পাতা:চিত্ত-মুকুর.pdf/১২১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
বট অনাকাঙ্ক্ষিত ফাঁক সরাচ্ছে, কোন সমস্যা?
 
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়েছে
+
বৈধকরণ
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
<poem>
<poem>
{{C|৩১}}

::::::::৩১
“কোথা দিল্লী কোখা চিতোর নগর!
“কোথা দিল্লী কোখা চিতোর নগর!
কোথায় যবন কবে বা সমর!
কোথায় যবন কবে বা সমর!
আজ অকস্মাৎ, কেন প্রাণনাথ?
আজ অকস্মাৎ, কেন প্রাণনাথ?
বালিকার মত ঝরে নৃয়ন?”
বালিকার মত ঝরে নয়ন?”

::::::::৩২
{{C|৩২}}
“নিষেধ করি না করিতে গমন,
“নিষেধ করি না করিতে গমন,
যাও প্রাণেশ্বর কর জয় রণ।
যাও প্রাণেশ্বর কর জয় রণ।
কিন্তু যে বিষাদে, প্রাণ কাঁদে,
কিন্তু যে বিষাদে, আজ প্রাণ কাঁদে,
দুখিনীর ভালে যদি তা ফলে”-
দুখিনীর ভালে যদি তা ফলে”-

::::::::৩৩
{{C|৩৩}}
জনমের মত হ’ল উদ্যাপন
“জনমের মত হ’ল উদ্‌যাপন
জীবনের ব্রত, শেষ দরশন,
জীবনের ব্রত, শেষ দরশন,
কিন্তু ভেবে মনে, রণে প্রতিক্ষণে,
কিন্তু ভেবে মনে, রণে প্রতিক্ষণে,
দুখিনীরে এই নয়ন-জলে।”
দুখিনীরে এই নয়ন-জলে।”

::::::::৩৪
{{C|৩৪}}
“কি বলিব আর ক্ষত্রিয়-রমণী
“কি বলিব আর ক্ষত্রিয়-রমণী
কি বলিবে নাথ সহজে পাষাণী;
কি বলিবে নাথ সহজে পাষাণী;

১৫:২৮, ২৬ নভেম্বর ২০২০ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০৬
চিত্ত-মুকুর।

৩১


“কোথা দিল্লী কোখা চিতোর নগর!
কোথায় যবন কবে বা সমর!
আজ অকস্মাৎ, কেন প্রাণনাথ?
বালিকার মত ঝরে নয়ন?”

৩২


“নিষেধ করি না করিতে গমন,
যাও প্রাণেশ্বর কর জয় রণ।
কিন্তু যে বিষাদে, আজ প্রাণ কাঁদে,
দুখিনীর ভালে যদি তা ফলে”-

৩৩


“জনমের মত হ’ল উদ্‌যাপন
জীবনের ব্রত, শেষ দরশন,
কিন্তু ভেবে মনে, রণে প্রতিক্ষণে,
দুখিনীরে এই নয়ন-জলে।”

৩৪


“কি বলিব আর ক্ষত্রিয়-রমণী
কি বলিবে নাথ সহজে পাষাণী;
অন্তর পুড়িবে নয়ন ঝরিবে,
নাহি নিষেধিবে পতিরে রণে।”