহাকাল পূর্ণ করি অনন্ত গগন, নিদ্রামগ্ন মহাদেব দেখিছেন মহান স্বপন ।
পূর্ণ করি মহাকাল পূর্ণ করি অনন্ত গগন,
বিশাল জগৎ এই প্রকাণ্ড স্বপন সেই, হৃদয়-সমুদ্রে তার উঠিতেছে বিম্বের মতন। উঠিতেছে চন্দ্র সূৰ্য্য, উঠিতেছে আলোক আঁধার উঠিতেছে লক্ষ লক্ষ নক্ষত্রের জ্যোতিঃপরিবার। উঠিতেছে, ছুটিতেছে গ্রহ উপগ্রহ দলে দলে, উঠিতেছে ডুবিতেছে রাত্রি দিন, আকাশের তলে । একা বসি মহা-সিন্ধু চিরদিন গাইতেছে গান, ছুটিয়া সহস্ৰ নদী পদতলে মিলাইছে প্রাণ । তটিনীর কলরব, লক্ষ নিঝরের ঝরঝর, সিন্ধুর গম্ভীর গীত মেঘের গম্ভীর কণ্ঠস্বর ; ঝটিকা করিছে হা হা আশ্রয় আলয় তার ছাড়ি, বাজায়ে অরণ্য-বীণা ভীমবল শত বাহু নাড়ি ; রুদ্র রাগ আলাপিয়া গড়ায়ে পড়িছে হিম-রাশ, পৰ্ব্বত-দৈত্যের যেন ঘনীভূত ঘোর অট্টহাস ;
নিদ্রামগ্ন মহাদেব দেখিছেন মহান্ স্বপন।
১৩৭
::::বিশাল জগৎ এই
::::প্রকাণ্ড স্বপন সেই,
হৃদয়-সমুদ্রে তার উঠিতেছে বিম্বের মতন।
উঠিতেছে চন্দ্র সূৰ্য্য, উঠিতেছে আলােক আঁধার
উঠিতেছে লক্ষ লক্ষ নক্ষত্রের জ্যোতিঃপরিবার।
উঠিতেছে, ছুটিতেছে গ্রহ উপগ্রহ দলে দলে,
উঠিতেছে ডুবিতেছে রাত্রি দিন, আকাশের তলে।
একা বসি মহা-সিন্ধু চিরদিন গাইতেছে গান,
ছুটিয়া সহস্র নদী পদতলে মিলাইছে প্রাণ।
তটিনীর কলরব, লক্ষ নির্ঝরের ঝরঝর,
সিন্ধুর গম্ভীর গীত মেঘের গম্ভীর কণ্ঠস্বর ;
ঝটিকা করিছে হা হা আশ্রয় আলয় তার ছাড়ি,
বাজায়ে অরণ্য-বীণা ভীমবল শত বাহু নাড়ি ;
রুদ্র রাগ আলাপিয়া গড়ায়ে পড়িছে হিম-রাশ,
পর্ব্বত-দৈত্যের যেন ঘনীভূত ঘাের অট্টহাস ;
</poem>
পাদটীকা (অন্তর্ভুক্ত হবে না):পাদটীকা (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{block center/e}} {{rh||১৩৭|}}

০৪:০৫, ৭ আগস্ট ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মহাস্বপ্ন



পূর্ণ করি মহাকাল পূর্ণ করি অনন্ত গগন,
নিদ্রামগ্ন মহাদেব দেখিছেন মহান্ স্বপন।
বিশাল জগৎ এই
প্রকাণ্ড স্বপন সেই,
হৃদয়-সমুদ্রে তার উঠিতেছে বিম্বের মতন।
উঠিতেছে চন্দ্র সূৰ্য্য, উঠিতেছে আলােক আঁধার
উঠিতেছে লক্ষ লক্ষ নক্ষত্রের জ্যোতিঃপরিবার।
উঠিতেছে, ছুটিতেছে গ্রহ উপগ্রহ দলে দলে,
উঠিতেছে ডুবিতেছে রাত্রি দিন, আকাশের তলে।
একা বসি মহা-সিন্ধু চিরদিন গাইতেছে গান,
ছুটিয়া সহস্র নদী পদতলে মিলাইছে প্রাণ।
তটিনীর কলরব, লক্ষ নির্ঝরের ঝরঝর,
সিন্ধুর গম্ভীর গীত মেঘের গম্ভীর কণ্ঠস্বর ;
ঝটিকা করিছে হা হা আশ্রয় আলয় তার ছাড়ি,
বাজায়ে অরণ্য-বীণা ভীমবল শত বাহু নাড়ি ;
রুদ্র রাগ আলাপিয়া গড়ায়ে পড়িছে হিম-রাশ,
পর্ব্বত-দৈত্যের যেন ঘনীভূত ঘাের অট্টহাস ;

১৩৭