পাতা:আনন্দ-তুফান - প্রিয়নাথ চক্রবর্ত্তি.pdf/৩৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
Kaushik sur (আলোচনা | অবদান)
ট্যাগ: পুনর্বহালকৃত
Kaushik sur (আলাপ)-এর সম্পাদিত সংস্করণ হতে Atudu-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত যাওয়া হয়েছে
ট্যাগ: পুনর্বহাল
পাতার অবস্থাপাতার অবস্থা
-
বৈধকরণ
+
মুদ্রণ সংশোধন করা হয়েছে

০৫:১০, ১২ নভেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৪
আনন্দ-তুফান।


প্রণাম।

পিয়া মাতৃ-সুধা, সুকুমার কুমার যেমতি
হাসে খেলে জননীর কোলে,
হরষে খুলিয়া নিজ প্রাণ;—
তেমতি ভকতবৃন্দ লভি’ ভবানীরে—হৃদিমাঝে,
ভাসে সবে আনন্দ-তুফানে!
হাসে খেলে আপনারি মনে,
বাহ্যজ্ঞানে দিয়া বিসর্জ্জন;
স্বপ্নে যথা করে স্বপ্নাশ্রিত।
জ্ঞানবান্ [১] না পেয়ে সন্ধান, কহে;–
“একি! একি দেখি পাগলের খেলা?
নাহি মন্ত্র, নাহিক শৃঙ্খলা,
করিল কাহার পূজা?
কিরূপে পূজিল তাঁরে?
নিবেদিল কিবা উপচার?
বলিদান না হেরি নয়নে!
নাহি দিল প্রতিমায় ভোগ!
হাসে কাঁদে আপনা আপনি৷”


  1. এ জ্ঞানবান্ শব্দের অর্থ যাহারা সাদৃশ বাহ্যজ্ঞানসম্পন্ন।