পাতা:চিত্ত-মুকুর.pdf/১২০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
বট পরিষ্কার করছে, কোন সমস্যা?
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়েছে
+
বৈধকরণ
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
<poem>
<poem>
::::::::২৭
{{C|২৭}}
“নহে নাথ ইহা অমুল লক্ষণ
“নহে নাথ ইহা অমূল লক্ষণ”
বলি পৃথা ধীরে তুলিল নয়ন,
বলি পৃথা ধীরে তুলিল নয়ন,
সরায়ে কুন্তল, মুছি নেত্ৰ-জল,
সরায়ে কুন্তল, মুছি নেত্ৰ-জল,
গ্রীবা উচ্চ করি দাঁড়াল সরি।
গ্রীবা উচ্চ করি দাঁড়াল সরি।

::::::::২৮
{{C|২৮}}
“অমূল এ ভয় নহে কদাচন,
“অমূল এ ভয় নহে কদাচন,
অকারণে বক্ষ কাঁপেনি কখন
অকারণে বক্ষ কাঁপেনি কখন
প্রাণেশের কর রাখি বক্ষেপির
প্রাণেশের কর রাখি বক্ষেপির
“দেখ নাথ হৃদি সঘনে কাঁপে।”
“দেখ নাথ হৃদি সঘনে কাঁপে।”

::::::::২৯
{{C|২৯}}
“নারী আমি কিন্তু হৃদয় আমার
“নারী আমি কিন্তু হৃদয় আমার
নহে প্রাণেশ্বর! শিশু বালিকার,
নহে প্রাণেশ্বর! শিশু বালিকার,
শত শত বার, কঠিন প্রহার,
শত শত বার, কঠিন প্রহার,
সহেছি কখন তবু না তাপে।”
সহেছি কখন তবু না তাপে।”

::::::::৩০
{{C|৩০}}
“দেখেছি দাঁড়ায়ে প্রাসাদ শিখরে
“দেখেছি দাঁড়ায়ে প্রাসাদ শিখরে
রণ-বেশে তোমা অশ্বের উপরে,
রণ-বেশে তোমা অশ্বের উপরে,

১৫:২১, ২৬ নভেম্বর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
চিত্ত-মুকুর।
১০৫

২৭


“নহে নাথ ইহা অমূল লক্ষণ”
বলি পৃথা ধীরে তুলিল নয়ন,
সরায়ে কুন্তল, মুছি নেত্ৰ-জল,
গ্রীবা উচ্চ করি দাঁড়াল সরি।

২৮


“অমূল এ ভয় নহে কদাচন,
অকারণে বক্ষ কাঁপেনি কখন
প্রাণেশের কর রাখি বক্ষেপির
“দেখ নাথ হৃদি সঘনে কাঁপে।”

২৯


“নারী আমি কিন্তু হৃদয় আমার
নহে প্রাণেশ্বর! শিশু বালিকার,
শত শত বার, কঠিন প্রহার,
সহেছি কখন তবু না তাপে।”

৩০


“দেখেছি দাঁড়ায়ে প্রাসাদ শিখরে
রণ-বেশে তোমা অশ্বের উপরে,
পার্শ্বে শক্র দল, করে কোলাহল,
তবু তিল মাত্র কাঁদেনি মন।”