পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৬৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
Preetidipto.21 (আলোচনা | অবদান)
বট পরিষ্কার করছে, কোন সমস্যা?
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
৭ নং লাইন: ৭ নং লাইন:
::গান হয়ে উঠিল ফুটিয়া।
::গান হয়ে উঠিল ফুটিয়া।
::এ কি হেরি যৌবন-উচ্ছ্বাস,
::এ কি হেরি যৌবন-উচ্ছ্বাস,
::এ কি রে মােহন ইন্দ্রজাল,
::এ কি রে মোহন ইন্দ্রজাল,
::সৌন্দৰ্য্য-কুসুমে গেল ঢেকে
::সৌন্দৰ্য্য-কুসুমে গেল ঢেকে
::জগতের কঠিন কঙ্কাল।
::জগতের কঠিন কঙ্কাল।
১৮ নং লাইন: ১৮ নং লাইন:
::প্রেমের হৃদয়ে মহা বল,
::প্রেমের হৃদয়ে মহা বল,
::অশনির মুখে দিল হাসি।
::অশনির মুখে দিল হাসি।
::সকলি হইল মনােহর
::সকলি হইল মনোহর
::সাজিল জগৎ-চরাচর।
::সাজিল জগৎ-চরাচর।
:::*{{gap}}*{{gap}}*
:::*{{gap}}*{{gap}}*

১৭:০২, ১৫ নভেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সৃষ্টি স্থিতি প্রলয়

চাহে তাঁর চরণ-ছায়ায়
যৌবনকুসুম ফুটাইতে।
জগতের হৃদয়ের আশা,
দশদিকে আকুল হইয়া
ফুল হয়ে পরিমল হয়ে
গান হয়ে উঠিল ফুটিয়া।
এ কি হেরি যৌবন-উচ্ছ্বাস,
এ কি রে মোহন ইন্দ্রজাল,
সৌন্দৰ্য্য-কুসুমে গেল ঢেকে
জগতের কঠিন কঙ্কাল।
হাসি হয়ে ভাতিল আকাশে
তারকার রক্তিম নয়ান,
জগতের হর্ষ-কোলাহল
রাগিণীতে হল অবসান।
কোমলে কঠিন লুকাইল,
শক্তিরে ঢাকিল রূপরাশি,
প্রেমের হৃদয়ে মহা বল,
অশনির মুখে দিল হাসি।
সকলি হইল মনোহর
সাজিল জগৎ-চরাচর।
* * *
মহাছন্দে বাঁধা হয়ে, যুগ যুগ যুগ-যুগান্তর,

১৪৯